Ajker Patrika

দীপিকা-রণবীর কি মা-বাবা হতে চলেছেন 

দীপিকা-রণবীর কি মা-বাবা হতে চলেছেন 

মা-বাবা হতে চলেছেন দীপিকা-রণবীর, খবর এমনই। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, অভিনেত্রী এখন দ্বিতীয় ট্রাইমেস্টারে রয়েছেন বলে শোনা যাচ্ছে। বাফটা অ্যাওয়ার্ডের রেড কার্পেট থেকেও গুঞ্জন ছড়ায় দীপিকা গর্ভবতী। সেদিন তাঁকে গাউনের পরিবর্তে সব্যসাচী মুখোপাধ্যায়ের শাড়িতে দেখা যায়। ছবি তোলার সময়েও অভিনেত্রীকে মিডরিফ হাত দিয়ে ঢেকে রাখতে দেখা যায়।

কয়েক দিন আগে এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, বাবা-মা হওয়ার জন্য রণবীর ও তিনি প্রস্তুত। তাঁরা বাচ্চা পছন্দ করেন। অভিনেত্রীর কথায়, ‘ফিল্ম ইন্ডাস্ট্রিতে পরিচিতি, অর্থ পাওয়ার পরও বাড়ির লোকের কাছে আমি সেই আগের মতোই আছি। তারা আমাকে এখনো সেই ছোট মেয়ের মতোই ট্রিট করেন। আমারও সেটা ভালো লাগে। আমি আর রণবীর দু’জনেই আমাদের সন্তানকে সেই মূল্যবোধে বড় করতে চাই।’ তখন থেকেই জল্পনা ছিল সন্তানের বিষয়ে ভাবছেন তারকা দম্পতি।

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে দীপিকা আর হৃতিক রোশনের ‘ফাইটার’। এর পর আর নতুন কোনও ছবির কথা ঘোষণা করেননি তিনি। মুক্তির অপেক্ষায় আছে প্রভাসের সঙ্গে ‘কল্কি ২৮৯৮ এডি’।

এমি জেতা সিরিজ ‘দ্য হোয়াইট লোটাস’-এ অভিনয় করার কথা ছিল অভিনেত্রীর। কিন্তু ব্যক্তিগত সমস্যার কথা জানিয়ে সেই প্রোজেক্ট থেকেও সরে এসেছেন দীপিকা। তখন ব্যক্তিগত কারণ হিসেবে অনেকে অনুমান করেছিলেন দীপিকার প্রেগনেন্সি।

দীপিকা ও রণবীর সিং। ছবি: ইনস্টাগ্রামউল্লেখ্য, ‘রামলীলা’ সিনেমার সেটে একে অপরের প্রেমে পড়েছিলেন দীপিকা-রণবীর। বিয়ের পর ‘এইটিথ্রি’-তে একসঙ্গে অভিনয় করেছেন তাঁরা। রোহিত শেঠির কপ ইউনিভার্স ‘সিংহাম এগেইন’-এ দুজনকে আবার একসঙ্গে দেখা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

মাইলস্টোনের শিক্ষার্থীরাই ছিল ৩৭ বছরের মাসুকার ‘সংসার’, যুদ্ধবিমান তছনছ করে দিল

চোখের জলে পাইলট তৌকিরের বিদায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত