Ajker Patrika

‘বেদ’ সিনেমার সাফল্যের পর ফের পরিচালনায় রীতেশ

বিনোদন ডেস্ক
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৭: ৪৯
Thumbnail image

অভিনয়ের পাশাপাশি নির্মাতা হিসেবেও সফল রীতেশ দেশমুখ। পরিচালিত প্রথম সিনেমা ‘বেদ’ দিয়ে পেয়েছেন সফলতা। এবার নিজের দ্বিতীয় সিনেমার ঘোষণা দিয়েছেন রীতেশ দেশমুখ। শুধু পরিচালনা নয় ‘রাজা শিবাজি’ শিরোনামের সিনেমায় ঐতিহাসিক ব্যক্তিত্ব শিবাজির ভূমিকায়ও অভিনয় করবেন তিনি।

গতকাল রোববার এক্সে (টুইট) খবরটি জানান রীতেশ। এক্সে অভিনেতা লিখেছেন, ‘ছত্রপতি শিবাজি মহারাজ শুধু একটি নাম নয়, একটা আবেগ। তাঁর জন্মবার্ষিকী উপলক্ষে, আমি দেশের মাটির এই মহান সন্তানের প্রতি শ্রদ্ধা জানাতে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি। তাঁর গৌরব আমাদের আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা। আমরা আমাদের নতুন যাত্রা শুরু করার সঙ্গে আপনাদের আশীর্বাদ চাই।’

অভিনেতা রীতেশ দেশমুখ।‘রাজা শিবাজি’ সিনেমাটির মাধ্যমে ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত সিনেমাটোগ্রাফির সন্তোষ সিভান মারাঠি সিনেমায় আত্মপ্রকাশ করতে চলেছেন। এ ছাড়া সিনেমাটি সংগীতায়োজন করবেন প্রতিভাবান জুটি অজয়-অতুল।

আগামী বছর ‘রাজা শিবাজি’ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এতে রীতেশ ছাড়াও তাঁর স্ত্রী জেনেলিয়া দেশমুখও প্রযোজক হিসেবে থাকছেন। জিও স্টুডিওস ও মুম্বাই ফিল্ম কোম্পানির ব্যানারে তৈরি হবে সিনেমাটি। জেনেলিয়া দেশমুখের সঙ্গে সহ প্রযোজক হিসেবে আছেন জ্যোতি দেশপান্ডে।

অভিনেতা রীতেশ দেশমুখ।উল্লেখ্য, ছত্রপতি শিবাজি’কে মহারাষ্ট্রের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা মানা হয়। তিনি স্বাধীন মারাঠা সাম্রাজ্যের পত্তন করেন, যার রাজধানী ছিল রায়গড়ে। তিনিই মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে বেশ কয়েকবার যুদ্ধ ঘোষণা করেন, তবে হেরে যান। তাঁর বীরগাথা ঘোরে মহরাষ্ট্রবাসীর মুখে মুখে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত