অভিনয়ের পাশাপাশি নির্মাতা হিসেবেও সফল রীতেশ দেশমুখ। পরিচালিত প্রথম সিনেমা ‘বেদ’ দিয়ে পেয়েছেন সফলতা। এবার নিজের দ্বিতীয় সিনেমার ঘোষণা দিয়েছেন রীতেশ দেশমুখ। শুধু পরিচালনা নয় ‘রাজা শিবাজি’ শিরোনামের সিনেমায় ঐতিহাসিক ব্যক্তিত্ব শিবাজির ভূমিকায়ও অভিনয় করবেন তিনি।
গতকাল রোববার এক্সে (টুইট) খবরটি জানান রীতেশ। এক্সে অভিনেতা লিখেছেন, ‘ছত্রপতি শিবাজি মহারাজ শুধু একটি নাম নয়, একটা আবেগ। তাঁর জন্মবার্ষিকী উপলক্ষে, আমি দেশের মাটির এই মহান সন্তানের প্রতি শ্রদ্ধা জানাতে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি। তাঁর গৌরব আমাদের আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা। আমরা আমাদের নতুন যাত্রা শুরু করার সঙ্গে আপনাদের আশীর্বাদ চাই।’
‘রাজা শিবাজি’ সিনেমাটির মাধ্যমে ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত সিনেমাটোগ্রাফির সন্তোষ সিভান মারাঠি সিনেমায় আত্মপ্রকাশ করতে চলেছেন। এ ছাড়া সিনেমাটি সংগীতায়োজন করবেন প্রতিভাবান জুটি অজয়-অতুল।
আগামী বছর ‘রাজা শিবাজি’ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এতে রীতেশ ছাড়াও তাঁর স্ত্রী জেনেলিয়া দেশমুখও প্রযোজক হিসেবে থাকছেন। জিও স্টুডিওস ও মুম্বাই ফিল্ম কোম্পানির ব্যানারে তৈরি হবে সিনেমাটি। জেনেলিয়া দেশমুখের সঙ্গে সহ প্রযোজক হিসেবে আছেন জ্যোতি দেশপান্ডে।
উল্লেখ্য, ছত্রপতি শিবাজি’কে মহারাষ্ট্রের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা মানা হয়। তিনি স্বাধীন মারাঠা সাম্রাজ্যের পত্তন করেন, যার রাজধানী ছিল রায়গড়ে। তিনিই মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে বেশ কয়েকবার যুদ্ধ ঘোষণা করেন, তবে হেরে যান। তাঁর বীরগাথা ঘোরে মহরাষ্ট্রবাসীর মুখে মুখে।
অভিনয়ের পাশাপাশি নির্মাতা হিসেবেও সফল রীতেশ দেশমুখ। পরিচালিত প্রথম সিনেমা ‘বেদ’ দিয়ে পেয়েছেন সফলতা। এবার নিজের দ্বিতীয় সিনেমার ঘোষণা দিয়েছেন রীতেশ দেশমুখ। শুধু পরিচালনা নয় ‘রাজা শিবাজি’ শিরোনামের সিনেমায় ঐতিহাসিক ব্যক্তিত্ব শিবাজির ভূমিকায়ও অভিনয় করবেন তিনি।
গতকাল রোববার এক্সে (টুইট) খবরটি জানান রীতেশ। এক্সে অভিনেতা লিখেছেন, ‘ছত্রপতি শিবাজি মহারাজ শুধু একটি নাম নয়, একটা আবেগ। তাঁর জন্মবার্ষিকী উপলক্ষে, আমি দেশের মাটির এই মহান সন্তানের প্রতি শ্রদ্ধা জানাতে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি। তাঁর গৌরব আমাদের আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা। আমরা আমাদের নতুন যাত্রা শুরু করার সঙ্গে আপনাদের আশীর্বাদ চাই।’
‘রাজা শিবাজি’ সিনেমাটির মাধ্যমে ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত সিনেমাটোগ্রাফির সন্তোষ সিভান মারাঠি সিনেমায় আত্মপ্রকাশ করতে চলেছেন। এ ছাড়া সিনেমাটি সংগীতায়োজন করবেন প্রতিভাবান জুটি অজয়-অতুল।
আগামী বছর ‘রাজা শিবাজি’ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এতে রীতেশ ছাড়াও তাঁর স্ত্রী জেনেলিয়া দেশমুখও প্রযোজক হিসেবে থাকছেন। জিও স্টুডিওস ও মুম্বাই ফিল্ম কোম্পানির ব্যানারে তৈরি হবে সিনেমাটি। জেনেলিয়া দেশমুখের সঙ্গে সহ প্রযোজক হিসেবে আছেন জ্যোতি দেশপান্ডে।
উল্লেখ্য, ছত্রপতি শিবাজি’কে মহারাষ্ট্রের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা মানা হয়। তিনি স্বাধীন মারাঠা সাম্রাজ্যের পত্তন করেন, যার রাজধানী ছিল রায়গড়ে। তিনিই মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে বেশ কয়েকবার যুদ্ধ ঘোষণা করেন, তবে হেরে যান। তাঁর বীরগাথা ঘোরে মহরাষ্ট্রবাসীর মুখে মুখে।
সৌদি আরবের প্রথম দিকের কয়েকজন নারী র্যাপারের একজন জারা। সংগীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সৌদির সীমানা পেরিয়ে তিনি এখন সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে থাকছেন। আরবি, ইংরেজির পাশাপাশি সুইডিশ ভাষাতেও সাবলীল এই তরুণী। জানান, আরও একটি ভাষা শেখার ইচ্ছা আছে তাঁর। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর গান...
৯ ঘণ্টা আগেবিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
১৫ ঘণ্টা আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
১৫ ঘণ্টা আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
১৫ ঘণ্টা আগে