বিনোদন ডেস্ক
অভিনয়ের পাশাপাশি নির্মাতা হিসেবেও সফল রীতেশ দেশমুখ। পরিচালিত প্রথম সিনেমা ‘বেদ’ দিয়ে পেয়েছেন সফলতা। এবার নিজের দ্বিতীয় সিনেমার ঘোষণা দিয়েছেন রীতেশ দেশমুখ। শুধু পরিচালনা নয় ‘রাজা শিবাজি’ শিরোনামের সিনেমায় ঐতিহাসিক ব্যক্তিত্ব শিবাজির ভূমিকায়ও অভিনয় করবেন তিনি।
গতকাল রোববার এক্সে (টুইট) খবরটি জানান রীতেশ। এক্সে অভিনেতা লিখেছেন, ‘ছত্রপতি শিবাজি মহারাজ শুধু একটি নাম নয়, একটা আবেগ। তাঁর জন্মবার্ষিকী উপলক্ষে, আমি দেশের মাটির এই মহান সন্তানের প্রতি শ্রদ্ধা জানাতে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি। তাঁর গৌরব আমাদের আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা। আমরা আমাদের নতুন যাত্রা শুরু করার সঙ্গে আপনাদের আশীর্বাদ চাই।’
‘রাজা শিবাজি’ সিনেমাটির মাধ্যমে ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত সিনেমাটোগ্রাফির সন্তোষ সিভান মারাঠি সিনেমায় আত্মপ্রকাশ করতে চলেছেন। এ ছাড়া সিনেমাটি সংগীতায়োজন করবেন প্রতিভাবান জুটি অজয়-অতুল।
আগামী বছর ‘রাজা শিবাজি’ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এতে রীতেশ ছাড়াও তাঁর স্ত্রী জেনেলিয়া দেশমুখও প্রযোজক হিসেবে থাকছেন। জিও স্টুডিওস ও মুম্বাই ফিল্ম কোম্পানির ব্যানারে তৈরি হবে সিনেমাটি। জেনেলিয়া দেশমুখের সঙ্গে সহ প্রযোজক হিসেবে আছেন জ্যোতি দেশপান্ডে।
উল্লেখ্য, ছত্রপতি শিবাজি’কে মহারাষ্ট্রের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা মানা হয়। তিনি স্বাধীন মারাঠা সাম্রাজ্যের পত্তন করেন, যার রাজধানী ছিল রায়গড়ে। তিনিই মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে বেশ কয়েকবার যুদ্ধ ঘোষণা করেন, তবে হেরে যান। তাঁর বীরগাথা ঘোরে মহরাষ্ট্রবাসীর মুখে মুখে।
অভিনয়ের পাশাপাশি নির্মাতা হিসেবেও সফল রীতেশ দেশমুখ। পরিচালিত প্রথম সিনেমা ‘বেদ’ দিয়ে পেয়েছেন সফলতা। এবার নিজের দ্বিতীয় সিনেমার ঘোষণা দিয়েছেন রীতেশ দেশমুখ। শুধু পরিচালনা নয় ‘রাজা শিবাজি’ শিরোনামের সিনেমায় ঐতিহাসিক ব্যক্তিত্ব শিবাজির ভূমিকায়ও অভিনয় করবেন তিনি।
গতকাল রোববার এক্সে (টুইট) খবরটি জানান রীতেশ। এক্সে অভিনেতা লিখেছেন, ‘ছত্রপতি শিবাজি মহারাজ শুধু একটি নাম নয়, একটা আবেগ। তাঁর জন্মবার্ষিকী উপলক্ষে, আমি দেশের মাটির এই মহান সন্তানের প্রতি শ্রদ্ধা জানাতে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি। তাঁর গৌরব আমাদের আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা। আমরা আমাদের নতুন যাত্রা শুরু করার সঙ্গে আপনাদের আশীর্বাদ চাই।’
‘রাজা শিবাজি’ সিনেমাটির মাধ্যমে ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত সিনেমাটোগ্রাফির সন্তোষ সিভান মারাঠি সিনেমায় আত্মপ্রকাশ করতে চলেছেন। এ ছাড়া সিনেমাটি সংগীতায়োজন করবেন প্রতিভাবান জুটি অজয়-অতুল।
আগামী বছর ‘রাজা শিবাজি’ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এতে রীতেশ ছাড়াও তাঁর স্ত্রী জেনেলিয়া দেশমুখও প্রযোজক হিসেবে থাকছেন। জিও স্টুডিওস ও মুম্বাই ফিল্ম কোম্পানির ব্যানারে তৈরি হবে সিনেমাটি। জেনেলিয়া দেশমুখের সঙ্গে সহ প্রযোজক হিসেবে আছেন জ্যোতি দেশপান্ডে।
উল্লেখ্য, ছত্রপতি শিবাজি’কে মহারাষ্ট্রের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা মানা হয়। তিনি স্বাধীন মারাঠা সাম্রাজ্যের পত্তন করেন, যার রাজধানী ছিল রায়গড়ে। তিনিই মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে বেশ কয়েকবার যুদ্ধ ঘোষণা করেন, তবে হেরে যান। তাঁর বীরগাথা ঘোরে মহরাষ্ট্রবাসীর মুখে মুখে।
ক্যারিয়ারে ত্রিভুজ প্রেমের অনেক গল্পে অভিনয় করেছেন বাপ্পারাজ। বেশির ভাগ সিনেমায় শেষ দৃশ্যে থাকতেন আত্মত্যাগের ভূমিকায়। পর্দায় নেই অনেক দিন, তবে এখনো সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ান বাপ্পারাজ। প্রায়ই দেখা যায় তাঁর সিনেমার দৃশ্য শেয়ার করে কেউ লিখছেন ব্যর্থ প্রেমিক কিংবা কেউ লিখছেন ব্যর্থ প্রেমের সফল নায়ক।
৩ ঘণ্টা আগেজুলাই আন্দোলনে অনুপ্রাণিত হয়ে নতুন গান উপহার দিলেন কণ্ঠশিল্পী সায়েরা রেজা। গানের শিরোনাম ‘বেলা চাও, আলো দাও’। আদিব কবিরের সংগীত আয়োজনে গানটির কথা লিখেছেন কাজী জহিরুল ইসলাম। এরই মধ্যে গানটি ইউটিউব, স্পটিফাই, ফেসবুকসহ বিভিন্ন অনলাইন মিডিয়ায় প্রকাশিত হয়েছে।
৩ ঘণ্টা আগেচার বছরের বিবাহিত জীবন ছিল নাগা চৈতন্যের সঙ্গে সামান্থা রুথ প্রভুর। বিচ্ছেদের অধ্যায় ভুলে সোবিতা ধুলিপালার সঙ্গে নতুন করে জীবন শুরু করেছেন নাগা। গত ডিসেম্বরে বিয়ে হয়েছে তাঁর। সামান্থাও হাঁটছেন অন্য পথে। মনে হচ্ছে, এত দিনে বিশেষ কাউকে খুঁজে পেলেন তিনি। বিশেষ সে ব্যক্তিটি নির্মাতা রাজ নিদিমরু।
৩ ঘণ্টা আগেপ্রথমবারের মতো কোনো পডকাস্টে আসছেন অভিনেতা, পরিচালক ও প্রযোজক আলমগীর। ‘আমি আলমগীর’ শীর্ষক এই অনুষ্ঠানে নিজের জীবন ও ক্যারিয়ার নিয়ে নানা কথা বলবেন তিনি। এই অনুষ্ঠানে তাঁর সিনেমার পরিচালকদের নিয়ে স্মৃতিচারণা করেছেন আলমগীর। পরিচালকদের প্রসঙ্গে আলমগীর বলেন, ‘আমি আপনাদের আলমগীর হতে পেরেছি আমার সিনেমার
৩ ঘণ্টা আগে