বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের ওপর সমন জারি করেছেন ভারতের মধ্যপ্রদেশের হাইকোর্ট। ২০২১-এ মাতৃত্বকালীন অভিজ্ঞতা নিয়ে একটি বই লিখেছিলেন অভিনেত্রী। বইটির নামের সঙ্গে যুক্ত ছিল বাইবেল শব্দটি। সেই সূত্র ধরেই মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি গুরপাল সিং আলুওয়ালিয়া সমন জারি করেছেন।
অ্যাডভোকেট ক্রিস্টোফার অ্যান্টনি একটি পিটিশন দিয়েছিলেন কারিনা ও বইটির প্রকাশকের বিরুদ্ধে। সে কারণেই কোর্টের এই নোটিশ। পিটিশনারের দাবি, এ বই বিক্রি বন্ধ করা হোক। কারণ বাইবেল শব্দটি ব্যবহার করে ধর্মীয় আবেগে আঘাত দেওয়া হয়েছে।
ক্রিস্টোফার অ্যান্টনি একজন সমাজকর্মী। তিনি বলেন, এতে নির্দিষ্ট কমিউনিটির সেন্টিমেন্ট আহত হয়েছে। প্রথমে তিনি পুলিশে এফআইআর দায়ের করতেও গিয়েছিলেন। পুলিশ তাঁর অভিযোগ নিতে চায়নি। এরপর তিনি নিম্ন আদালতে গিয়েছিলেন। কিন্তু তারা এই যুক্তিতে পিটিশন রেজিস্ট্রার করতে চায়নি। এরপর তিনি হাইকোর্টের দ্বারস্থ হন।
তবে এ বিষয়ে এখন পর্যন্ত কারিনা কাপুরের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
তিন বছর আগে মাতৃত্বকালীন অভিজ্ঞতা বইয়ে লিপিবদ্ধ করেছিলেন কারিনা কাপুর খান। অভিনেত্রীর লেখা বইটির নাম ‘কারিনা কাপুর খান’স প্রেগনেন্সি বাইবেল: দ্য আলটিমেট ম্যানুয়াল ফর মমস টু বি’।
বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের ওপর সমন জারি করেছেন ভারতের মধ্যপ্রদেশের হাইকোর্ট। ২০২১-এ মাতৃত্বকালীন অভিজ্ঞতা নিয়ে একটি বই লিখেছিলেন অভিনেত্রী। বইটির নামের সঙ্গে যুক্ত ছিল বাইবেল শব্দটি। সেই সূত্র ধরেই মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি গুরপাল সিং আলুওয়ালিয়া সমন জারি করেছেন।
অ্যাডভোকেট ক্রিস্টোফার অ্যান্টনি একটি পিটিশন দিয়েছিলেন কারিনা ও বইটির প্রকাশকের বিরুদ্ধে। সে কারণেই কোর্টের এই নোটিশ। পিটিশনারের দাবি, এ বই বিক্রি বন্ধ করা হোক। কারণ বাইবেল শব্দটি ব্যবহার করে ধর্মীয় আবেগে আঘাত দেওয়া হয়েছে।
ক্রিস্টোফার অ্যান্টনি একজন সমাজকর্মী। তিনি বলেন, এতে নির্দিষ্ট কমিউনিটির সেন্টিমেন্ট আহত হয়েছে। প্রথমে তিনি পুলিশে এফআইআর দায়ের করতেও গিয়েছিলেন। পুলিশ তাঁর অভিযোগ নিতে চায়নি। এরপর তিনি নিম্ন আদালতে গিয়েছিলেন। কিন্তু তারা এই যুক্তিতে পিটিশন রেজিস্ট্রার করতে চায়নি। এরপর তিনি হাইকোর্টের দ্বারস্থ হন।
তবে এ বিষয়ে এখন পর্যন্ত কারিনা কাপুরের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
তিন বছর আগে মাতৃত্বকালীন অভিজ্ঞতা বইয়ে লিপিবদ্ধ করেছিলেন কারিনা কাপুর খান। অভিনেত্রীর লেখা বইটির নাম ‘কারিনা কাপুর খান’স প্রেগনেন্সি বাইবেল: দ্য আলটিমেট ম্যানুয়াল ফর মমস টু বি’।
বিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
৩৪ মিনিট আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
৩৯ মিনিট আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
৪৩ মিনিট আগেকালজয়ী রূপকথা ‘স্নো হোয়াইট’কে নতুনভাবে পর্দায় নিয়ে এসেছে ডিজনি। প্রায় ২৭০ মিলিয়ন ডলার বাজেটে তৈরি হয়েছে স্নো হোয়াইট। ডিজনির অন্যতম ব্যয়বহুল এই মিউজিক্যাল ফ্যান্টাসি মুক্তির আগে থেকেই নানা বিতর্কে জড়িয়েছিল। গত ২১ মার্চে মুক্তির পর বিতর্ক বেড়েছে আরও।
১ ঘণ্টা আগে