Ajker Patrika

‘উনি হয়তো সন্ত্রাসের সমর্থক’, ধর্ম তুলে নাসিরুদ্দিনকে খোঁচা বিবেক অগ্নিহোত্রীর

বিনোদন ডেস্ক
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১১: ০৯
Thumbnail image

‘গদর-২’, ‘দ্য কাশ্মীর ফাইলস’, ‘দ্য কেরালা স্টোরি’র মতো সিনেমা সমাজের জন্য ক্ষতিকর। সম্প্রতি এমনই মন্তব্য করেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ। সাম্প্রতিক সময়ের এই ছবিগুলো দেখে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তোলেন নাসিরুদ্দিন। তবে তাঁর এমন মন্তব্য নজর এড়ায়নি পরিচালক বিবেক অগ্নিহোত্রীর। বর্ষীয়ান অভিনেতাকে পাল্টা আক্রমণ করেছেন বিবেক।

সাম্প্রতিক সাক্ষাৎকারে নাসিরুদ্দিন শাহকে খোঁচা দিয়ে বিবেক বলেন, ‘উনি দ্য কাশ্মীর ফাইলসের সাফল্যে বিরক্ত হতে পারেন, কারণ এর মাধ্যমে অতীতের সত্য উন্মোচিত হয়েছে। নাসিরুদ্দিন শাহ এমন ছবিতে অভিনয় করেন, যে ছবি গণহত্যাকে সমর্থন করে। তাই আমি মনে করি তাঁর এমন মন্তব্য ধর্মের কারণে বা হতাশার কারণে হতে পারে। তবে যে কারণেই হোক না কেন, সম্ভবত উনি সন্ত্রাসীদের সমর্থন করেন।’

বিবেক আরও বলেন, ‘নাসির যা বলেন তা আমি পাত্তাও দিই না। কারণ সন্ত্রাসীদের প্রতি আমার কোনো সহনশীলতা নেই, হয়তো উনি তাদের ভালোবাসেন। আমি নাসির ভাইয়ের অভিনয় দেখেই দ্য তাসখন্দ ফাইলসে ওকে কাস্ট করেছিলাম। কিন্তু এর পরে তাঁর এমন ভীমরতি হলো কী করে, কে জানে!’

এখানেই শেষ নয়, আরও এক সাক্ষাৎকারে বিবেক অগ্নিহোত্রী নাসিরুদ্দিন শাহের পছন্দ নিয়েও প্রশ্ন তোলেন। বিবেক বলেন, ‘উনি এমন সিনেমা পছন্দ করেন, যেগুলো সব সময় ভারতের সমালোচনা করে।’ তাঁর কথায়, ‘কিছু মানুষ জীবনে হতাশ। তাঁরা সব সময় নেতিবাচক খবর এবং নেতিবাচক জিনিসে বিশ্বাস করেন, তাই আমি জানি না নাসির ভাই কী পছন্দ করেন।’ বিবেকের কটাক্ষ, ‘নাসিরুদ্দিন যা বলেন তা হয়তো বার্ধক্য বা জীবনের হতাশার কারণে।’

এদিন বিবেক অগ্নিহোত্রী বলেন, ‘দ্য ভ্যাকসিন ওয়ার গত সাত-আট মাস ধরে তৈরি হচ্ছে জেনেও এটা নিয়ে বলিউডের কারও মাথাব্যথা নেই। এই ছবির প্রচার তো অনেক দূরের কথা, এটা নিয়ে কেউ চর্চাও করছেন না।’

সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডের সিনেমা নির্মাণের ধারার সাম্প্রতিক বদল নিয়ে নাসিরুদ্দিন শাহ বলেন, ‘“গদর-২” ও “কেরালা স্টোরি”র মতো সিনেমা সমাজের জন্য ক্ষতিকর। কারণ এসব সিনেমা আপনার মাথার মধ্যে ঢুকিয়ে দেবে, নিজের দেশকে শুধু ভালোবাসলেই চলবে না, ঢাকঢোল পিটিয়ে সেটার জানান দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘আগে সিনেমায় ভালোবাসা বিক্রি হতো, এখন বিক্রি হচ্ছে ঘৃণা। যে যত বেশি কট্টরপন্থা দেখাতে পারছে, তার সিনেমা তত বেশি জনপ্রিয় হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সংবিধানে ‘রাষ্ট্রধর্ম ইসলাম’ রাখার পক্ষে যে যুক্তি দিলেন আলী রীয়াজ

রাজধানীতে নিখোঁজ কিশোরী নওগাঁয়, যা বললেন সঙ্গে থাকা তরুণের বাবা

নবাবি প্রশাসনে হিন্দু আমলারাই সংখ্যাগরিষ্ঠ

আটক ৩ জনকে ছাড়িয়ে নিতে উত্তরায় থানায় হামলা শিক্ষার্থীদের

উপদেষ্টা রিজওয়ানার কাছে মাত্র ১৫ মিনিট সময় চেয়ে পাইনি: বিজ্ঞানী আবেদ চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত