বিনোদন ডেস্ক
বয়সটা যেন শুধুই একটা সংখ্যা, যেন শুধু ক্যালেন্ডারেই বাড়ে—এমনটিই দেখিয়েছেন বলিউডের ‘মাস্ত মাস্ত’ গার্ল রাভিনা ট্যান্ডন। ৪৭ বছর বয়স্ক রাভিনা ট্যান্ডন নিজের নতুন ঝলক দেখালেন আবার। বহুল প্রতীক্ষিত ‘কেজিএফ—চ্যাপ্টার ২’-তে অন্যতম চরিত্র ‘রামিকা সেন’ হিসেবে তাঁর লুক ইতিমধ্যে প্রশংসা পেয়েছে।
তবে তার আগেই নেটফ্লিক্সের আগামী সিরিজ ‘আরণ্যক’ -এর মাধ্যমে ওয়েবজগতে অভিষেক হচ্ছে রাভিনার। ইতিমধ্যেই টিজার প্রকাশ হয়েছে, ভক্তদের প্রশংসাও পাচ্ছে ‘আরণ্যক’।
নব্বইয়ের দশকের সাড়া জাগানো অভিনেত্রী এই বয়সে এসে কতটা নিপুণ অভিনয় দেখাবেন ওয়েব সিরিজে, তা দেখার অপেক্ষায় আছেন অনেকেই। আগামী ১০ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘আরণ্যক’।
গল্পটা হিমালয়ের পার্বত্য অঞ্চলের ঘন জঙ্গলের প্রেক্ষাপটে। আর সেই পরিপ্রেক্ষিতেই সিরিজের নামকরণ হয়েছে ‘আরণ্যক’।
হিমালয়ের গহিন অরণ্য। সূর্যের আলোও ঢোকে না। সেখানেই উৎপাত এক রক্তপিপাসু জন্তুর, যার ভয়ে তটস্থ সেখানকার নিরাপত্তাকর্মীরা। এক রাতে সেই ভয়ংকর জন্তুকে শেষ করার পরিকল্পনা নিয়ে নামে পুলিশ কর্মকর্তা কস্তুরি। তারপর, কী হয়? সেই গল্পই বলবে ‘আরণ্যক’।
এ ওয়েব সিরিজে রাভিনা ট্যান্ডন ছাড়াও আছেন পরমব্রত চট্টোপাধ্যায়, আশুতোষ রানা, জাকির হুসেন, মেঘনা মালিকের মতো দক্ষ অভিনয়শিল্পীরা। কস্তুরি চরিত্রে অভিনয় করেছেন রাভিনা। সিরিজটির পরিচালক বিনয় ওয়েকুল। প্রযোজনায় সিদ্ধার্থ রায় কাপুর, রমেশ সিপ্পি ও রোহান সিপ্পি।
রাভিনা নতুন করে আলোচনায় এসেছেন আরও এক কারণে। ব্লকবাস্টার হতে যাওয়া ‘সূর্যবংশী’ ছবিতে ‘টিপ টিপ বরষা পানি’ গানটি নতুন করে তৈরি হয়েছে। পারফর্ম করেছেন অক্ষয় ও ক্যাটরিনা। নতুন গানটি প্রশংসা পেয়েছে। তবে এই গানে রাভিনার পারফরম্যান্স ভোলেননি দর্শক। ‘সূর্যবংশী’র হাত ধরে তিনিও হয়ে উঠেছেন আলোচনার কেন্দ্রবিন্দু।
বয়সটা যেন শুধুই একটা সংখ্যা, যেন শুধু ক্যালেন্ডারেই বাড়ে—এমনটিই দেখিয়েছেন বলিউডের ‘মাস্ত মাস্ত’ গার্ল রাভিনা ট্যান্ডন। ৪৭ বছর বয়স্ক রাভিনা ট্যান্ডন নিজের নতুন ঝলক দেখালেন আবার। বহুল প্রতীক্ষিত ‘কেজিএফ—চ্যাপ্টার ২’-তে অন্যতম চরিত্র ‘রামিকা সেন’ হিসেবে তাঁর লুক ইতিমধ্যে প্রশংসা পেয়েছে।
তবে তার আগেই নেটফ্লিক্সের আগামী সিরিজ ‘আরণ্যক’ -এর মাধ্যমে ওয়েবজগতে অভিষেক হচ্ছে রাভিনার। ইতিমধ্যেই টিজার প্রকাশ হয়েছে, ভক্তদের প্রশংসাও পাচ্ছে ‘আরণ্যক’।
নব্বইয়ের দশকের সাড়া জাগানো অভিনেত্রী এই বয়সে এসে কতটা নিপুণ অভিনয় দেখাবেন ওয়েব সিরিজে, তা দেখার অপেক্ষায় আছেন অনেকেই। আগামী ১০ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘আরণ্যক’।
গল্পটা হিমালয়ের পার্বত্য অঞ্চলের ঘন জঙ্গলের প্রেক্ষাপটে। আর সেই পরিপ্রেক্ষিতেই সিরিজের নামকরণ হয়েছে ‘আরণ্যক’।
হিমালয়ের গহিন অরণ্য। সূর্যের আলোও ঢোকে না। সেখানেই উৎপাত এক রক্তপিপাসু জন্তুর, যার ভয়ে তটস্থ সেখানকার নিরাপত্তাকর্মীরা। এক রাতে সেই ভয়ংকর জন্তুকে শেষ করার পরিকল্পনা নিয়ে নামে পুলিশ কর্মকর্তা কস্তুরি। তারপর, কী হয়? সেই গল্পই বলবে ‘আরণ্যক’।
এ ওয়েব সিরিজে রাভিনা ট্যান্ডন ছাড়াও আছেন পরমব্রত চট্টোপাধ্যায়, আশুতোষ রানা, জাকির হুসেন, মেঘনা মালিকের মতো দক্ষ অভিনয়শিল্পীরা। কস্তুরি চরিত্রে অভিনয় করেছেন রাভিনা। সিরিজটির পরিচালক বিনয় ওয়েকুল। প্রযোজনায় সিদ্ধার্থ রায় কাপুর, রমেশ সিপ্পি ও রোহান সিপ্পি।
রাভিনা নতুন করে আলোচনায় এসেছেন আরও এক কারণে। ব্লকবাস্টার হতে যাওয়া ‘সূর্যবংশী’ ছবিতে ‘টিপ টিপ বরষা পানি’ গানটি নতুন করে তৈরি হয়েছে। পারফর্ম করেছেন অক্ষয় ও ক্যাটরিনা। নতুন গানটি প্রশংসা পেয়েছে। তবে এই গানে রাভিনার পারফরম্যান্স ভোলেননি দর্শক। ‘সূর্যবংশী’র হাত ধরে তিনিও হয়ে উঠেছেন আলোচনার কেন্দ্রবিন্দু।
সিনেমা অনবদ্য অভিনয়, নির্মাণ, প্রযোজনার পাশাপাশি ব্যক্তিগত জীবন ও সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে অন্যরকম জনপ্রিয়তা রয়েছে মিস্টার পারফেকশনিস্ট খ্যাত বলিউড তারকা আমীর খান। প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে এখনো বন্ধুত্বপূর্ণ ও শ্রদ্ধাশীল সম্পর্ক রয়েছে তাঁর। সম্প্রতি তাঁর মায়ের জন্মদিনে অন্য স্বজন...
১ ঘণ্টা আগেআজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। নতুন বইয়ের গন্ধে বইপ্রেমীরা মেতে উঠবে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে। প্রতিবছরই মেলায় খ্যাতিমান লেখকদের বই যেমন প্রকাশিত হয়, তেমনি তরুণ লেখকদের বইও আসে। পাশাপাশি শোবিজ তারকারাও উপহার দেন তাঁদের লেখা বই। সেই ধারাবাহিকতায় এ বছরও আসছে বেশ কজন তারকার নতুন..
২ ঘণ্টা আগেঅভিনেতা হিসেবে তিনি যে দুর্দান্ত, তা বলা বাহুল্য। বলিউডে দুই যুগের বেশি সময় ধরে রাজত্ব করছেন তিনি। সেই বোমান ইরানি এবার দাঁড়ালেন ক্যামেরার পেছনে। প্রথমবারের মতো হাজির হলেন পরিচালক হিসেবে। বানিয়েছেন ‘দ্য মেহতা বয়েজ’। ৭ ফেব্রুয়ারি আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে সিনেমাটি। সম্প্রতি প্রকাশ পেয়েছে...
২ ঘণ্টা আগেনব্বইয়ের দশকে ঢাকার মঞ্চের কয়েকজন তরুণ নাট্যপ্রেমী গড়ে তোলেন ‘প্রাচ্যনাট’ নামের নতুন নাট্যদল। নামটি দিয়েছিলেন প্রখ্যাত নাট্যকার ও গবেষক সেলিম আল দীন। ১৯৯৭ সালের ২১ ফেব্রুয়ারি দলটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সেই থেকে দলটি যেমন নতুন নতুন নাটক উপহার দিয়েছে, তেমনি নাট্যকর্মী সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ...
২ ঘণ্টা আগে