রুপালি পর্দায় তাঁদের রসায়ন আগুন ধরিয়েছিল, কিন্তু বাস্তবে তাঁদের রসায়ন তেমনটা ছিল না। কথা হচ্ছে ‘মার্ডার’ জুটি ইমরান হাশমি এবং মল্লিকা শেরওয়াতের। ২০০৪ সালে মুক্তি পেয়েছিল মহেশ ভাট-মুকেশ ভাট প্রযোজিত এই ছবির। পরিচালনা করেছেন অনুরাগ বসু। হলিউড ছবি ‘আনফেথফুল’-এর রিমেক এই ছবি বক্স অফিসে ব্যাপক ব্যবসাসফল হয়। সেই সাফল্যের কারণেই ‘মার্ডার ২’ ও ‘মার্ডার ৩’ ছবি তৈরি হয়েছিল। তবে ‘মার্ডার’ ছবির জনপ্রিয়তাকে টেক্কা দিতে পারেনি পরবর্তী ছবিগুলো। এই ছবিগুলোতে ইমরান হাশমি অভিনয় করলেও আর দেখা যায়নি মল্লিকাকে।
সম্প্রতি মন্দিরা বেদির টক শো ‘দ্য লাভ লাফ লাইভ’-এ হাজির হয়েছিল মল্লিকা। সেখানেই ইমরানের সঙ্গে নিজের ঝামেলা নিয়ে মুখ খোলেন মল্লিকা। তাঁর কথায়, ‘আমি সত্যিই জানি না কেন, কিন্তু বেশিরভাগ সময়ই আমার সহ-অভিনেতাদের সঙ্গে আমার ইগোর সমস্যা দেখা যায়। আসলে আমার পুরুষ সহ-অভিনেতারা সবসময় এটা ভেবে চলছে যে তাঁরা যদি সেটে আসে আর আমি বসে থাকি, তবে উঠে দাঁড়িয়ে আমি গুড মর্নিং বলব। কিন্তু সেটা আমার ব্যক্তিত্ব নয়। আমি কখনো করিওনি। ফলে অনেকের সঙ্গেই সম্পর্কটা ভালো রাখতে পারিনি।’
মল্লিকা আরও বলেন, ‘সবচেয়ে মজার বিষয় ঘটেছিল ইমরান হাশমির সঙ্গে। মার্ডারের শুটিংয়ে পরে আমরা আর কথা বলিনি, আমার মনে হয় সেটা খুব ছেলেমানুষি হয়েছে। ছবির প্রমোশনের সময় আমাদের কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল। ওটা একদম জরুরি ছিল না, অপ্রয়োজনীয়… আমি এখন মনে করি যেটা খুবই বোকামি ছিল’। বিষয়টা এখন হেসে উড়িয়ে দিলেও ইমরানের সঙ্গে কোনও যোগাযোগ নেই তাঁর সে কথা জানান অভিনেত্রী। আক্ষেপের সুরে মল্লিকা বলেন, ‘আমার ইমরানের সঙ্গে কোনও যোগাযোগ নেই সেটা সত্যি খারাপ লাগবার বিষয়, কারণ ইমরান খুব ভালো মনের একজন মানুষ, খুব ভালো ছেলে। কো-স্টার হিসাবে অসাধারণ। সেই সময় বয়স কম ছিল। অনেক কিছুই হয়তো স্বাভাবিকভাবে নিতে পারিনি।’
সামনে মল্লিকার দেখা মিলবে রজত কাপুর পরিচালিত ‘আরকে’ ছবিতে। ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে এই ছবি। এছাড়াও ‘নাকাব’ ওয়েব সিরিজেও দেখা মিলবে অভিনেত্রীর।
রুপালি পর্দায় তাঁদের রসায়ন আগুন ধরিয়েছিল, কিন্তু বাস্তবে তাঁদের রসায়ন তেমনটা ছিল না। কথা হচ্ছে ‘মার্ডার’ জুটি ইমরান হাশমি এবং মল্লিকা শেরওয়াতের। ২০০৪ সালে মুক্তি পেয়েছিল মহেশ ভাট-মুকেশ ভাট প্রযোজিত এই ছবির। পরিচালনা করেছেন অনুরাগ বসু। হলিউড ছবি ‘আনফেথফুল’-এর রিমেক এই ছবি বক্স অফিসে ব্যাপক ব্যবসাসফল হয়। সেই সাফল্যের কারণেই ‘মার্ডার ২’ ও ‘মার্ডার ৩’ ছবি তৈরি হয়েছিল। তবে ‘মার্ডার’ ছবির জনপ্রিয়তাকে টেক্কা দিতে পারেনি পরবর্তী ছবিগুলো। এই ছবিগুলোতে ইমরান হাশমি অভিনয় করলেও আর দেখা যায়নি মল্লিকাকে।
সম্প্রতি মন্দিরা বেদির টক শো ‘দ্য লাভ লাফ লাইভ’-এ হাজির হয়েছিল মল্লিকা। সেখানেই ইমরানের সঙ্গে নিজের ঝামেলা নিয়ে মুখ খোলেন মল্লিকা। তাঁর কথায়, ‘আমি সত্যিই জানি না কেন, কিন্তু বেশিরভাগ সময়ই আমার সহ-অভিনেতাদের সঙ্গে আমার ইগোর সমস্যা দেখা যায়। আসলে আমার পুরুষ সহ-অভিনেতারা সবসময় এটা ভেবে চলছে যে তাঁরা যদি সেটে আসে আর আমি বসে থাকি, তবে উঠে দাঁড়িয়ে আমি গুড মর্নিং বলব। কিন্তু সেটা আমার ব্যক্তিত্ব নয়। আমি কখনো করিওনি। ফলে অনেকের সঙ্গেই সম্পর্কটা ভালো রাখতে পারিনি।’
মল্লিকা আরও বলেন, ‘সবচেয়ে মজার বিষয় ঘটেছিল ইমরান হাশমির সঙ্গে। মার্ডারের শুটিংয়ে পরে আমরা আর কথা বলিনি, আমার মনে হয় সেটা খুব ছেলেমানুষি হয়েছে। ছবির প্রমোশনের সময় আমাদের কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল। ওটা একদম জরুরি ছিল না, অপ্রয়োজনীয়… আমি এখন মনে করি যেটা খুবই বোকামি ছিল’। বিষয়টা এখন হেসে উড়িয়ে দিলেও ইমরানের সঙ্গে কোনও যোগাযোগ নেই তাঁর সে কথা জানান অভিনেত্রী। আক্ষেপের সুরে মল্লিকা বলেন, ‘আমার ইমরানের সঙ্গে কোনও যোগাযোগ নেই সেটা সত্যি খারাপ লাগবার বিষয়, কারণ ইমরান খুব ভালো মনের একজন মানুষ, খুব ভালো ছেলে। কো-স্টার হিসাবে অসাধারণ। সেই সময় বয়স কম ছিল। অনেক কিছুই হয়তো স্বাভাবিকভাবে নিতে পারিনি।’
সামনে মল্লিকার দেখা মিলবে রজত কাপুর পরিচালিত ‘আরকে’ ছবিতে। ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে এই ছবি। এছাড়াও ‘নাকাব’ ওয়েব সিরিজেও দেখা মিলবে অভিনেত্রীর।
দীর্ঘদিনের অভিজ্ঞ অভিনেত্রী রওশন আরা বেগম ওরফে মৌ শিখা সম্প্রতি এক আবেগঘন ফেসবুক পোস্টে নিজের কাজ কমে যাওয়া এবং এর ফলে সৃষ্ট মানসিক ও অর্থনৈতিক সংকটের কথা তুলে ধরেছেন। তাঁর এই আর্তি মিডিয়াপাড়ায় অনেককেই নাড়া দিয়েছে। তিনি প্রশ্ন তুলেছেন, যেখানে একসময় মাসে ১৫ থেকে ২০ দিন কাজ করতেন, সেখানে গত আড়াই...
৪ ঘণ্টা আগেপরিচালক মোহিত সুরির নতুন চলচ্চিত্র ‘সায়ারা’ দ্বিতীয় সপ্তাহের মতো বক্স অফিস কাঁপাচ্ছে। দেশের বক্স অফিসে ২০০ কোটি রুপি আয়ের মাইলফলক অতিক্রম করার পথে রয়েছে ছবিটি। অভিনেতা আহান পাণ্ডের অভিষেক চলচ্চিত্র ‘সায়ারা’। প্রথম সিনেমাতেই বাজিমাত করলেন তিনি। প্রেক্ষাগৃহে দারুণ ব্যবসা করছে।
৬ ঘণ্টা আগেগত বছর জুনে পথচলার চার দশক পূর্ণ করেছে দেশের ব্যান্ড ওয়ারফেজ। সে সময় দলটির প্রধান শেখ মনিরুল আলম টিপু জানিয়েছিলেন, চার দশক পূর্তি উপলক্ষে বছরব্যাপী দেশের বিভিন্ন স্থানে কনসার্টের পাশাপাশি যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, ভারতসহ আরও কয়েকটি দেশে কনসার্ট করার পরিকল্পনা আছে তাদের।
১০ ঘণ্টা আগেবাদল সরকারের পেশাগত নাম সুধীন্দ্রনাথ সরকার। নাটক লিখেছেন প্রায় ৬০টি। তিনি মনে করতেন, নাটক সমাজের দর্পণ হওয়া উচিত। বাংলা থিয়েটারে ষাটের দশকের শেষ দিকে ‘থার্ড থিয়েটার’ নামক একটি নতুন নাট্যধারার প্রবর্তন করেন বাদল সরকার। ‘থার্ড থিয়েটার’ সমকালে অভিনব ও ব্যতিক্রমধর্মী নাট্যরীতি হিসেবে সমাদৃত হয়।
১০ ঘণ্টা আগে