‘ক্রিশ ৪’ ছবির জন্য গান গাইবেন হৃতিক রোশন। এই খবর জানালেন স্বয়ং হৃতিক রোশনের বাবা রাকেশ রোশন।
হৃতিক অভিনীত ভারতীয় ‘সুপার হিরো ছবি ‘কৃশ’-এর শুরুটা হয়েছিল ‘কোয়ি মিল গায়া’ দিয়ে। ছবির পরিচালক ও প্রযোজক রাকেশ রোশন ছবিটি শুরু করেছিলেন ফ্যান্টাসি ভাবনা থেকে। ছবি মুক্তির পর দারুণ জনপ্রিয় হয়। নতুন করে ভাবতে শুরু করেন তিনি। জন্ম হয় ‘কৃশ’-এর। সেই ধারাবাহিকতায় এবার তৈরি হচ্ছে ‘কৃশ ৪’। চিত্রনাট্যের কাজ প্রায় গুছিয়ে এনেছেন রাকেশ। গুছিয়ে এনেছেন অ্যাকশন সেটগুলো। যথরীতি কৃশের ভূমিকায় থাকছেন ছেলে হৃতিক রোশন। ভক্তরা অপেক্ষায় আছেন কৃশকে নিয়ে নতুন গল্পে ডুব দিতে। চিত্রনাট্য চূড়ান্ত হলেই রাকেশ বসবেন গান নিয়ে। এক সাক্ষাৎকারে তিনি বলেন, এবারের সিক্যুয়েলে গান একটা বড় ভূমিকা পালন করবে। অসাধারণ কিছু গান তৈরির পরিকল্পনা রয়েছে। আর বিশেষ একটি গানে হৃতিক কণ্ঠ দেবেন এটা মোটামুটি নিশ্চিত।
এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি হৃতিক। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘কৃশ ৪’-এর অ্যাকশন সেট নিয়ে কথা বলেছেন। জানিয়েছেন ছবির নতুন পর্বটিতে থাকবে নানা চমক।
এর আগে ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ ছবিতে ‘স্যানোরিটা’ গানে কণ্ঠ দিয়ে প্রশংসা কুড়িয়েছেন হৃতিক।
‘ক্রিশ ৪’ ছবির জন্য গান গাইবেন হৃতিক রোশন। এই খবর জানালেন স্বয়ং হৃতিক রোশনের বাবা রাকেশ রোশন।
হৃতিক অভিনীত ভারতীয় ‘সুপার হিরো ছবি ‘কৃশ’-এর শুরুটা হয়েছিল ‘কোয়ি মিল গায়া’ দিয়ে। ছবির পরিচালক ও প্রযোজক রাকেশ রোশন ছবিটি শুরু করেছিলেন ফ্যান্টাসি ভাবনা থেকে। ছবি মুক্তির পর দারুণ জনপ্রিয় হয়। নতুন করে ভাবতে শুরু করেন তিনি। জন্ম হয় ‘কৃশ’-এর। সেই ধারাবাহিকতায় এবার তৈরি হচ্ছে ‘কৃশ ৪’। চিত্রনাট্যের কাজ প্রায় গুছিয়ে এনেছেন রাকেশ। গুছিয়ে এনেছেন অ্যাকশন সেটগুলো। যথরীতি কৃশের ভূমিকায় থাকছেন ছেলে হৃতিক রোশন। ভক্তরা অপেক্ষায় আছেন কৃশকে নিয়ে নতুন গল্পে ডুব দিতে। চিত্রনাট্য চূড়ান্ত হলেই রাকেশ বসবেন গান নিয়ে। এক সাক্ষাৎকারে তিনি বলেন, এবারের সিক্যুয়েলে গান একটা বড় ভূমিকা পালন করবে। অসাধারণ কিছু গান তৈরির পরিকল্পনা রয়েছে। আর বিশেষ একটি গানে হৃতিক কণ্ঠ দেবেন এটা মোটামুটি নিশ্চিত।
এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি হৃতিক। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘কৃশ ৪’-এর অ্যাকশন সেট নিয়ে কথা বলেছেন। জানিয়েছেন ছবির নতুন পর্বটিতে থাকবে নানা চমক।
এর আগে ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ ছবিতে ‘স্যানোরিটা’ গানে কণ্ঠ দিয়ে প্রশংসা কুড়িয়েছেন হৃতিক।
ওয়েব কনটেন্টের নিয়মিত দর্শক চিত্রাঙ্গদা সিং। এই বলিউড অভিনেত্রীর ওয়াচ লিস্টে রয়েছে সারা বিশ্বের সিনেমা-সিরিজ। বর্তমানে তিনি দেখছেন ‘ল্যান্ডম্যান’। চিত্রাঙ্গদার প্রিয় হয়ে উঠেছে সিরিজটি। অভিনেত্রী জানালেন তাঁর আরও দুই পছন্দের ওয়েব সিরিজের নাম।
৩ ঘণ্টা আগেউত্তরা সেক্টর-৪ এলাকায় নাটক ও চলচ্চিত্রের শুটিং কার্যক্রমে জারি করা নিষেধাজ্ঞা শিগগির শর্ত সাপেক্ষে প্রত্যাহার করা হতে পারে। উত্তরা কল্যাণ সমিতির পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
১২ ঘণ্টা আগেএকজন গর্ভবতী নারীর দীর্ঘপথ পাড়ি দিয়ে বেঁচে থাকার সংগ্রাম, সাতটি দেশের অভিবাসন-পথ পেরিয়ে বেঁচে থাকার গল্প- এটি কোনো কাল্পনিক থ্রিলার নয়, বরং বাস্তবতার ওপর নির্মিত এক সিনেম্যাটিক দলিল। বাংলাদেশি নির্মাতা আজিজুল হাসান সূর্য পরিচালিত আসন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র ‘ফিল্ডস অব ফ্রিডম’ এমন এক গল্প নিয়ে এগিয়ে
১২ ঘণ্টা আগেঅভিনয়শিল্পীদের নাম দেখে অনেকে হয়তো পরিবার নিয়ে সিরিজটি দেখার কথা ভাববেন। তবে তেমনটা না ভাবাই উত্তম। কারণ, পরিবার নিয়ে দেখতে বসলে আপনাকে পড়তে হবে বিব্রতকর পরিস্থিতিতে। আইস্ক্রিনে মুক্তি পাওয়া ‘পাপ কাহিনী’ ওয়েব সিরিজটি যেন আবার ফিরিয়ে নিয়ে গেল অশ্লীলতার অন্ধকার সময়ে।
১৪ ঘণ্টা আগে