Ajker Patrika

নতুন ছবিতে গান শোনাবেন হৃতিক

নতুন ছবিতে গান শোনাবেন হৃতিক

‘ক্রিশ ৪’ ছবির জন্য গান গাইবেন হৃতিক রোশন। এই খবর জানালেন স্বয়ং হৃতিক রোশনের বাবা রাকেশ রোশন।

হৃতিক অভিনীত ভারতীয় ‘সুপার হিরো ছবি ‘কৃশ’-এর শুরুটা হয়েছিল ‘কোয়ি মিল গায়া’ দিয়ে।  ছবির পরিচালক ও প্রযোজক রাকেশ রোশন ছবিটি শুরু করেছিলেন ফ্যান্টাসি ভাবনা থেকে। ছবি মুক্তির পর দারুণ জনপ্রিয় হয়। নতুন করে ভাবতে শুরু করেন তিনি। জন্ম হয় ‘কৃশ’-এর। সেই ধারাবাহিকতায় এবার তৈরি হচ্ছে ‘কৃশ ৪’। চিত্রনাট্যের কাজ প্রায় গুছিয়ে এনেছেন রাকেশ। গুছিয়ে এনেছেন অ্যাকশন সেটগুলো। যথরীতি কৃশের ভূমিকায় থাকছেন ছেলে হৃতিক রোশন। ভক্তরা অপেক্ষায় আছেন কৃশকে নিয়ে নতুন গল্পে ডুব দিতে। চিত্রনাট্য চূড়ান্ত হলেই রাকেশ বসবেন গান নিয়ে। এক সাক্ষাৎকারে তিনি বলেন, এবারের সিক্যুয়েলে গান একটা বড় ভূমিকা পালন করবে। অসাধারণ কিছু গান তৈরির পরিকল্পনা রয়েছে। আর বিশেষ একটি গানে হৃতিক কণ্ঠ দেবেন এটা মোটামুটি নিশ্চিত।

হৃতিক রোশনএ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি হৃতিক। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘কৃশ ৪’-এর অ্যাকশন সেট নিয়ে কথা বলেছেন। জানিয়েছেন ছবির নতুন পর্বটিতে থাকবে নানা চমক।

এর আগে ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ ছবিতে ‘স্যানোরিটা’ গানে কণ্ঠ দিয়ে প্রশংসা কুড়িয়েছেন হৃতিক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত