Ajker Patrika

বিচারের দাবিতে ভক্তদের এক হওয়ার ডাক সুশান্তের বোনের

বিনোদন ডেস্ক
Thumbnail image

ভারতীয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর চার বছর কেটে গেছে। আগামী ১৪ জুন অভিনেতার চতুর্থ মৃত্যুবার্ষিকী। তাঁর মৃত্যু নিয়ে কম জলঘোলা হয়নি। আত্মহত্যা না কি খুন, তা নিয়েও বহু দিন চলেছে তদন্ত। কিন্তু প্রয়াত অভিনেতার পরিবারের দাবি, তাঁরা এখনও কোনও সদুত্তর পাননি। সুষ্ঠু তদন্তের জন্য আজও অপেক্ষা করছেন তাঁরা। এবার অভিনেতার মৃত্যুবার্ষিকীতে ভক্তদের এক হওয়ার ডাক দিয়েছেন সুশান্তের বড় বোন শ্বেতা সিং।

গতকাল শনিবার ইনস্টাগ্রামে একটি বিশেষ পোস্ট করেছেন সুশান্তের বড় বোন শ্বেতা সিং কীর্তি। সে পোস্টে, সুবিচারের দাবিতে অনুরাগীদের এক হওয়ার ডাক দিয়েছেন তিনি। আগামী ১৪ জুন বান্দ্রার এক স্টুডিওতে সুশান্তের অনুরাগীদের আমন্ত্রণ জানান তিনি। এ দিন প্রয়াত অভিনেতার স্মৃতিতে প্রার্থনারও আয়োজন করা হয়েছে।

শ্বেতা তাঁর পোস্টে লিখেছেন, ‘এ বার সময় হয়েছে। চলুন, আমরা এক হই এবং আমাদের প্রিয় সুশান্তের মৃত্যুর বিচার চাই।’

এদিকে জুন মাসের প্রথম দিন সুশান্তের জন্য আরেকটি পোস্টে তিনি লিখেছিলেন, ‘আজ ১ জুন। চার বছর আগে এই মাসেরই ১৪ তারিখ আমরা আমাদের প্রিয় সুশান্তকে হারিয়েছিলাম। সেই দিন ঠিক কী হয়েছিল, তার উত্তর আমরা এখনও খুঁজে বেড়াচ্ছি।’

বড় বোন শ্বেতার সঙ্গে সুশান্ত সিং রাজপুতকেদারনাথ ভ্রমণের কিছু ছবি শেয়ার করে শ্বেতা তাঁর পোস্টে লিখেছিলেন, ‘আমি প্রার্থনা করব বলে কেদারনাথ গিয়েছিলাম। ভেবেছিলাম, ভাইয়ের স্মৃতি আরও ভালো করে অনুভব করতে পারব। খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। কেদারনাথে পৌঁছানোর সঙ্গে সঙ্গে চোখে পানি এসে যায়। কিছুটা হাঁটার পরে বসে পড়ি, চোখের পানি উপচে আসে। ওর উপস্থিতি আমার চার পাশে অনুভব করছিলাম। মনে হচ্ছিল, ওকে জড়িয়ে ধরি। ও যেখানে বসে ধ্যান করত, সেখানে বসেই ধ্যান করছিলাম। মনে হচ্ছিল, ও সত্যিই আমার সঙ্গে আছে, আমার মধ্যে আছে। এমন আগে কখনও অনুভব করিনি।’

উল্লেখ্য, ২০২০ সালের ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রার ফ্ল্যাট থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় সুশান্ত সিং রাজপুতকে। তাঁর সেই সময় বয়স ছিল মাত্র ৩৪। সুশান্তের মৃত্যু নিয়ে জল ঘোলা কম হয়নি। যদিও এখনো পর্যন্ত সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর কারণ নিশ্চিতভাবে জানানো হয়নি। তদন্ত এখনো চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত