বিনোদন ডেস্ক
শাহরুখ খান বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী তারকাদের একজন। মুম্বাইসহ বিশ্বের বড় বড় শহরে বাড়ি রয়েছে বলিউড বাদশার। দামি ঘড়ি থেকে বিলাসবহুল গাড়ি—কী নেই তাঁর! কিন্তু এই সাফল্য একদিনে আসেনি। ধৈর্য আর পরিশ্রমে আজ তিনি এ জায়গায়। শাহরুখের ক্যারিয়ারের শুরুর দিনগুলোর কিছু অজানা কথা এবার সামনে আনলেন অভিনেত্রী জুহি চাওলা।
শাহরুখ ও জুহির অফস্ক্রিন রসায়ন ও বন্ধুত্বের কথা সবাই জানে। ব্যবসায়িক পার্টনারও তাঁরা। শাহরুখের সংগ্রামের দিনগুলো খুব কাছ থেকে দেখেছেন তিনি। সম্প্রতি গুজরাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এক অনুষ্ঠানে এসব নিয়ে কথা বলেন জুহি।
জুহি জানান, শুরুর দিকে দিনে ২ থেকে ৩ শিফট করতেন শাহরুখ। ইউনিটের লোকজনের সঙ্গেই খাবার খেতেন, তাঁদের সঙ্গেই থাকতেন।
জুহি বলেন, ‘শাহরুখের আর্থিক অবস্থা ভালো ছিল না। মুম্বাইতে তাঁর থাকার মতো জায়গাও ছিল না। ও দিল্লিতে থাকত, কাজের জন্য মাঝে মধ্যে মুম্বাই আসত। সেই সময়ে ইউনিটের লোকজনের সঙ্গেই খাবার খেত, রাতে তাঁদের সঙ্গেই থাকত।’
জুহি আরও জানান, তখন শাহরুখের সম্বল বলতে ছিল একটি কালো রঙের জিপসি গাড়ি। ঋণ নিয়ে গাড়িটি কিনেছিলেন শাহরুখ। তবে সময়মতো লোন শোধ করতে না পারায় তাঁকে একসময় গাড়িটি হারাতে হয়।
গাড়িটি হারিয়ে হতাশ হয়ে পড়েছিলেন শাহরুখ। সেসময় জুহি সাহস দিতেন তাঁকে। অভিনেত্রীর কথায়, ‘তাঁকে সাহস দিয়ে তখন বলেছিলাম, সমস্যা নেই, একদিন তোমার নিজের বাড়ি হবে। অনেক গাড়িও থাকবে। দেখুন সে আজ কত সফল!’
শাহরুখ খান বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী তারকাদের একজন। মুম্বাইসহ বিশ্বের বড় বড় শহরে বাড়ি রয়েছে বলিউড বাদশার। দামি ঘড়ি থেকে বিলাসবহুল গাড়ি—কী নেই তাঁর! কিন্তু এই সাফল্য একদিনে আসেনি। ধৈর্য আর পরিশ্রমে আজ তিনি এ জায়গায়। শাহরুখের ক্যারিয়ারের শুরুর দিনগুলোর কিছু অজানা কথা এবার সামনে আনলেন অভিনেত্রী জুহি চাওলা।
শাহরুখ ও জুহির অফস্ক্রিন রসায়ন ও বন্ধুত্বের কথা সবাই জানে। ব্যবসায়িক পার্টনারও তাঁরা। শাহরুখের সংগ্রামের দিনগুলো খুব কাছ থেকে দেখেছেন তিনি। সম্প্রতি গুজরাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এক অনুষ্ঠানে এসব নিয়ে কথা বলেন জুহি।
জুহি জানান, শুরুর দিকে দিনে ২ থেকে ৩ শিফট করতেন শাহরুখ। ইউনিটের লোকজনের সঙ্গেই খাবার খেতেন, তাঁদের সঙ্গেই থাকতেন।
জুহি বলেন, ‘শাহরুখের আর্থিক অবস্থা ভালো ছিল না। মুম্বাইতে তাঁর থাকার মতো জায়গাও ছিল না। ও দিল্লিতে থাকত, কাজের জন্য মাঝে মধ্যে মুম্বাই আসত। সেই সময়ে ইউনিটের লোকজনের সঙ্গেই খাবার খেত, রাতে তাঁদের সঙ্গেই থাকত।’
জুহি আরও জানান, তখন শাহরুখের সম্বল বলতে ছিল একটি কালো রঙের জিপসি গাড়ি। ঋণ নিয়ে গাড়িটি কিনেছিলেন শাহরুখ। তবে সময়মতো লোন শোধ করতে না পারায় তাঁকে একসময় গাড়িটি হারাতে হয়।
গাড়িটি হারিয়ে হতাশ হয়ে পড়েছিলেন শাহরুখ। সেসময় জুহি সাহস দিতেন তাঁকে। অভিনেত্রীর কথায়, ‘তাঁকে সাহস দিয়ে তখন বলেছিলাম, সমস্যা নেই, একদিন তোমার নিজের বাড়ি হবে। অনেক গাড়িও থাকবে। দেখুন সে আজ কত সফল!’
ঢাকা ক্যাপিটালসের প্রথম ম্যাচের মতো শেষ ম্যাচেও মাঠে উপস্থিত ছিলেন শাকিব খান। তবে দুই ম্যাচেই মাঠে বসে নিজ দলের হার দেখতে হলো তাঁকে।
৩ ঘণ্টা আগেগত শুক্রবার রাতে গুলশানের একটি পাঁচতারকা হোটেলে গান গাওয়ার সময় মঞ্চেই অসুস্থ হয়ে পড়েন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। এখন তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন বলে জানিয়েছেন তাঁর মেয়ে বাঁধন।
১০ ঘণ্টা আগেসিনেমা অনবদ্য অভিনয়, নির্মাণ, প্রযোজনার পাশাপাশি ব্যক্তিগত জীবন ও সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে অন্যরকম জনপ্রিয়তা রয়েছে মিস্টার পারফেকশনিস্ট খ্যাত বলিউড তারকা আমীর খান। প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে এখনো বন্ধুত্বপূর্ণ ও শ্রদ্ধাশীল সম্পর্ক রয়েছে তাঁর। সম্প্রতি তাঁর মায়ের জন্মদিনে অন্য স্বজন...
১৪ ঘণ্টা আগেআজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। নতুন বইয়ের গন্ধে বইপ্রেমীরা মেতে উঠবে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে। প্রতিবছরই মেলায় খ্যাতিমান লেখকদের বই যেমন প্রকাশিত হয়, তেমনি তরুণ লেখকদের বইও আসে। পাশাপাশি শোবিজ তারকারাও উপহার দেন তাঁদের লেখা বই। সেই ধারাবাহিকতায় এ বছরও আসছে বেশ কজন তারকার নতুন..
১৫ ঘণ্টা আগে