শাহরুখ খান বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী তারকাদের একজন। মুম্বাইসহ বিশ্বের বড় বড় শহরে বাড়ি রয়েছে বলিউড বাদশার। দামি ঘড়ি থেকে বিলাসবহুল গাড়ি—কী নেই তাঁর! কিন্তু এই সাফল্য একদিনে আসেনি। ধৈর্য আর পরিশ্রমে আজ তিনি এ জায়গায়। শাহরুখের ক্যারিয়ারের শুরুর দিনগুলোর কিছু অজানা কথা এবার সামনে আনলেন অভিনেত্রী জুহি চাওলা।
শাহরুখ ও জুহির অফস্ক্রিন রসায়ন ও বন্ধুত্বের কথা সবাই জানে। ব্যবসায়িক পার্টনারও তাঁরা। শাহরুখের সংগ্রামের দিনগুলো খুব কাছ থেকে দেখেছেন তিনি। সম্প্রতি গুজরাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এক অনুষ্ঠানে এসব নিয়ে কথা বলেন জুহি।
জুহি জানান, শুরুর দিকে দিনে ২ থেকে ৩ শিফট করতেন শাহরুখ। ইউনিটের লোকজনের সঙ্গেই খাবার খেতেন, তাঁদের সঙ্গেই থাকতেন।
জুহি বলেন, ‘শাহরুখের আর্থিক অবস্থা ভালো ছিল না। মুম্বাইতে তাঁর থাকার মতো জায়গাও ছিল না। ও দিল্লিতে থাকত, কাজের জন্য মাঝে মধ্যে মুম্বাই আসত। সেই সময়ে ইউনিটের লোকজনের সঙ্গেই খাবার খেত, রাতে তাঁদের সঙ্গেই থাকত।’
জুহি আরও জানান, তখন শাহরুখের সম্বল বলতে ছিল একটি কালো রঙের জিপসি গাড়ি। ঋণ নিয়ে গাড়িটি কিনেছিলেন শাহরুখ। তবে সময়মতো লোন শোধ করতে না পারায় তাঁকে একসময় গাড়িটি হারাতে হয়।
গাড়িটি হারিয়ে হতাশ হয়ে পড়েছিলেন শাহরুখ। সেসময় জুহি সাহস দিতেন তাঁকে। অভিনেত্রীর কথায়, ‘তাঁকে সাহস দিয়ে তখন বলেছিলাম, সমস্যা নেই, একদিন তোমার নিজের বাড়ি হবে। অনেক গাড়িও থাকবে। দেখুন সে আজ কত সফল!’
শাহরুখ খান বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী তারকাদের একজন। মুম্বাইসহ বিশ্বের বড় বড় শহরে বাড়ি রয়েছে বলিউড বাদশার। দামি ঘড়ি থেকে বিলাসবহুল গাড়ি—কী নেই তাঁর! কিন্তু এই সাফল্য একদিনে আসেনি। ধৈর্য আর পরিশ্রমে আজ তিনি এ জায়গায়। শাহরুখের ক্যারিয়ারের শুরুর দিনগুলোর কিছু অজানা কথা এবার সামনে আনলেন অভিনেত্রী জুহি চাওলা।
শাহরুখ ও জুহির অফস্ক্রিন রসায়ন ও বন্ধুত্বের কথা সবাই জানে। ব্যবসায়িক পার্টনারও তাঁরা। শাহরুখের সংগ্রামের দিনগুলো খুব কাছ থেকে দেখেছেন তিনি। সম্প্রতি গুজরাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এক অনুষ্ঠানে এসব নিয়ে কথা বলেন জুহি।
জুহি জানান, শুরুর দিকে দিনে ২ থেকে ৩ শিফট করতেন শাহরুখ। ইউনিটের লোকজনের সঙ্গেই খাবার খেতেন, তাঁদের সঙ্গেই থাকতেন।
জুহি বলেন, ‘শাহরুখের আর্থিক অবস্থা ভালো ছিল না। মুম্বাইতে তাঁর থাকার মতো জায়গাও ছিল না। ও দিল্লিতে থাকত, কাজের জন্য মাঝে মধ্যে মুম্বাই আসত। সেই সময়ে ইউনিটের লোকজনের সঙ্গেই খাবার খেত, রাতে তাঁদের সঙ্গেই থাকত।’
জুহি আরও জানান, তখন শাহরুখের সম্বল বলতে ছিল একটি কালো রঙের জিপসি গাড়ি। ঋণ নিয়ে গাড়িটি কিনেছিলেন শাহরুখ। তবে সময়মতো লোন শোধ করতে না পারায় তাঁকে একসময় গাড়িটি হারাতে হয়।
গাড়িটি হারিয়ে হতাশ হয়ে পড়েছিলেন শাহরুখ। সেসময় জুহি সাহস দিতেন তাঁকে। অভিনেত্রীর কথায়, ‘তাঁকে সাহস দিয়ে তখন বলেছিলাম, সমস্যা নেই, একদিন তোমার নিজের বাড়ি হবে। অনেক গাড়িও থাকবে। দেখুন সে আজ কত সফল!’
সৌদি আরবের প্রথম দিকের কয়েকজন নারী র্যাপারের একজন জারা। সংগীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সৌদির সীমানা পেরিয়ে তিনি এখন সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে থাকছেন। আরবি, ইংরেজির পাশাপাশি সুইডিশ ভাষাতেও সাবলীল এই তরুণী। জানান, আরও একটি ভাষা শেখার ইচ্ছা আছে তাঁর। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর গান...
১৪ ঘণ্টা আগেবিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
২০ ঘণ্টা আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
২০ ঘণ্টা আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
২০ ঘণ্টা আগে