বিনোদন ডেস্ক
বলিউডের এই সময়ের অন্যতম ব্যস্ত অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। বড়পর্দা হোক কিংবা ওটিটি প্ল্যাটফর্ম, সব জায়গাতেই আছেন তিনি। এতটাই কাজের ব্যস্ততা ছিল যে মাসের পর মাস দুবাইয়ে নিজের স্ত্রী ও দুই সন্তানের কাছেও যাওয়া হয়নি অনেকেদিন। গত বছর নিজের কাজের ব্যস্ততার প্রসঙ্গ উঠলে এ জনপ্রিয় বলিউড অভিনেতা জানিয়েছিলেন, ২০২২ সাল থেকে তিনি একটু কম কাজ করবেন। তবে নওয়াজের ক্যারিয়ারের যা অবস্থা, তাতে নিজের সেই ইচ্ছা তিনি এই বছর অন্তত পূরণ করতে পারবেন না।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নওয়াজ বলেন, ‘আমার মনে আছে ২০২১ সালে কী বলেছিলাম। বিশ্বাস করুন, অনেক প্রস্তাব গ্রহণও করিনি। তা সত্বেও হাতে ৪-৫টি সিনেমার কাজ রয়েছে। আসলে সমস্যা কী জানেন যখনই ভালো কোনও গল্প শুনি ভিতর ভিতর দারুণ উৎসাহিত হয়ে পড়ি। আমার পক্ষে তখন ওই সিনেমায় কাজ করব না বলাটা মুশকিল হয়ে যায়। তার উপর যখন দেখি সেই সিনেমার চিত্রনাট্যে আমাকে প্রস্তাব দেওয়া চরিত্রটি গুরুত্বপূর্ণ হওয়ার পাশাপাশি নানা ধাপ রয়েছে, গভীরতা রয়েছে এবং সেই সুবাদে পর্দায় নিজেকে অন্যভাবে দেখানোর সুযোগ পাব তখন হ্যাঁ বলা ছাড়া উপায় থাকে না। নিজেকে স্রেফ আত্মসমর্পণ করে দিই। তাই পরিবারকেও সময় দেওয়া হয়না।’
নওয়াজ আরও জানিয়েছেন, তাঁর শিল্পী মন-ই তাঁকে চুপ করে বসে থাকতে দিতে চায় না। ‘ব্রেক’ নেওয়ার ক্ষেত্রে বাধা হয়। নওয়াজ বলেন,‘যখনই আমি কোনও সিনেমার সেটে ঢুকি মনে হয় পৃথিবীর সবচেয়ে শান্তির জায়গায় আছি। অনেককেই দেখি কাজের মাঝে ছুটি নিয়ে পাহাড়ে কিংবা সমুদ্র সৈকতে ঘুরতে চলে যাচ্ছে আমার সত্যিই সেসব দরকার হয় না। কাজ করতে থাকলেই বরং আমি ভালো থাকি। কাজের মধ্যেই অন্তরের শান্তি খুঁজে পাই। এটাই তো আমার স্বপ্ন ছিলো। সেটা যখন হাতের মুঠোয় এসেছে, আর কি চাইতে পারি।’
এই বছর ‘হিরোপান্তি ২’, ‘টিকু ওয়েডস শেরু’, ‘অদ্ভুত’, ‘নূরানি চেহারা’-র মতো একাধিক বড় বাজেটের প্রজেক্ট রয়েছে নওয়াজের হাতে।
বলিউডের এই সময়ের অন্যতম ব্যস্ত অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। বড়পর্দা হোক কিংবা ওটিটি প্ল্যাটফর্ম, সব জায়গাতেই আছেন তিনি। এতটাই কাজের ব্যস্ততা ছিল যে মাসের পর মাস দুবাইয়ে নিজের স্ত্রী ও দুই সন্তানের কাছেও যাওয়া হয়নি অনেকেদিন। গত বছর নিজের কাজের ব্যস্ততার প্রসঙ্গ উঠলে এ জনপ্রিয় বলিউড অভিনেতা জানিয়েছিলেন, ২০২২ সাল থেকে তিনি একটু কম কাজ করবেন। তবে নওয়াজের ক্যারিয়ারের যা অবস্থা, তাতে নিজের সেই ইচ্ছা তিনি এই বছর অন্তত পূরণ করতে পারবেন না।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নওয়াজ বলেন, ‘আমার মনে আছে ২০২১ সালে কী বলেছিলাম। বিশ্বাস করুন, অনেক প্রস্তাব গ্রহণও করিনি। তা সত্বেও হাতে ৪-৫টি সিনেমার কাজ রয়েছে। আসলে সমস্যা কী জানেন যখনই ভালো কোনও গল্প শুনি ভিতর ভিতর দারুণ উৎসাহিত হয়ে পড়ি। আমার পক্ষে তখন ওই সিনেমায় কাজ করব না বলাটা মুশকিল হয়ে যায়। তার উপর যখন দেখি সেই সিনেমার চিত্রনাট্যে আমাকে প্রস্তাব দেওয়া চরিত্রটি গুরুত্বপূর্ণ হওয়ার পাশাপাশি নানা ধাপ রয়েছে, গভীরতা রয়েছে এবং সেই সুবাদে পর্দায় নিজেকে অন্যভাবে দেখানোর সুযোগ পাব তখন হ্যাঁ বলা ছাড়া উপায় থাকে না। নিজেকে স্রেফ আত্মসমর্পণ করে দিই। তাই পরিবারকেও সময় দেওয়া হয়না।’
নওয়াজ আরও জানিয়েছেন, তাঁর শিল্পী মন-ই তাঁকে চুপ করে বসে থাকতে দিতে চায় না। ‘ব্রেক’ নেওয়ার ক্ষেত্রে বাধা হয়। নওয়াজ বলেন,‘যখনই আমি কোনও সিনেমার সেটে ঢুকি মনে হয় পৃথিবীর সবচেয়ে শান্তির জায়গায় আছি। অনেককেই দেখি কাজের মাঝে ছুটি নিয়ে পাহাড়ে কিংবা সমুদ্র সৈকতে ঘুরতে চলে যাচ্ছে আমার সত্যিই সেসব দরকার হয় না। কাজ করতে থাকলেই বরং আমি ভালো থাকি। কাজের মধ্যেই অন্তরের শান্তি খুঁজে পাই। এটাই তো আমার স্বপ্ন ছিলো। সেটা যখন হাতের মুঠোয় এসেছে, আর কি চাইতে পারি।’
এই বছর ‘হিরোপান্তি ২’, ‘টিকু ওয়েডস শেরু’, ‘অদ্ভুত’, ‘নূরানি চেহারা’-র মতো একাধিক বড় বাজেটের প্রজেক্ট রয়েছে নওয়াজের হাতে।
সিনেমা অনবদ্য অভিনয়, নির্মাণ, প্রযোজনার পাশাপাশি ব্যক্তিগত জীবন ও সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে অন্যরকম জনপ্রিয়তা রয়েছে মিস্টার পারফেকশনিস্ট খ্যাত বলিউড তারকা আমীর খান। প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে এখনো বন্ধুত্বপূর্ণ ও শ্রদ্ধাশীল সম্পর্ক রয়েছে তাঁর। সম্প্রতি তাঁর মায়ের জন্মদিনে অন্য স্বজন...
১ ঘণ্টা আগেআজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। নতুন বইয়ের গন্ধে বইপ্রেমীরা মেতে উঠবে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে। প্রতিবছরই মেলায় খ্যাতিমান লেখকদের বই যেমন প্রকাশিত হয়, তেমনি তরুণ লেখকদের বইও আসে। পাশাপাশি শোবিজ তারকারাও উপহার দেন তাঁদের লেখা বই। সেই ধারাবাহিকতায় এ বছরও আসছে বেশ কজন তারকার নতুন..
২ ঘণ্টা আগেঅভিনেতা হিসেবে তিনি যে দুর্দান্ত, তা বলা বাহুল্য। বলিউডে দুই যুগের বেশি সময় ধরে রাজত্ব করছেন তিনি। সেই বোমান ইরানি এবার দাঁড়ালেন ক্যামেরার পেছনে। প্রথমবারের মতো হাজির হলেন পরিচালক হিসেবে। বানিয়েছেন ‘দ্য মেহতা বয়েজ’। ৭ ফেব্রুয়ারি আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে সিনেমাটি। সম্প্রতি প্রকাশ পেয়েছে...
২ ঘণ্টা আগেনব্বইয়ের দশকে ঢাকার মঞ্চের কয়েকজন তরুণ নাট্যপ্রেমী গড়ে তোলেন ‘প্রাচ্যনাট’ নামের নতুন নাট্যদল। নামটি দিয়েছিলেন প্রখ্যাত নাট্যকার ও গবেষক সেলিম আল দীন। ১৯৯৭ সালের ২১ ফেব্রুয়ারি দলটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সেই থেকে দলটি যেমন নতুন নতুন নাটক উপহার দিয়েছে, তেমনি নাট্যকর্মী সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ...
২ ঘণ্টা আগে