বলিউডের এই সময়ের অন্যতম ব্যস্ত অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। বড়পর্দা হোক কিংবা ওটিটি প্ল্যাটফর্ম, সব জায়গাতেই আছেন তিনি। এতটাই কাজের ব্যস্ততা ছিল যে মাসের পর মাস দুবাইয়ে নিজের স্ত্রী ও দুই সন্তানের কাছেও যাওয়া হয়নি অনেকেদিন। গত বছর নিজের কাজের ব্যস্ততার প্রসঙ্গ উঠলে এ জনপ্রিয় বলিউড অভিনেতা জানিয়েছিলেন, ২০২২ সাল থেকে তিনি একটু কম কাজ করবেন। তবে নওয়াজের ক্যারিয়ারের যা অবস্থা, তাতে নিজের সেই ইচ্ছা তিনি এই বছর অন্তত পূরণ করতে পারবেন না।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নওয়াজ বলেন, ‘আমার মনে আছে ২০২১ সালে কী বলেছিলাম। বিশ্বাস করুন, অনেক প্রস্তাব গ্রহণও করিনি। তা সত্বেও হাতে ৪-৫টি সিনেমার কাজ রয়েছে। আসলে সমস্যা কী জানেন যখনই ভালো কোনও গল্প শুনি ভিতর ভিতর দারুণ উৎসাহিত হয়ে পড়ি। আমার পক্ষে তখন ওই সিনেমায় কাজ করব না বলাটা মুশকিল হয়ে যায়। তার উপর যখন দেখি সেই সিনেমার চিত্রনাট্যে আমাকে প্রস্তাব দেওয়া চরিত্রটি গুরুত্বপূর্ণ হওয়ার পাশাপাশি নানা ধাপ রয়েছে, গভীরতা রয়েছে এবং সেই সুবাদে পর্দায় নিজেকে অন্যভাবে দেখানোর সুযোগ পাব তখন হ্যাঁ বলা ছাড়া উপায় থাকে না। নিজেকে স্রেফ আত্মসমর্পণ করে দিই। তাই পরিবারকেও সময় দেওয়া হয়না।’
নওয়াজ আরও জানিয়েছেন, তাঁর শিল্পী মন-ই তাঁকে চুপ করে বসে থাকতে দিতে চায় না। ‘ব্রেক’ নেওয়ার ক্ষেত্রে বাধা হয়। নওয়াজ বলেন,‘যখনই আমি কোনও সিনেমার সেটে ঢুকি মনে হয় পৃথিবীর সবচেয়ে শান্তির জায়গায় আছি। অনেককেই দেখি কাজের মাঝে ছুটি নিয়ে পাহাড়ে কিংবা সমুদ্র সৈকতে ঘুরতে চলে যাচ্ছে আমার সত্যিই সেসব দরকার হয় না। কাজ করতে থাকলেই বরং আমি ভালো থাকি। কাজের মধ্যেই অন্তরের শান্তি খুঁজে পাই। এটাই তো আমার স্বপ্ন ছিলো। সেটা যখন হাতের মুঠোয় এসেছে, আর কি চাইতে পারি।’
এই বছর ‘হিরোপান্তি ২’, ‘টিকু ওয়েডস শেরু’, ‘অদ্ভুত’, ‘নূরানি চেহারা’-র মতো একাধিক বড় বাজেটের প্রজেক্ট রয়েছে নওয়াজের হাতে।
বলিউডের এই সময়ের অন্যতম ব্যস্ত অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। বড়পর্দা হোক কিংবা ওটিটি প্ল্যাটফর্ম, সব জায়গাতেই আছেন তিনি। এতটাই কাজের ব্যস্ততা ছিল যে মাসের পর মাস দুবাইয়ে নিজের স্ত্রী ও দুই সন্তানের কাছেও যাওয়া হয়নি অনেকেদিন। গত বছর নিজের কাজের ব্যস্ততার প্রসঙ্গ উঠলে এ জনপ্রিয় বলিউড অভিনেতা জানিয়েছিলেন, ২০২২ সাল থেকে তিনি একটু কম কাজ করবেন। তবে নওয়াজের ক্যারিয়ারের যা অবস্থা, তাতে নিজের সেই ইচ্ছা তিনি এই বছর অন্তত পূরণ করতে পারবেন না।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নওয়াজ বলেন, ‘আমার মনে আছে ২০২১ সালে কী বলেছিলাম। বিশ্বাস করুন, অনেক প্রস্তাব গ্রহণও করিনি। তা সত্বেও হাতে ৪-৫টি সিনেমার কাজ রয়েছে। আসলে সমস্যা কী জানেন যখনই ভালো কোনও গল্প শুনি ভিতর ভিতর দারুণ উৎসাহিত হয়ে পড়ি। আমার পক্ষে তখন ওই সিনেমায় কাজ করব না বলাটা মুশকিল হয়ে যায়। তার উপর যখন দেখি সেই সিনেমার চিত্রনাট্যে আমাকে প্রস্তাব দেওয়া চরিত্রটি গুরুত্বপূর্ণ হওয়ার পাশাপাশি নানা ধাপ রয়েছে, গভীরতা রয়েছে এবং সেই সুবাদে পর্দায় নিজেকে অন্যভাবে দেখানোর সুযোগ পাব তখন হ্যাঁ বলা ছাড়া উপায় থাকে না। নিজেকে স্রেফ আত্মসমর্পণ করে দিই। তাই পরিবারকেও সময় দেওয়া হয়না।’
নওয়াজ আরও জানিয়েছেন, তাঁর শিল্পী মন-ই তাঁকে চুপ করে বসে থাকতে দিতে চায় না। ‘ব্রেক’ নেওয়ার ক্ষেত্রে বাধা হয়। নওয়াজ বলেন,‘যখনই আমি কোনও সিনেমার সেটে ঢুকি মনে হয় পৃথিবীর সবচেয়ে শান্তির জায়গায় আছি। অনেককেই দেখি কাজের মাঝে ছুটি নিয়ে পাহাড়ে কিংবা সমুদ্র সৈকতে ঘুরতে চলে যাচ্ছে আমার সত্যিই সেসব দরকার হয় না। কাজ করতে থাকলেই বরং আমি ভালো থাকি। কাজের মধ্যেই অন্তরের শান্তি খুঁজে পাই। এটাই তো আমার স্বপ্ন ছিলো। সেটা যখন হাতের মুঠোয় এসেছে, আর কি চাইতে পারি।’
এই বছর ‘হিরোপান্তি ২’, ‘টিকু ওয়েডস শেরু’, ‘অদ্ভুত’, ‘নূরানি চেহারা’-র মতো একাধিক বড় বাজেটের প্রজেক্ট রয়েছে নওয়াজের হাতে।
সৌদি আরবের প্রথম দিকের কয়েকজন নারী র্যাপারের একজন জারা। সংগীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সৌদির সীমানা পেরিয়ে তিনি এখন সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে থাকছেন। আরবি, ইংরেজির পাশাপাশি সুইডিশ ভাষাতেও সাবলীল এই তরুণী। জানান, আরও একটি ভাষা শেখার ইচ্ছা আছে তাঁর। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর গান...
৯ ঘণ্টা আগেবিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
১৫ ঘণ্টা আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
১৫ ঘণ্টা আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
১৫ ঘণ্টা আগে