একটির সঙ্গে আরেকটি টিকিট ফ্রি দিয়েও সিনেমা হলে দর্শক টানতে পারেনি বলিউডের ‘শেহজাদা’। মুক্তির প্রথম দিন গতকাল শুক্রবারের চিত্র এটি। গত ১০ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা থাকলেও তারিখ পিছিয়ে গতকাল হলে আসে ছবিটি। মুক্তির প্রথম দিনে ভারতজুড়ে ছবিটির আয় ৭ কোটি রুপি।
সিনেমাটির প্রচারে সব করেছেন নায় কার্তিক আরিয়ান। ছবির পুরো টিম নিয়ে ঘুরেছেন ভারতের এমাথা-ওমাথা। এর পরও ভালো শুরু করতে না পারায় খানিকটা হতাশ ‘টিম শেহজাদা’। বিশ্লেষকদের ধারণা, শাহরুখের ‘পাঠান’ঝড়ে মুখ থুবড়ে পড়েছে কার্তিকের শেহজাদা। এরপর গতকালই দিনটিকে ‘পাঠান’ দিবস ঘোষণা দিয়ে সিনেমা হলের টিকিটের দামও কমিয়ে দেয় ‘পাঠান’-এর প্রযোজনা প্রতিষ্ঠান। শাহরুখের এই ছবির কারণেই মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছিল ‘শেহজাদা’র। তখন নির্মাতারা ভেবেছিলেন, এক সপ্তাহ পেছালে সিনেমাটি সুবিধা করতে পারবে হয়তো।
তবে আশার কথা হচ্ছে, বলিউড বাণিজ্য বিশ্লেষকদের ধারণা, শুরুটা ভালো না হলেও সপ্তাহের শেষে সুখবর পেতে পারে ‘শেহজাদা’।
সাম্প্রতিক সময়ে বলিউড বক্স অফিসে অন্যতম ভরসার নাম কার্তিক আরিয়ান। তাঁর সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা ‘ভুলভুলাইয়া-টু’ বক্স অফিসে ভালো ব্যবসা করেছিল। ‘শেহজাদা’ ছবিতে কার্তিকের বিপরীতে অভিনয় করেছেন কৃতি শ্যানন। রোহিত ধাওয়ান পরিচালিত ও ভূষণ কুমার, অল্লু অরবিন্দ, অমন গিল ও আরিয়ান প্রযোজিত ‘শেহজাদা’ তেলুগু সিনেমা ‘আলা বৈকুণ্ঠপুরমলো’ সিনেমার হিন্দি রিমেক। মূল ছবিটিতে অভিনয় করেছিলেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন ও পূজা হেগড়ে।
একটির সঙ্গে আরেকটি টিকিট ফ্রি দিয়েও সিনেমা হলে দর্শক টানতে পারেনি বলিউডের ‘শেহজাদা’। মুক্তির প্রথম দিন গতকাল শুক্রবারের চিত্র এটি। গত ১০ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা থাকলেও তারিখ পিছিয়ে গতকাল হলে আসে ছবিটি। মুক্তির প্রথম দিনে ভারতজুড়ে ছবিটির আয় ৭ কোটি রুপি।
সিনেমাটির প্রচারে সব করেছেন নায় কার্তিক আরিয়ান। ছবির পুরো টিম নিয়ে ঘুরেছেন ভারতের এমাথা-ওমাথা। এর পরও ভালো শুরু করতে না পারায় খানিকটা হতাশ ‘টিম শেহজাদা’। বিশ্লেষকদের ধারণা, শাহরুখের ‘পাঠান’ঝড়ে মুখ থুবড়ে পড়েছে কার্তিকের শেহজাদা। এরপর গতকালই দিনটিকে ‘পাঠান’ দিবস ঘোষণা দিয়ে সিনেমা হলের টিকিটের দামও কমিয়ে দেয় ‘পাঠান’-এর প্রযোজনা প্রতিষ্ঠান। শাহরুখের এই ছবির কারণেই মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছিল ‘শেহজাদা’র। তখন নির্মাতারা ভেবেছিলেন, এক সপ্তাহ পেছালে সিনেমাটি সুবিধা করতে পারবে হয়তো।
তবে আশার কথা হচ্ছে, বলিউড বাণিজ্য বিশ্লেষকদের ধারণা, শুরুটা ভালো না হলেও সপ্তাহের শেষে সুখবর পেতে পারে ‘শেহজাদা’।
সাম্প্রতিক সময়ে বলিউড বক্স অফিসে অন্যতম ভরসার নাম কার্তিক আরিয়ান। তাঁর সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা ‘ভুলভুলাইয়া-টু’ বক্স অফিসে ভালো ব্যবসা করেছিল। ‘শেহজাদা’ ছবিতে কার্তিকের বিপরীতে অভিনয় করেছেন কৃতি শ্যানন। রোহিত ধাওয়ান পরিচালিত ও ভূষণ কুমার, অল্লু অরবিন্দ, অমন গিল ও আরিয়ান প্রযোজিত ‘শেহজাদা’ তেলুগু সিনেমা ‘আলা বৈকুণ্ঠপুরমলো’ সিনেমার হিন্দি রিমেক। মূল ছবিটিতে অভিনয় করেছিলেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন ও পূজা হেগড়ে।
বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের সাবেক স্বামী বিশিষ্ট ব্যবসায়ী সঞ্জয় কাপুর গত ১২ জুন মারা গেছেন। তাঁর আকস্মিক মৃত্যুর এক মাস পর, তাঁর পরিবারের ৩০ হাজার কোটি রুপির সম্পত্তি নিয়ে নতুন করে বিরোধ দেখা দিয়েছে।
৭ মিনিট আগেবলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত আবারও খবরের শিরোনামে এসেছেন। তবে এবার কোনো সিনেমা নয়, শ্রাবণ মাসে পাঁঠার মাংস খাওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে বিতর্কের মুখে পড়েছেন তিনি। সম্প্রতি একটি ভিডিও পোস্ট করে অভিনেত্রী তাঁর উপবাস ও খাদ্যগ্রহণ নিয়ে ব্যক্তিগত ও সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন।
৩১ মিনিট আগেশাকিব খান অভিনীত তাণ্ডব একইসঙ্গে মুক্তি পাবে দেশের দুই ওটিটি প্ল্যাটফর্ম হইচই ও চরকিতে। আজ প্ল্যাটফর্ম দুটি এ ঘোষণা দিয়েছে। ওটিটিতে তাণ্ডব মুক্তির নির্দিষ্ট তারিখ না জানালেও প্ল্যাটফর্ম দুটি নিশ্চিত করেছে, আগস্ট মাসে ওটিটিতে আসবে সিনেমাটি।
৩ ঘণ্টা আগেবাবার কথা অক্ষরে অক্ষরে মেনে চলেন সালমান খান। তাঁর বাবা প্রখ্যাত চিত্রনাট্যকার ও প্রযোজক সেলিম খান। ক্যারিয়ারের শুরু থেকেই বাবার পরামর্শ মেনে কাজ করছেন বলিউড ভাইজান। তাঁর ব্যক্তিজীবনেও ছাপ ফেলেছে বাবার জীবনদর্শন। তবে সম্প্রতি বাবার মুখ থেকে একটি উপদেশ শুনে বেশ আফসোসই হলো সালমানের। ভক্তদের সঙ্গে সেটা
৫ ঘণ্টা আগে