একটির সঙ্গে আরেকটি টিকিট ফ্রি দিয়েও সিনেমা হলে দর্শক টানতে পারেনি বলিউডের ‘শেহজাদা’। মুক্তির প্রথম দিন গতকাল শুক্রবারের চিত্র এটি। গত ১০ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা থাকলেও তারিখ পিছিয়ে গতকাল হলে আসে ছবিটি। মুক্তির প্রথম দিনে ভারতজুড়ে ছবিটির আয় ৭ কোটি রুপি।
সিনেমাটির প্রচারে সব করেছেন নায় কার্তিক আরিয়ান। ছবির পুরো টিম নিয়ে ঘুরেছেন ভারতের এমাথা-ওমাথা। এর পরও ভালো শুরু করতে না পারায় খানিকটা হতাশ ‘টিম শেহজাদা’। বিশ্লেষকদের ধারণা, শাহরুখের ‘পাঠান’ঝড়ে মুখ থুবড়ে পড়েছে কার্তিকের শেহজাদা। এরপর গতকালই দিনটিকে ‘পাঠান’ দিবস ঘোষণা দিয়ে সিনেমা হলের টিকিটের দামও কমিয়ে দেয় ‘পাঠান’-এর প্রযোজনা প্রতিষ্ঠান। শাহরুখের এই ছবির কারণেই মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছিল ‘শেহজাদা’র। তখন নির্মাতারা ভেবেছিলেন, এক সপ্তাহ পেছালে সিনেমাটি সুবিধা করতে পারবে হয়তো।
তবে আশার কথা হচ্ছে, বলিউড বাণিজ্য বিশ্লেষকদের ধারণা, শুরুটা ভালো না হলেও সপ্তাহের শেষে সুখবর পেতে পারে ‘শেহজাদা’।
সাম্প্রতিক সময়ে বলিউড বক্স অফিসে অন্যতম ভরসার নাম কার্তিক আরিয়ান। তাঁর সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা ‘ভুলভুলাইয়া-টু’ বক্স অফিসে ভালো ব্যবসা করেছিল। ‘শেহজাদা’ ছবিতে কার্তিকের বিপরীতে অভিনয় করেছেন কৃতি শ্যানন। রোহিত ধাওয়ান পরিচালিত ও ভূষণ কুমার, অল্লু অরবিন্দ, অমন গিল ও আরিয়ান প্রযোজিত ‘শেহজাদা’ তেলুগু সিনেমা ‘আলা বৈকুণ্ঠপুরমলো’ সিনেমার হিন্দি রিমেক। মূল ছবিটিতে অভিনয় করেছিলেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন ও পূজা হেগড়ে।
একটির সঙ্গে আরেকটি টিকিট ফ্রি দিয়েও সিনেমা হলে দর্শক টানতে পারেনি বলিউডের ‘শেহজাদা’। মুক্তির প্রথম দিন গতকাল শুক্রবারের চিত্র এটি। গত ১০ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা থাকলেও তারিখ পিছিয়ে গতকাল হলে আসে ছবিটি। মুক্তির প্রথম দিনে ভারতজুড়ে ছবিটির আয় ৭ কোটি রুপি।
সিনেমাটির প্রচারে সব করেছেন নায় কার্তিক আরিয়ান। ছবির পুরো টিম নিয়ে ঘুরেছেন ভারতের এমাথা-ওমাথা। এর পরও ভালো শুরু করতে না পারায় খানিকটা হতাশ ‘টিম শেহজাদা’। বিশ্লেষকদের ধারণা, শাহরুখের ‘পাঠান’ঝড়ে মুখ থুবড়ে পড়েছে কার্তিকের শেহজাদা। এরপর গতকালই দিনটিকে ‘পাঠান’ দিবস ঘোষণা দিয়ে সিনেমা হলের টিকিটের দামও কমিয়ে দেয় ‘পাঠান’-এর প্রযোজনা প্রতিষ্ঠান। শাহরুখের এই ছবির কারণেই মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছিল ‘শেহজাদা’র। তখন নির্মাতারা ভেবেছিলেন, এক সপ্তাহ পেছালে সিনেমাটি সুবিধা করতে পারবে হয়তো।
তবে আশার কথা হচ্ছে, বলিউড বাণিজ্য বিশ্লেষকদের ধারণা, শুরুটা ভালো না হলেও সপ্তাহের শেষে সুখবর পেতে পারে ‘শেহজাদা’।
সাম্প্রতিক সময়ে বলিউড বক্স অফিসে অন্যতম ভরসার নাম কার্তিক আরিয়ান। তাঁর সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা ‘ভুলভুলাইয়া-টু’ বক্স অফিসে ভালো ব্যবসা করেছিল। ‘শেহজাদা’ ছবিতে কার্তিকের বিপরীতে অভিনয় করেছেন কৃতি শ্যানন। রোহিত ধাওয়ান পরিচালিত ও ভূষণ কুমার, অল্লু অরবিন্দ, অমন গিল ও আরিয়ান প্রযোজিত ‘শেহজাদা’ তেলুগু সিনেমা ‘আলা বৈকুণ্ঠপুরমলো’ সিনেমার হিন্দি রিমেক। মূল ছবিটিতে অভিনয় করেছিলেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন ও পূজা হেগড়ে।
দোহায় ‘আর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫’-এ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ব্রিটিশ অভিনেতা ইদ্রিস এলবার সাক্ষাৎ হয়েছে। সম্মেলনের ফাঁকে হাসিমুখে একে অপরের সঙ্গে সময় কাটান তাঁরা। জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন ও যুবসম্পৃক্ততা নিয়ে আলোচনায় অংশ নিচ্ছেন দুজনেই।
৯ ঘণ্টা আগেবরবাদ দিয়ে নতুন রেকর্ড গড়েছেন শাকিব খান। দেশের পাশাপাশি বিদেশেও ভালো সাড়া ফেলেছে মেহেদি হাসান হৃদয় পরিচালিত সিনেমাটি। তবে শাকিব এবার আরও বড় স্বপ্ন দেখছেন। এবার তাঁর স্বপ্ন ১০০ কোটির। বলিউডের মতো তাঁর সিনেমাও ভবিষ্যতে শতকোটির ক্লাবে নাম লেখাবে, আশা শাকিবের।
১১ ঘণ্টা আগেগত সোমবার হঠাৎ ছড়িয়ে পড়ে গুজব—ববিতা অসুস্থ! ফরিদা আক্তার ববিতা নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয় হাতে ক্যানুলা লাগানো একটি ছবি। সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে সে খবর। তবে ববিতা গণমাধ্যমকে জানালেন, তিনি সুস্থ আছেন। অসুস্থতার ভুয়া খবর ছড়ানোয় বিব্রত অভিনেত্রী।
১১ ঘণ্টা আগেখ্যাতিমান কথাসাহিত্যিক শহীদুল জহিরের ছোটগল্পের অনুপ্রেরণায় তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাঁড়কাক’। বানিয়েছেন জায়েদ সিদ্দিকী। তোরাব শেখ নামের একজন বয়স্ক মানুষকে নিয়ে এ সিনেমার গল্প। তার উপার্জন নেই, ফলে এই সংসারে নিজেকে অপ্রয়োজনীয় বোধ করে সে। তার অজান্তে মেয়ের বিয়ে দেওয়ায় সে ক্ষুব্ধ হয়।
১ দিন আগে