ঢাকা: টুইটারে কঙ্কনা রানাউতের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ার রেশ কাটতে না কাটতেই আবারও বয়কট হলেন। কঙ্কনাকে এবার বয়কট করল ভারতের একদল ফ্যাশন ডিজাইনার।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ভারতের কিছু ফ্যাশন ডিজাইনাররা প্রতিশ্রুতি দিয়েছে যে, তারা আর কঙ্কনার সঙ্গে কাজ করবেন না।
ভারতের নারী ফ্যাশন ডিজাইনার রিমজিম দাদু সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, ভালো কাজ করতে সময় নেয়া উচিৎ না। তার (কঙ্গনা) সঙ্গে করা অতীতের সব কাজ আমরা আমাদের সামাজিক চ্যানেলগুলো থেকে সরিয়ে দিচ্ছি। তার (কঙ্গনা) সঙ্গে ভবিষ্যতে কোনো কাজ না করার অঙ্গীকার করছি।’
তিনি আরও লেখেন, ‘করোনার বিধ্বংসী প্রভাব থেকে আমাদের নিরাময় প্রয়োজন। আমিসহ অনেকেই তাদের প্রিয়জনকে হারিয়েছেন। করোনার দ্বিতীয় ঢেউ সামালানো এখন বেশি জরুরী। রাজনীতি যতই থাকুক না কেন, এই পরিস্থিতিতে আমাদের একে অপরকে সাহায্য করা দরকার। এমন অবস্থায় আমরা চাই না যে কেউ সহিংসতা উস্কে দিক।
‘সহিংসতা যত ছোটই হোক না কেন, সেটা প্রতিহত করা দরকার। কঙ্কনার সঙ্গে কাজ না করার ঘোষণা দেয়ার মাধ্যমে আমরা বোঝাতে চাই যে, আমাদের দেশে ঘৃণা ও সহিংসতার কোনো স্থান হওয়া উচিত নয়।’
দিল্লির আরেক ডিজাইনার আনন্দ ভূষণ এই পোস্টের স্ক্রিনশট নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন এবং কঙ্কনার সঙ্গে কাজ করার আগে অন্য ডিজাইনারদের ভালো করে ভাবার অনুরোধ করেছেন।
আনন্দ ভূষণ আরও লিখেছেন, ‘আমার ব্র্যান্ড ঘৃণাকে সমর্থন করে না। আমি চাই না তার (কঙ্কনা) মন্তব্যের কারণে ২০০২ সালে গুজরাট রায়োটের মতো আবার কিছু হোক। এমন মানসিকতা যার, তার সঙ্গে কাজ করার কোনো ইচ্ছা নেই আমার।’অন্যদিকে কঙ্গনাকে এমন বয়কটের মিছিলে যোগ হয়েছেন পশ্চিমবঙ্গের তারকারাও। তৃণমূল কংগ্রেসের অনেকেই বেজায় খুশি হয়ে তা প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ঢাকা: টুইটারে কঙ্কনা রানাউতের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ার রেশ কাটতে না কাটতেই আবারও বয়কট হলেন। কঙ্কনাকে এবার বয়কট করল ভারতের একদল ফ্যাশন ডিজাইনার।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ভারতের কিছু ফ্যাশন ডিজাইনাররা প্রতিশ্রুতি দিয়েছে যে, তারা আর কঙ্কনার সঙ্গে কাজ করবেন না।
ভারতের নারী ফ্যাশন ডিজাইনার রিমজিম দাদু সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, ভালো কাজ করতে সময় নেয়া উচিৎ না। তার (কঙ্গনা) সঙ্গে করা অতীতের সব কাজ আমরা আমাদের সামাজিক চ্যানেলগুলো থেকে সরিয়ে দিচ্ছি। তার (কঙ্গনা) সঙ্গে ভবিষ্যতে কোনো কাজ না করার অঙ্গীকার করছি।’
তিনি আরও লেখেন, ‘করোনার বিধ্বংসী প্রভাব থেকে আমাদের নিরাময় প্রয়োজন। আমিসহ অনেকেই তাদের প্রিয়জনকে হারিয়েছেন। করোনার দ্বিতীয় ঢেউ সামালানো এখন বেশি জরুরী। রাজনীতি যতই থাকুক না কেন, এই পরিস্থিতিতে আমাদের একে অপরকে সাহায্য করা দরকার। এমন অবস্থায় আমরা চাই না যে কেউ সহিংসতা উস্কে দিক।
‘সহিংসতা যত ছোটই হোক না কেন, সেটা প্রতিহত করা দরকার। কঙ্কনার সঙ্গে কাজ না করার ঘোষণা দেয়ার মাধ্যমে আমরা বোঝাতে চাই যে, আমাদের দেশে ঘৃণা ও সহিংসতার কোনো স্থান হওয়া উচিত নয়।’
দিল্লির আরেক ডিজাইনার আনন্দ ভূষণ এই পোস্টের স্ক্রিনশট নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন এবং কঙ্কনার সঙ্গে কাজ করার আগে অন্য ডিজাইনারদের ভালো করে ভাবার অনুরোধ করেছেন।
আনন্দ ভূষণ আরও লিখেছেন, ‘আমার ব্র্যান্ড ঘৃণাকে সমর্থন করে না। আমি চাই না তার (কঙ্কনা) মন্তব্যের কারণে ২০০২ সালে গুজরাট রায়োটের মতো আবার কিছু হোক। এমন মানসিকতা যার, তার সঙ্গে কাজ করার কোনো ইচ্ছা নেই আমার।’অন্যদিকে কঙ্গনাকে এমন বয়কটের মিছিলে যোগ হয়েছেন পশ্চিমবঙ্গের তারকারাও। তৃণমূল কংগ্রেসের অনেকেই বেজায় খুশি হয়ে তা প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
সৌদি আরবের প্রথম দিকের কয়েকজন নারী র্যাপারের একজন জারা। সংগীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সৌদির সীমানা পেরিয়ে তিনি এখন সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে থাকছেন। আরবি, ইংরেজির পাশাপাশি সুইডিশ ভাষাতেও সাবলীল এই তরুণী। জানান, আরও একটি ভাষা শেখার ইচ্ছা আছে তাঁর। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর গান...
৯ ঘণ্টা আগেবিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
১৫ ঘণ্টা আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
১৫ ঘণ্টা আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
১৫ ঘণ্টা আগে