বিনোদন ডেস্ক
ঢাকা: টুইটারে কঙ্কনা রানাউতের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ার রেশ কাটতে না কাটতেই আবারও বয়কট হলেন। কঙ্কনাকে এবার বয়কট করল ভারতের একদল ফ্যাশন ডিজাইনার।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ভারতের কিছু ফ্যাশন ডিজাইনাররা প্রতিশ্রুতি দিয়েছে যে, তারা আর কঙ্কনার সঙ্গে কাজ করবেন না।
ভারতের নারী ফ্যাশন ডিজাইনার রিমজিম দাদু সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, ভালো কাজ করতে সময় নেয়া উচিৎ না। তার (কঙ্গনা) সঙ্গে করা অতীতের সব কাজ আমরা আমাদের সামাজিক চ্যানেলগুলো থেকে সরিয়ে দিচ্ছি। তার (কঙ্গনা) সঙ্গে ভবিষ্যতে কোনো কাজ না করার অঙ্গীকার করছি।’
তিনি আরও লেখেন, ‘করোনার বিধ্বংসী প্রভাব থেকে আমাদের নিরাময় প্রয়োজন। আমিসহ অনেকেই তাদের প্রিয়জনকে হারিয়েছেন। করোনার দ্বিতীয় ঢেউ সামালানো এখন বেশি জরুরী। রাজনীতি যতই থাকুক না কেন, এই পরিস্থিতিতে আমাদের একে অপরকে সাহায্য করা দরকার। এমন অবস্থায় আমরা চাই না যে কেউ সহিংসতা উস্কে দিক।
‘সহিংসতা যত ছোটই হোক না কেন, সেটা প্রতিহত করা দরকার। কঙ্কনার সঙ্গে কাজ না করার ঘোষণা দেয়ার মাধ্যমে আমরা বোঝাতে চাই যে, আমাদের দেশে ঘৃণা ও সহিংসতার কোনো স্থান হওয়া উচিত নয়।’
দিল্লির আরেক ডিজাইনার আনন্দ ভূষণ এই পোস্টের স্ক্রিনশট নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন এবং কঙ্কনার সঙ্গে কাজ করার আগে অন্য ডিজাইনারদের ভালো করে ভাবার অনুরোধ করেছেন।
আনন্দ ভূষণ আরও লিখেছেন, ‘আমার ব্র্যান্ড ঘৃণাকে সমর্থন করে না। আমি চাই না তার (কঙ্কনা) মন্তব্যের কারণে ২০০২ সালে গুজরাট রায়োটের মতো আবার কিছু হোক। এমন মানসিকতা যার, তার সঙ্গে কাজ করার কোনো ইচ্ছা নেই আমার।’অন্যদিকে কঙ্গনাকে এমন বয়কটের মিছিলে যোগ হয়েছেন পশ্চিমবঙ্গের তারকারাও। তৃণমূল কংগ্রেসের অনেকেই বেজায় খুশি হয়ে তা প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ঢাকা: টুইটারে কঙ্কনা রানাউতের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ার রেশ কাটতে না কাটতেই আবারও বয়কট হলেন। কঙ্কনাকে এবার বয়কট করল ভারতের একদল ফ্যাশন ডিজাইনার।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ভারতের কিছু ফ্যাশন ডিজাইনাররা প্রতিশ্রুতি দিয়েছে যে, তারা আর কঙ্কনার সঙ্গে কাজ করবেন না।
ভারতের নারী ফ্যাশন ডিজাইনার রিমজিম দাদু সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, ভালো কাজ করতে সময় নেয়া উচিৎ না। তার (কঙ্গনা) সঙ্গে করা অতীতের সব কাজ আমরা আমাদের সামাজিক চ্যানেলগুলো থেকে সরিয়ে দিচ্ছি। তার (কঙ্গনা) সঙ্গে ভবিষ্যতে কোনো কাজ না করার অঙ্গীকার করছি।’
তিনি আরও লেখেন, ‘করোনার বিধ্বংসী প্রভাব থেকে আমাদের নিরাময় প্রয়োজন। আমিসহ অনেকেই তাদের প্রিয়জনকে হারিয়েছেন। করোনার দ্বিতীয় ঢেউ সামালানো এখন বেশি জরুরী। রাজনীতি যতই থাকুক না কেন, এই পরিস্থিতিতে আমাদের একে অপরকে সাহায্য করা দরকার। এমন অবস্থায় আমরা চাই না যে কেউ সহিংসতা উস্কে দিক।
‘সহিংসতা যত ছোটই হোক না কেন, সেটা প্রতিহত করা দরকার। কঙ্কনার সঙ্গে কাজ না করার ঘোষণা দেয়ার মাধ্যমে আমরা বোঝাতে চাই যে, আমাদের দেশে ঘৃণা ও সহিংসতার কোনো স্থান হওয়া উচিত নয়।’
দিল্লির আরেক ডিজাইনার আনন্দ ভূষণ এই পোস্টের স্ক্রিনশট নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন এবং কঙ্কনার সঙ্গে কাজ করার আগে অন্য ডিজাইনারদের ভালো করে ভাবার অনুরোধ করেছেন।
আনন্দ ভূষণ আরও লিখেছেন, ‘আমার ব্র্যান্ড ঘৃণাকে সমর্থন করে না। আমি চাই না তার (কঙ্কনা) মন্তব্যের কারণে ২০০২ সালে গুজরাট রায়োটের মতো আবার কিছু হোক। এমন মানসিকতা যার, তার সঙ্গে কাজ করার কোনো ইচ্ছা নেই আমার।’অন্যদিকে কঙ্গনাকে এমন বয়কটের মিছিলে যোগ হয়েছেন পশ্চিমবঙ্গের তারকারাও। তৃণমূল কংগ্রেসের অনেকেই বেজায় খুশি হয়ে তা প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ফিলিস্তিনি এক অধিকারকর্মীর সঙ্গে ইসরায়েলের এক সাংবাদিকের বন্ধুত্বের গল্প ডকুমেন্টারির অন্যতম উপজীব্য। ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত চার বছর ধরে সংগ্রহ করা হয়েছে এই ডকুমেন্টারির তথ্য। পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারি, সেনাবাহিনীর নির্যাতন, দখলদারদের অত্যাচার সবকিছু ফুটিয়ে তোলা হয়েছে ডকুমেন্টারিটিতে।
১ ঘণ্টা আগেদ্য ব্রুটালিস্ট সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন অ্যাড্রিয়েন ব্রুডি। এমিলিয়া প্যারেজ–এর জন্য জো সালডানা এবং অ্যা রিয়েল পেইন–এর জন্য কিয়েরা কালকিন পেয়েছেন সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার।
২ ঘণ্টা আগেছোট পর্দার অনেক অভিনয়শিল্পী ওটিটিতে মনোযোগী হলেও ব্যতিক্রম জাহিদ হাসান। মোশাররফ করিম, চঞ্চল চৌধুরীরা ওটিটি দাপিয়ে বেড়ালেও ওয়েবে জাহিদের কাজ হাতে গোনা। সর্বশেষ দুই বছর আগে গৌতম কৌরির ওয়েব সিরিজ ‘কে’তে দেখা গিয়েছিল তাঁকে। বিরতি কাটিয়ে আবার ওটিটিতে ফিরছেন জাহিদ হাসান। ‘আমলনামা’ নামের ওয়েব ফিল্মে দেখা য
৬ ঘণ্টা আগেআন্দোলনে গত জুলাইয়ে সারা দেশ যখন উত্তাল, সে সময় ‘চলো ভুলে যাই’ শিরোনামের গান বাঁধেন পারশা মাহজাবীন। মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে গানটি। আলোচনায় চলে আসেন পারশা। সেই পারশা প্যারিসে ইউনেসকো সদর দপ্তরে আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ২৫ বছর পূর্তির অনুষ্ঠানে গাইলেন।
৬ ঘণ্টা আগে