বিনোদন ডেস্ক
রিস্টওয়াচ খুবই পছন্দ সালমান খানের। তাঁর সংগ্রহে আছে হরেক রকমের স্টাইলিশ ঘড়ি। দামের দিক দিয়েও যেগুলো তাক লাগিয়ে দেওয়ার মতো। এবার সালমান যে ঘড়িটি পরেছেন, তা খুবই বিশেষ। সম্প্রতি ‘সিকান্দার’ সিনেমার সংবাদ সম্মেলেন গেরুয়া রঙের রিস্টওয়াচ পরে এসেছিলেন বলিউড ভাইজান। সেই থেকে ঘড়িটি নিয়ে ব্যাপক চর্চা চলছে ভক্তদের মধ্যে।
অযোধ্যার রাম জন্মভূমি এডিশনের স্পেশাল লাক্সারি ওয়াচ এটি, যার পোশাকি নাম ‘এপিক এক্স রাম জন্মভূমি রোজ গোল্ড এডিশন’। গেরুয়া রঙের এই বিশেষ ঘড়িটিতে রাম ও হনুমানসহ রাম মন্দিরের বিশেষ প্রতীক আছে।
আকর্ষণীয় নকশা ও জটিল কারুকার্যের জন্য ঘড়িটি ফ্যাশনপ্রেমিদের দৃষ্টি আকর্ষণ করেছে। তবে রাম মন্দিরের ডিজাইনে তৈরি ঘড়ি পরায় অনেকে সালমানের সমালোচনাও করছেন।
জানা গেছে, সীমিত সংস্করণের এ ঘড়ির দাম প্রায় ৩৪ লাখ রুপি। সালমানের হাত ধরেই ঘড়িটি লঞ্চ করেছে প্রস্তুতকারক প্রতিষ্ঠান জ্যাকব অ্যান্ড কোং। বিলাসবহুল ঘড়ির জগতে এই ব্র্যান্ড খুবই পরিচিত নাম।
এই ব্র্যান্ড অনেক সময় সীমিত সংস্করণের ঘড়ি তৈরি করে, যার দাম কখনো কখনো কোটি টাকায় পৌঁছে যায়। হলিউড তারকা, বড় ব্যবসায়ী ও বিভিন্ন অঙ্গনের আন্তর্জাতিক সেলিব্রিটিরা তাদের ক্লায়েন্ট। এই ব্র্যান্ডের কিছু বিখ্যাত ঘড়ির মধ্যে রয়েছে এপিক এক্স, টুইন টার্বো ও অ্যাস্ট্রোনিয়া।
রিস্টওয়াচ খুবই পছন্দ সালমান খানের। তাঁর সংগ্রহে আছে হরেক রকমের স্টাইলিশ ঘড়ি। দামের দিক দিয়েও যেগুলো তাক লাগিয়ে দেওয়ার মতো। এবার সালমান যে ঘড়িটি পরেছেন, তা খুবই বিশেষ। সম্প্রতি ‘সিকান্দার’ সিনেমার সংবাদ সম্মেলেন গেরুয়া রঙের রিস্টওয়াচ পরে এসেছিলেন বলিউড ভাইজান। সেই থেকে ঘড়িটি নিয়ে ব্যাপক চর্চা চলছে ভক্তদের মধ্যে।
অযোধ্যার রাম জন্মভূমি এডিশনের স্পেশাল লাক্সারি ওয়াচ এটি, যার পোশাকি নাম ‘এপিক এক্স রাম জন্মভূমি রোজ গোল্ড এডিশন’। গেরুয়া রঙের এই বিশেষ ঘড়িটিতে রাম ও হনুমানসহ রাম মন্দিরের বিশেষ প্রতীক আছে।
আকর্ষণীয় নকশা ও জটিল কারুকার্যের জন্য ঘড়িটি ফ্যাশনপ্রেমিদের দৃষ্টি আকর্ষণ করেছে। তবে রাম মন্দিরের ডিজাইনে তৈরি ঘড়ি পরায় অনেকে সালমানের সমালোচনাও করছেন।
জানা গেছে, সীমিত সংস্করণের এ ঘড়ির দাম প্রায় ৩৪ লাখ রুপি। সালমানের হাত ধরেই ঘড়িটি লঞ্চ করেছে প্রস্তুতকারক প্রতিষ্ঠান জ্যাকব অ্যান্ড কোং। বিলাসবহুল ঘড়ির জগতে এই ব্র্যান্ড খুবই পরিচিত নাম।
এই ব্র্যান্ড অনেক সময় সীমিত সংস্করণের ঘড়ি তৈরি করে, যার দাম কখনো কখনো কোটি টাকায় পৌঁছে যায়। হলিউড তারকা, বড় ব্যবসায়ী ও বিভিন্ন অঙ্গনের আন্তর্জাতিক সেলিব্রিটিরা তাদের ক্লায়েন্ট। এই ব্র্যান্ডের কিছু বিখ্যাত ঘড়ির মধ্যে রয়েছে এপিক এক্স, টুইন টার্বো ও অ্যাস্ট্রোনিয়া।
কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হওয়ার পর বাংলাদেশের সিনেমা ‘মাস্তুল’ এবার আমন্ত্রণ পেল ভারতের চতুর্থ ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল কলকাতায়। ভাসমান জীবনের গল্প নিয়ে সিনেমাটি বানিয়েছেন মোহাম্মদ নূরুজ্জামান।
১১ ঘণ্টা আগেহ্যারি পটার সিরিজের কাজ চলবে প্রায় এক দশক ধরে। তাহলে যেসব শিশু এতে অভিনয় করছে, তাদের পড়াশোনার কী হবে? এ বিষয়টি চিন্তা করে শুটিং স্পটেই একটি অস্থায়ী স্কুল তৈরি করা হয়েছে। শুটিংয়ের পাশাপাশি সেখানেই চলবে তাদের পড়াশোনা।
১২ ঘণ্টা আগেজীবনের ঝুঁকি নিয়ে রোমাঞ্চকর সিনেমাটিক দৃশ্য উপহার দেন স্টান্টম্যানরা। বেশিরভাগ ক্ষেত্রে তাঁদের কোনো সুরক্ষাব্যবস্থা থাকে না। থাকে না স্বাস্থ্যবীমা। তাঁদের জন্য বড় উদ্যোগ নিলেন অক্ষয় কুমার।
১৪ ঘণ্টা আগেজয় শাহরিয়ারের কথা ও সুরে নতুন গানে কণ্ঠ দিয়েছেন এলিটা করিম। শিরোনাম ‘বারান্দাতে বিকেলবেলা’। গানটির ভিডিও প্রকাশ পেয়েছে জয় শাহরিয়ারের ইউটিউব চ্যানেলে।
১৫ ঘণ্টা আগে