বিনোদন ডেস্ক
দীর্ঘদিন শুটিং বন্ধ ছিল বলিউডে। করোনার প্রভাব কমে যাওয়ায় ভারতের মহারাষ্ট্রে আবারও শুটিং শুরু হয়েছে। স্বস্তি ফিরে এসেছে সিনেমা ও টেলিভিশনে। তারকারা, যাদের এতদিন ঘরেই কাটছিল সময়, তারা আবারও সেটে ফিরতে পারায় দারুণ উচ্ছ্বসিত। খুশি আলিয়া ভাটও।
শনিবার ইনস্টাগ্রামে কিছু ছবি পোস্ট করেছেন আলিয়া। সাদাকালো ছবি। ভ্যানিটি ভ্যানে বসে আছেন। হাতে স্ক্রিপ্ট। শটের আগে মনোযোগ দিয়ে সংলাপে চোখ বুলিয়ে নিচ্ছেন। ছবিগুলো তাঁর নতুন সিনেমা ‘ডার্লিং’–এর। শনিবার থেকে শুরু হয়েছে ছবির শুটিং।
‘ডার্লিং’ দিয়ে নতুন যাত্রা শুরু হচ্ছে আলিয়ার। এ ছবিতে তিনি শুধু অভিনেত্রী নন, প্রযোজকও। প্রথমবারের মতো সহ–প্রযোজক হিসেবে কাজ করছেন আলিয়া। এ ছবি তৈরি হচ্ছে শাহরুখের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্ট–এর প্রযোজনায়। শাহরুখ প্রযোজক, আর সহ–প্রযোজক আলিয়া।
অভিনেত্রী বলছেন, ‘ডার্লিং–এর প্রথম দিন। প্রযোজক হিসেবে এটাই আমার প্রথম কাজ। কিন্তু অভিনয়ই আমার কাছে সবকিছুর আগে। যে কোনো নতুন ছবির শুটিংয়ের আগের রাতে খুব নার্ভাস বোধ করতে থাকি। সারা রাত খারাপ খারাপ স্বপ্ন দেখি, সংলাপ গুলিয়ে ফেলছি। অস্থির হয়ে যাচ্ছি। এটা সেটা। সেটে ১৫ মিনিট আগেই পৌঁছে যাই এই ভেবে যে, বোধহয় বড্ড দেরি করে ফেলব।’
আলিয়ার আশা, হয়তো তিনি একদিন এই নার্ভাস বোধ হওয়া থেকে মুক্তি পাবেন। কিন্তু অভিনেত্রী আবার এটাও বলছেন, ‘নার্ভাস বোধ করছি, অস্থির হচ্ছি মানে ছবিটা নিয়ে আমি সত্যিই সিরিয়াস।’
প্রযোজক হিসেবে ‘ডার্লিং’ শুধু আলিয়ারই প্রথম নয়। নির্মাতার জন্যও প্রথম। ‘ডার্লিং’–এর পরিচালক জেসমিত কে রিন। এটা তাঁর প্রথম সিনেমা। ডার্ক কমেডি গল্প। দুজন নারী, বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে তারা কীভাবে সাহস সঞ্চয় করে, ভালোবাসা জয় করে– সে গল্পই বলবে ‘ডার্লিং’।
এতে আরও অভিনয় করছেন শেফালি শাহ, বিজয় ভার্মা ও রোশান ম্যাথুউ।
দীর্ঘদিন শুটিং বন্ধ ছিল বলিউডে। করোনার প্রভাব কমে যাওয়ায় ভারতের মহারাষ্ট্রে আবারও শুটিং শুরু হয়েছে। স্বস্তি ফিরে এসেছে সিনেমা ও টেলিভিশনে। তারকারা, যাদের এতদিন ঘরেই কাটছিল সময়, তারা আবারও সেটে ফিরতে পারায় দারুণ উচ্ছ্বসিত। খুশি আলিয়া ভাটও।
শনিবার ইনস্টাগ্রামে কিছু ছবি পোস্ট করেছেন আলিয়া। সাদাকালো ছবি। ভ্যানিটি ভ্যানে বসে আছেন। হাতে স্ক্রিপ্ট। শটের আগে মনোযোগ দিয়ে সংলাপে চোখ বুলিয়ে নিচ্ছেন। ছবিগুলো তাঁর নতুন সিনেমা ‘ডার্লিং’–এর। শনিবার থেকে শুরু হয়েছে ছবির শুটিং।
‘ডার্লিং’ দিয়ে নতুন যাত্রা শুরু হচ্ছে আলিয়ার। এ ছবিতে তিনি শুধু অভিনেত্রী নন, প্রযোজকও। প্রথমবারের মতো সহ–প্রযোজক হিসেবে কাজ করছেন আলিয়া। এ ছবি তৈরি হচ্ছে শাহরুখের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্ট–এর প্রযোজনায়। শাহরুখ প্রযোজক, আর সহ–প্রযোজক আলিয়া।
অভিনেত্রী বলছেন, ‘ডার্লিং–এর প্রথম দিন। প্রযোজক হিসেবে এটাই আমার প্রথম কাজ। কিন্তু অভিনয়ই আমার কাছে সবকিছুর আগে। যে কোনো নতুন ছবির শুটিংয়ের আগের রাতে খুব নার্ভাস বোধ করতে থাকি। সারা রাত খারাপ খারাপ স্বপ্ন দেখি, সংলাপ গুলিয়ে ফেলছি। অস্থির হয়ে যাচ্ছি। এটা সেটা। সেটে ১৫ মিনিট আগেই পৌঁছে যাই এই ভেবে যে, বোধহয় বড্ড দেরি করে ফেলব।’
আলিয়ার আশা, হয়তো তিনি একদিন এই নার্ভাস বোধ হওয়া থেকে মুক্তি পাবেন। কিন্তু অভিনেত্রী আবার এটাও বলছেন, ‘নার্ভাস বোধ করছি, অস্থির হচ্ছি মানে ছবিটা নিয়ে আমি সত্যিই সিরিয়াস।’
প্রযোজক হিসেবে ‘ডার্লিং’ শুধু আলিয়ারই প্রথম নয়। নির্মাতার জন্যও প্রথম। ‘ডার্লিং’–এর পরিচালক জেসমিত কে রিন। এটা তাঁর প্রথম সিনেমা। ডার্ক কমেডি গল্প। দুজন নারী, বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে তারা কীভাবে সাহস সঞ্চয় করে, ভালোবাসা জয় করে– সে গল্পই বলবে ‘ডার্লিং’।
এতে আরও অভিনয় করছেন শেফালি শাহ, বিজয় ভার্মা ও রোশান ম্যাথুউ।
মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৭তম আসরে ফেডারেশন অব ফিল্ম সোসাইটির ‘স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড’ (জুরি) জিতেছে বাংলাদেশের সিনেমা ‘মাস্তুল’। আজ বৃহস্পতিবার মোহাম্মদ নূরুজ্জামানের হাতে এই প্রশংসাপত্র তুলে দেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটি কর্তৃপক্ষ।
১ ঘণ্টা আগেদেশের পোশাকশিল্পের ইতিহাসে এক শোকাবহ দিন ২৪ এপ্রিল। আন্তর্জাতিক শ্রমিক সংগঠন আইএলওর হিসাবমতে, ২০১৩ সালের এই দিনে সাভারে রানা প্লাজা ধসে ১ হাজার ১৩২ জন নিহত হন। আহত অবস্থায় উদ্ধার করা হয় প্রায় আড়াই হাজার মানুষকে। রানা প্লাজা ট্র্যাজেডি নিয়ে ২০১৫ সালে নির্মাতা কামার আহমাদ সাইমন বানিয়েছেন ‘একটি...
১২ ঘণ্টা আগেজনপ্রিয় গোয়েন্দা চরিত্র শার্লক হোমসের বোন এনোলা হোমস দুঁদে গোয়েন্দা। ভাইয়ের মতো এনোলারও শখ রহস্যের পেছনে ছুটে বেড়ানো। তাঁরও আছে নিজের ডিটেকটিভ এজেন্সি। এনোলার রহস্যময় অভিযানের সে গল্প উঠে এসেছে ন্যানসি স্প্রিংগারের ‘দ্য এনোলা হোমস মিস্ট্রিস’ উপন্যাসে।
১২ ঘণ্টা আগেইতিমধ্যে দেশের বাইরে মুক্তি পেয়েছে রোজার ঈদে মুক্তি পাওয়া আফরান নিশো অভিনীত ‘দাগি’ ও শাকিব খান অভিনীত ‘বরবাদ’। এবার বিদেশযাত্রা শুরু হচ্ছে ঈদে মুক্তি পাওয়া সিয়াম আহমেদ ও বুবলী অভিনীত ‘জংলি’ সিনেমার। আগামীকাল ২৫ এপ্রিল কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ৪০ থিয়েটারে মুক্তি পাচ্ছে এম রাহিম পরিচালিত...
১২ ঘণ্টা আগে