বিনোদন ডেস্ক
দীর্ঘদিন শুটিং বন্ধ ছিল বলিউডে। করোনার প্রভাব কমে যাওয়ায় ভারতের মহারাষ্ট্রে আবারও শুটিং শুরু হয়েছে। স্বস্তি ফিরে এসেছে সিনেমা ও টেলিভিশনে। তারকারা, যাদের এতদিন ঘরেই কাটছিল সময়, তারা আবারও সেটে ফিরতে পারায় দারুণ উচ্ছ্বসিত। খুশি আলিয়া ভাটও।
শনিবার ইনস্টাগ্রামে কিছু ছবি পোস্ট করেছেন আলিয়া। সাদাকালো ছবি। ভ্যানিটি ভ্যানে বসে আছেন। হাতে স্ক্রিপ্ট। শটের আগে মনোযোগ দিয়ে সংলাপে চোখ বুলিয়ে নিচ্ছেন। ছবিগুলো তাঁর নতুন সিনেমা ‘ডার্লিং’–এর। শনিবার থেকে শুরু হয়েছে ছবির শুটিং।
‘ডার্লিং’ দিয়ে নতুন যাত্রা শুরু হচ্ছে আলিয়ার। এ ছবিতে তিনি শুধু অভিনেত্রী নন, প্রযোজকও। প্রথমবারের মতো সহ–প্রযোজক হিসেবে কাজ করছেন আলিয়া। এ ছবি তৈরি হচ্ছে শাহরুখের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্ট–এর প্রযোজনায়। শাহরুখ প্রযোজক, আর সহ–প্রযোজক আলিয়া।
অভিনেত্রী বলছেন, ‘ডার্লিং–এর প্রথম দিন। প্রযোজক হিসেবে এটাই আমার প্রথম কাজ। কিন্তু অভিনয়ই আমার কাছে সবকিছুর আগে। যে কোনো নতুন ছবির শুটিংয়ের আগের রাতে খুব নার্ভাস বোধ করতে থাকি। সারা রাত খারাপ খারাপ স্বপ্ন দেখি, সংলাপ গুলিয়ে ফেলছি। অস্থির হয়ে যাচ্ছি। এটা সেটা। সেটে ১৫ মিনিট আগেই পৌঁছে যাই এই ভেবে যে, বোধহয় বড্ড দেরি করে ফেলব।’
আলিয়ার আশা, হয়তো তিনি একদিন এই নার্ভাস বোধ হওয়া থেকে মুক্তি পাবেন। কিন্তু অভিনেত্রী আবার এটাও বলছেন, ‘নার্ভাস বোধ করছি, অস্থির হচ্ছি মানে ছবিটা নিয়ে আমি সত্যিই সিরিয়াস।’
প্রযোজক হিসেবে ‘ডার্লিং’ শুধু আলিয়ারই প্রথম নয়। নির্মাতার জন্যও প্রথম। ‘ডার্লিং’–এর পরিচালক জেসমিত কে রিন। এটা তাঁর প্রথম সিনেমা। ডার্ক কমেডি গল্প। দুজন নারী, বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে তারা কীভাবে সাহস সঞ্চয় করে, ভালোবাসা জয় করে– সে গল্পই বলবে ‘ডার্লিং’।
এতে আরও অভিনয় করছেন শেফালি শাহ, বিজয় ভার্মা ও রোশান ম্যাথুউ।
দীর্ঘদিন শুটিং বন্ধ ছিল বলিউডে। করোনার প্রভাব কমে যাওয়ায় ভারতের মহারাষ্ট্রে আবারও শুটিং শুরু হয়েছে। স্বস্তি ফিরে এসেছে সিনেমা ও টেলিভিশনে। তারকারা, যাদের এতদিন ঘরেই কাটছিল সময়, তারা আবারও সেটে ফিরতে পারায় দারুণ উচ্ছ্বসিত। খুশি আলিয়া ভাটও।
শনিবার ইনস্টাগ্রামে কিছু ছবি পোস্ট করেছেন আলিয়া। সাদাকালো ছবি। ভ্যানিটি ভ্যানে বসে আছেন। হাতে স্ক্রিপ্ট। শটের আগে মনোযোগ দিয়ে সংলাপে চোখ বুলিয়ে নিচ্ছেন। ছবিগুলো তাঁর নতুন সিনেমা ‘ডার্লিং’–এর। শনিবার থেকে শুরু হয়েছে ছবির শুটিং।
‘ডার্লিং’ দিয়ে নতুন যাত্রা শুরু হচ্ছে আলিয়ার। এ ছবিতে তিনি শুধু অভিনেত্রী নন, প্রযোজকও। প্রথমবারের মতো সহ–প্রযোজক হিসেবে কাজ করছেন আলিয়া। এ ছবি তৈরি হচ্ছে শাহরুখের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্ট–এর প্রযোজনায়। শাহরুখ প্রযোজক, আর সহ–প্রযোজক আলিয়া।
অভিনেত্রী বলছেন, ‘ডার্লিং–এর প্রথম দিন। প্রযোজক হিসেবে এটাই আমার প্রথম কাজ। কিন্তু অভিনয়ই আমার কাছে সবকিছুর আগে। যে কোনো নতুন ছবির শুটিংয়ের আগের রাতে খুব নার্ভাস বোধ করতে থাকি। সারা রাত খারাপ খারাপ স্বপ্ন দেখি, সংলাপ গুলিয়ে ফেলছি। অস্থির হয়ে যাচ্ছি। এটা সেটা। সেটে ১৫ মিনিট আগেই পৌঁছে যাই এই ভেবে যে, বোধহয় বড্ড দেরি করে ফেলব।’
আলিয়ার আশা, হয়তো তিনি একদিন এই নার্ভাস বোধ হওয়া থেকে মুক্তি পাবেন। কিন্তু অভিনেত্রী আবার এটাও বলছেন, ‘নার্ভাস বোধ করছি, অস্থির হচ্ছি মানে ছবিটা নিয়ে আমি সত্যিই সিরিয়াস।’
প্রযোজক হিসেবে ‘ডার্লিং’ শুধু আলিয়ারই প্রথম নয়। নির্মাতার জন্যও প্রথম। ‘ডার্লিং’–এর পরিচালক জেসমিত কে রিন। এটা তাঁর প্রথম সিনেমা। ডার্ক কমেডি গল্প। দুজন নারী, বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে তারা কীভাবে সাহস সঞ্চয় করে, ভালোবাসা জয় করে– সে গল্পই বলবে ‘ডার্লিং’।
এতে আরও অভিনয় করছেন শেফালি শাহ, বিজয় ভার্মা ও রোশান ম্যাথুউ।
ভৌতিক গল্পের সিনেমা বানাচ্ছেন রায়হান রাফী। কয়েক দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে ‘আন্ধার’ নামের এ সিনেমায় অভিনয় করবেন সিয়াম আহমেদ। এবার জানা গেল এ সিনেমায় সিয়ামের সঙ্গে থাকবেন নাজিফা তুষি। নাজিফা তুষিকে সবশেষ পর্দায় দেখা গেছে তিন বছর আগে ‘হাওয়া’ সিনেমায়। এই সিনেমা দিয়ে ছয় বছর পর বড় পর্দায় ফিরেছিলেন...
৮ ঘণ্টা আগেপ্রথমবারের মতো সংগীতসফরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ‘সেরাকণ্ঠ’খ্যাত শিল্পী আতিয়া আনিসা। সেখানকার বিভিন্ন রাজ্যে ১৪টি অনুষ্ঠানে গান গাওয়ার কথা রয়েছে তাঁর। অনুষ্ঠানের এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন আনিসা।
৯ ঘণ্টা আগেঅনুস্বর নাট্যদলের তৃতীয় প্রযোজনা ‘মূল্য অমূল্য’ আবার ফিরছে মঞ্চে। রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটি সর্বশেষ দেখা গিয়েছিল গত বছরের জুন মাসে। ১৩ মাস পর একই মঞ্চে ২০ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় দেখা যাবে মূল্য অমূল্যর ৩১তম প্রদর্শনী।
৯ ঘণ্টা আগেকলেজের প্রথম দিনে সবচেয়ে দুষ্টু ছাত্র সাদের (ইয়াশ রোহান) সঙ্গে দেখা হয় হৃদির। সাদ যতটা চঞ্চল ও দুষ্টু, হৃদি ঠিক ততটাই মিষ্টি ও গম্ভীর। ধীরে ধীরে হৃদিকে ভালোবেসে ফেলে সাদ।
২০ ঘণ্টা আগে