‘আমার পরানভরা ভালোবাসা আমি তোমায় সমর্পণ করিলাম’— লাল বেনারসিতে পত্র লিখলেন নববধূ পত্রলেখা। বিয়ের সাজে রাজকুমারকে প্রেমের প্রতিশ্রুতি। বিয়ের ওড়নাভরে প্রেমের পঙ্ক্তি। বাংলা ভাষায় ফুটে উঠল রাজকুমার রাও-পত্রলেখার প্রেম। মুম্বাইয়ে দুজনার দেখা হলেও বাঙালি মেয়ে তার ভালোবাসার কথা জানালেন মাতৃভাষা বাংলাতেই।
কিছুদিন আগেই হাঁটু মুড়ে বসে নতুন করে হবু স্ত্রীকে প্রেম নিবেদন করেছিলেন ‘নিউটন’ খ্যাত রাজকুমার। সোমবার বিয়ে সারলেন দুই তারকা। পত্রলেখার ১১ বছরের প্রেমিক এবার স্বামী হলেন। সেই আনন্দে ইনস্টাগ্রামে প্রেমপত্র লিখলেন নতুন বর।
বিয়ের পরে রাজকুমার লিখলেন, ‘১১ বছরের প্রেম, বন্ধুত্ব, ভালবাসা, আনন্দের পর আজ আমার দুনিয়ার সঙ্গে সাত পাক ঘুরলাম। তোমার স্বামীর তকমা পাওয়ার থেকে বেশি আনন্দ আর কিছুতেই নেই।’
কিন্তু প্রশ্ন জাগে, হরিয়ানার রাজকুমার কি বাংলায় লেখা সেই প্রেমপত্র পড়তে পারলেন? নাকি পত্রলেখা তাঁর পত্রের অর্থ বুঝিয়ে দিয়েছেন স্বামীকে? সে যাই হোক, প্রেম তো কোনো অঞ্চল মানে না, ভাষাটাও হতে পারে না বাধা। বাঙালি পত্রলেখা তাই হয়তো ‘আমি তোমাকে ভালোবাসি’ বলেই প্রেম নিবেদন করেছিলেন।
সোশ্যাল মিডিয়ায় নিজেদের বিয়ের ছবি শেয়ার করেছেন তারকা দম্পতি। চণ্ডীগড়ের ওবেরয় সুখবিলাস স্পা রিসোর্টে বসেছিল বিয়ের আসর। সিসওয়ান ফরেস্ট রেঞ্জেই এই লাক্সারি রিসোর্ট, যাতে রয়েছে নানা বিলাসবহুল ব্যবস্থা।
বিয়ের পরই নিজেদের সোশ্যাল মিডিয়ার ওয়ালে তারকা দম্পতি মোট চারটি ছবি শেয়ার করেছিলেন। কিন্তু এরই মধ্যে আরও ছবি একে একে ভাইরাল হয়েছে।
‘আমার পরানভরা ভালোবাসা আমি তোমায় সমর্পণ করিলাম’— লাল বেনারসিতে পত্র লিখলেন নববধূ পত্রলেখা। বিয়ের সাজে রাজকুমারকে প্রেমের প্রতিশ্রুতি। বিয়ের ওড়নাভরে প্রেমের পঙ্ক্তি। বাংলা ভাষায় ফুটে উঠল রাজকুমার রাও-পত্রলেখার প্রেম। মুম্বাইয়ে দুজনার দেখা হলেও বাঙালি মেয়ে তার ভালোবাসার কথা জানালেন মাতৃভাষা বাংলাতেই।
কিছুদিন আগেই হাঁটু মুড়ে বসে নতুন করে হবু স্ত্রীকে প্রেম নিবেদন করেছিলেন ‘নিউটন’ খ্যাত রাজকুমার। সোমবার বিয়ে সারলেন দুই তারকা। পত্রলেখার ১১ বছরের প্রেমিক এবার স্বামী হলেন। সেই আনন্দে ইনস্টাগ্রামে প্রেমপত্র লিখলেন নতুন বর।
বিয়ের পরে রাজকুমার লিখলেন, ‘১১ বছরের প্রেম, বন্ধুত্ব, ভালবাসা, আনন্দের পর আজ আমার দুনিয়ার সঙ্গে সাত পাক ঘুরলাম। তোমার স্বামীর তকমা পাওয়ার থেকে বেশি আনন্দ আর কিছুতেই নেই।’
কিন্তু প্রশ্ন জাগে, হরিয়ানার রাজকুমার কি বাংলায় লেখা সেই প্রেমপত্র পড়তে পারলেন? নাকি পত্রলেখা তাঁর পত্রের অর্থ বুঝিয়ে দিয়েছেন স্বামীকে? সে যাই হোক, প্রেম তো কোনো অঞ্চল মানে না, ভাষাটাও হতে পারে না বাধা। বাঙালি পত্রলেখা তাই হয়তো ‘আমি তোমাকে ভালোবাসি’ বলেই প্রেম নিবেদন করেছিলেন।
সোশ্যাল মিডিয়ায় নিজেদের বিয়ের ছবি শেয়ার করেছেন তারকা দম্পতি। চণ্ডীগড়ের ওবেরয় সুখবিলাস স্পা রিসোর্টে বসেছিল বিয়ের আসর। সিসওয়ান ফরেস্ট রেঞ্জেই এই লাক্সারি রিসোর্ট, যাতে রয়েছে নানা বিলাসবহুল ব্যবস্থা।
বিয়ের পরই নিজেদের সোশ্যাল মিডিয়ার ওয়ালে তারকা দম্পতি মোট চারটি ছবি শেয়ার করেছিলেন। কিন্তু এরই মধ্যে আরও ছবি একে একে ভাইরাল হয়েছে।
বলিউড অভিনেত্রী পারভীন বাবি সত্তরের দশক ও আশির দশকের শুরুতে ছিলেন গ্ল্যামার, প্রতিভা এবং ফ্যাশন আইকন। অমিতাভ বচ্চনসহ প্রথম সারির তারকাদের বিপরীতে তাঁর অভিনয় দর্শকপ্রিয়তা পেয়েছিল।
২ ঘণ্টা আগে২০২৪ সালের সেপ্টেম্বরে ঢাকায় পারফর্ম করতে এসেছিল পাকিস্তানের জাল ব্যান্ড। ওই কনসার্ট ঘিরে ছিল নানা নাটকীয়তা। ‘লিজেন্ডস অব দ্য ডেকেড’ শিরোনামের কনসার্টটি প্রথমে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ঢাকা অ্যারেনায়। কিন্তু ২৭ সেপ্টেম্বর শো শুরুর কয়েক ঘণ্টা আগে বৃষ্টির কারণ দেখিয়ে স্থগিত করে দেওয়া হয় আয়োজন।
৬ ঘণ্টা আগে২০১৮ সালে শুরু হয়েছিল আরিফুর জামান আরিফের ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ সিনেমার শুটিং। তবে এখনো শুটিং শেষ করতে পারেননি নির্মাতা। আটকে আছে নানা জটিলতায়। অবশেষে সাত বছর পর আবার শুরু হচ্ছে সিনেমাটির শুটিং।
৬ ঘণ্টা আগেচয়নিকা চৌধুরীর পরিচালনায় দীর্ঘদিন পর নাটকে অভিনয় করলেন কাজী নওশাবা আহমেদ। সম্প্রতি তিনি অংশ নিয়েছেন সম্পর্কের গল্প নিয়ে তৈরি ‘দ্বিতীয় বিয়ের পর’ নামের নাটকের শুটিংয়ে। এতে তাঁর সহশিল্পী ইরফান সাজ্জাদ ও আইশা খান। ঠিক কত বছর পর নাটকে অভিনয় করলেন, মনে করতে পারলেন না নওশাবা। শুধু জানালেন, ‘অনেক দিন পর’।
৬ ঘণ্টা আগে