‘আমার পরানভরা ভালোবাসা আমি তোমায় সমর্পণ করিলাম’— লাল বেনারসিতে পত্র লিখলেন নববধূ পত্রলেখা। বিয়ের সাজে রাজকুমারকে প্রেমের প্রতিশ্রুতি। বিয়ের ওড়নাভরে প্রেমের পঙ্ক্তি। বাংলা ভাষায় ফুটে উঠল রাজকুমার রাও-পত্রলেখার প্রেম। মুম্বাইয়ে দুজনার দেখা হলেও বাঙালি মেয়ে তার ভালোবাসার কথা জানালেন মাতৃভাষা বাংলাতেই।
কিছুদিন আগেই হাঁটু মুড়ে বসে নতুন করে হবু স্ত্রীকে প্রেম নিবেদন করেছিলেন ‘নিউটন’ খ্যাত রাজকুমার। সোমবার বিয়ে সারলেন দুই তারকা। পত্রলেখার ১১ বছরের প্রেমিক এবার স্বামী হলেন। সেই আনন্দে ইনস্টাগ্রামে প্রেমপত্র লিখলেন নতুন বর।
বিয়ের পরে রাজকুমার লিখলেন, ‘১১ বছরের প্রেম, বন্ধুত্ব, ভালবাসা, আনন্দের পর আজ আমার দুনিয়ার সঙ্গে সাত পাক ঘুরলাম। তোমার স্বামীর তকমা পাওয়ার থেকে বেশি আনন্দ আর কিছুতেই নেই।’
কিন্তু প্রশ্ন জাগে, হরিয়ানার রাজকুমার কি বাংলায় লেখা সেই প্রেমপত্র পড়তে পারলেন? নাকি পত্রলেখা তাঁর পত্রের অর্থ বুঝিয়ে দিয়েছেন স্বামীকে? সে যাই হোক, প্রেম তো কোনো অঞ্চল মানে না, ভাষাটাও হতে পারে না বাধা। বাঙালি পত্রলেখা তাই হয়তো ‘আমি তোমাকে ভালোবাসি’ বলেই প্রেম নিবেদন করেছিলেন।
সোশ্যাল মিডিয়ায় নিজেদের বিয়ের ছবি শেয়ার করেছেন তারকা দম্পতি। চণ্ডীগড়ের ওবেরয় সুখবিলাস স্পা রিসোর্টে বসেছিল বিয়ের আসর। সিসওয়ান ফরেস্ট রেঞ্জেই এই লাক্সারি রিসোর্ট, যাতে রয়েছে নানা বিলাসবহুল ব্যবস্থা।
বিয়ের পরই নিজেদের সোশ্যাল মিডিয়ার ওয়ালে তারকা দম্পতি মোট চারটি ছবি শেয়ার করেছিলেন। কিন্তু এরই মধ্যে আরও ছবি একে একে ভাইরাল হয়েছে।
‘আমার পরানভরা ভালোবাসা আমি তোমায় সমর্পণ করিলাম’— লাল বেনারসিতে পত্র লিখলেন নববধূ পত্রলেখা। বিয়ের সাজে রাজকুমারকে প্রেমের প্রতিশ্রুতি। বিয়ের ওড়নাভরে প্রেমের পঙ্ক্তি। বাংলা ভাষায় ফুটে উঠল রাজকুমার রাও-পত্রলেখার প্রেম। মুম্বাইয়ে দুজনার দেখা হলেও বাঙালি মেয়ে তার ভালোবাসার কথা জানালেন মাতৃভাষা বাংলাতেই।
কিছুদিন আগেই হাঁটু মুড়ে বসে নতুন করে হবু স্ত্রীকে প্রেম নিবেদন করেছিলেন ‘নিউটন’ খ্যাত রাজকুমার। সোমবার বিয়ে সারলেন দুই তারকা। পত্রলেখার ১১ বছরের প্রেমিক এবার স্বামী হলেন। সেই আনন্দে ইনস্টাগ্রামে প্রেমপত্র লিখলেন নতুন বর।
বিয়ের পরে রাজকুমার লিখলেন, ‘১১ বছরের প্রেম, বন্ধুত্ব, ভালবাসা, আনন্দের পর আজ আমার দুনিয়ার সঙ্গে সাত পাক ঘুরলাম। তোমার স্বামীর তকমা পাওয়ার থেকে বেশি আনন্দ আর কিছুতেই নেই।’
কিন্তু প্রশ্ন জাগে, হরিয়ানার রাজকুমার কি বাংলায় লেখা সেই প্রেমপত্র পড়তে পারলেন? নাকি পত্রলেখা তাঁর পত্রের অর্থ বুঝিয়ে দিয়েছেন স্বামীকে? সে যাই হোক, প্রেম তো কোনো অঞ্চল মানে না, ভাষাটাও হতে পারে না বাধা। বাঙালি পত্রলেখা তাই হয়তো ‘আমি তোমাকে ভালোবাসি’ বলেই প্রেম নিবেদন করেছিলেন।
সোশ্যাল মিডিয়ায় নিজেদের বিয়ের ছবি শেয়ার করেছেন তারকা দম্পতি। চণ্ডীগড়ের ওবেরয় সুখবিলাস স্পা রিসোর্টে বসেছিল বিয়ের আসর। সিসওয়ান ফরেস্ট রেঞ্জেই এই লাক্সারি রিসোর্ট, যাতে রয়েছে নানা বিলাসবহুল ব্যবস্থা।
বিয়ের পরই নিজেদের সোশ্যাল মিডিয়ার ওয়ালে তারকা দম্পতি মোট চারটি ছবি শেয়ার করেছিলেন। কিন্তু এরই মধ্যে আরও ছবি একে একে ভাইরাল হয়েছে।
বিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
৩৪ মিনিট আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
৩৯ মিনিট আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
৪৩ মিনিট আগেকালজয়ী রূপকথা ‘স্নো হোয়াইট’কে নতুনভাবে পর্দায় নিয়ে এসেছে ডিজনি। প্রায় ২৭০ মিলিয়ন ডলার বাজেটে তৈরি হয়েছে স্নো হোয়াইট। ডিজনির অন্যতম ব্যয়বহুল এই মিউজিক্যাল ফ্যান্টাসি মুক্তির আগে থেকেই নানা বিতর্কে জড়িয়েছিল। গত ২১ মার্চে মুক্তির পর বিতর্ক বেড়েছে আরও।
১ ঘণ্টা আগে