বিনোদন ডেস্ক
বলিউডে চলছে সিকুয়াল নির্মাণের হিড়িক। গত বছর ‘গাদার টু’ দিয়ে বলিউডে নতুন উদাহরণ তৈরি করেন সানি দেওল। এরপর অন্য হিট সিনেমার নির্মাতারাও নড়েচড়ে বসেছেন। একের পর এক সিনেমার সিকুয়াল নির্মাণের ঘোষণা আসছে। এবার শোনা গেল শাহরুখ খানের ‘বাজিগর’ সিনেমার সিকুয়াল নির্মাণের খবর।
বাজিগর সিনেমা মোড় ঘুরিয়ে দিয়েছিল শাহরুখ খানের ক্যারিয়ারের। নায়ক ইমেজ ভেঙে একই সঙ্গে হিরো ও অ্যান্টি হিরোর চরিত্রে অভিনয় করেন শাহরুখ। ১৯৯৩ সালে মুক্তি পেয়েছিল বাজিগর। তারপর আর তাঁকে পেছনে ফিরে তাঁকাতে হয়নি। এতে শাহরুখের সঙ্গে ছিল দুই নায়িকা কাজল ও শিল্পা শেঠী।
৩১ বছর পর বাজিগরের সিকুয়াল তৈরির পরিকল্পনা করছেন প্রযোজক রতন জৈন। তবে সবকিছু নির্ভর করছে শাহরুখ খানের ওপর। তিনি রাজি হলে তবেই তৈরি হবে বাজিগর ২—ভারতীয় সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন রতন জৈন।
ইতিমধ্যে বাজিগরের সিকুয়ালের বিষয়টি শাহরুখ খানকে জানিয়েছেন প্রযোজক। বলিউড বাদশাও নাকি সিকুয়ালের ব্যাপারে যথেষ্ট গুরুত্ব দিয়েই ভাবছেন। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি তিনি।
শাহরুখ খান থাকলেও বাকি দুই নায়িকা সিকুয়ালে থাকবেন কিনা তা জানাননি প্রযোজক। চিত্রনাট্য তৈরি হওয়ার পর নায়িকা বাছাইয়ের পরিকল্পনা করা হবে বলে জানান তিনি। তবে পরিচালকের আসনে আসছে পরিবর্তন। বাজিগর ২ পরিচালনার দায়িত্বে থাকবেন নতুন প্রজন্মের কোনো পরিচালক।
বলিউডে চলছে সিকুয়াল নির্মাণের হিড়িক। গত বছর ‘গাদার টু’ দিয়ে বলিউডে নতুন উদাহরণ তৈরি করেন সানি দেওল। এরপর অন্য হিট সিনেমার নির্মাতারাও নড়েচড়ে বসেছেন। একের পর এক সিনেমার সিকুয়াল নির্মাণের ঘোষণা আসছে। এবার শোনা গেল শাহরুখ খানের ‘বাজিগর’ সিনেমার সিকুয়াল নির্মাণের খবর।
বাজিগর সিনেমা মোড় ঘুরিয়ে দিয়েছিল শাহরুখ খানের ক্যারিয়ারের। নায়ক ইমেজ ভেঙে একই সঙ্গে হিরো ও অ্যান্টি হিরোর চরিত্রে অভিনয় করেন শাহরুখ। ১৯৯৩ সালে মুক্তি পেয়েছিল বাজিগর। তারপর আর তাঁকে পেছনে ফিরে তাঁকাতে হয়নি। এতে শাহরুখের সঙ্গে ছিল দুই নায়িকা কাজল ও শিল্পা শেঠী।
৩১ বছর পর বাজিগরের সিকুয়াল তৈরির পরিকল্পনা করছেন প্রযোজক রতন জৈন। তবে সবকিছু নির্ভর করছে শাহরুখ খানের ওপর। তিনি রাজি হলে তবেই তৈরি হবে বাজিগর ২—ভারতীয় সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন রতন জৈন।
ইতিমধ্যে বাজিগরের সিকুয়ালের বিষয়টি শাহরুখ খানকে জানিয়েছেন প্রযোজক। বলিউড বাদশাও নাকি সিকুয়ালের ব্যাপারে যথেষ্ট গুরুত্ব দিয়েই ভাবছেন। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি তিনি।
শাহরুখ খান থাকলেও বাকি দুই নায়িকা সিকুয়ালে থাকবেন কিনা তা জানাননি প্রযোজক। চিত্রনাট্য তৈরি হওয়ার পর নায়িকা বাছাইয়ের পরিকল্পনা করা হবে বলে জানান তিনি। তবে পরিচালকের আসনে আসছে পরিবর্তন। বাজিগর ২ পরিচালনার দায়িত্বে থাকবেন নতুন প্রজন্মের কোনো পরিচালক।
উত্তরা সেক্টর-৪ এলাকায় নাটক ও চলচ্চিত্রের শুটিং কার্যক্রমে জারি করা নিষেধাজ্ঞা শিগগির শর্ত সাপেক্ষে প্রত্যাহার করা হতে পারে। উত্তরা কল্যাণ সমিতির পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
৪ ঘণ্টা আগেএকজন গর্ভবতী নারীর দীর্ঘপথ পাড়ি দিয়ে বেঁচে থাকার সংগ্রাম, সাতটি দেশের অভিবাসন-পথ পেরিয়ে বেঁচে থাকার গল্প- এটি কোনো কাল্পনিক থ্রিলার নয়, বরং বাস্তবতার ওপর নির্মিত এক সিনেম্যাটিক দলিল। বাংলাদেশি নির্মাতা আজিজুল হাসান সূর্য পরিচালিত আসন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র ‘ফিল্ডস অব ফ্রিডম’ এমন এক গল্প নিয়ে এগিয়ে
৪ ঘণ্টা আগেঅভিনয়শিল্পীদের নাম দেখে অনেকে হয়তো পরিবার নিয়ে সিরিজটি দেখার কথা ভাববেন। তবে তেমনটা না ভাবাই উত্তম। কারণ, পরিবার নিয়ে দেখতে বসলে আপনাকে পড়তে হবে বিব্রতকর পরিস্থিতিতে। আইস্ক্রিনে মুক্তি পাওয়া ‘পাপ কাহিনী’ ওয়েব সিরিজটি যেন আবার ফিরিয়ে নিয়ে গেল অশ্লীলতার অন্ধকার সময়ে।
৫ ঘণ্টা আগেএ নাটকের কেন্দ্রীয় চরিত্র শুভঙ্কর। সে এই ভোগবাদী সমাজের স্বপ্ন ও বাস্তবতার বিস্তর ফারাক নিয়ে বড় হয়ে ওঠা এক নতজানু নাগরিক। তবে সময়ের প্রয়োজন ঠিকই সে নামে রাজপথে।
৫ ঘণ্টা আগে