বাবা দিবসের দিন সবচেয়ে বড় উপহার পেলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। গতকাল প্রকাশ্যে এসেছে শাহরুখকন্যা সুহানা খানের আসন্ন বলিউড সিনেমা ‘দ্য আর্চিস’-এর ট্রেলার। আর একজন গর্বিত বাবা হিসেবে শাহরুখ তা শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
ট্রেলারটি টুইটারে শেয়ার করে শাহরুখ লিখেছেন, ‘বাবা দিবসের দিন আমার শিশুর জন্য শুভকামনা। সব শিশুদের এবং টাইগার বেবি দ্য আর্চিস-এর জন্য শুভকামনা।’
শাহরুখের এই টুইট মন কেড়েছে তাঁর অনুরাগীদের। জবাবে শাহরুখকে ‘বাবা দিবসের’ শুভেচ্ছা জানিয়েছেন তাঁর ভক্তরা। একজন লিখেছেন, ‘তুমি তোমার সন্তানদের সবচেয়ে বড় সমর্থক। তুমি যেভাবে সুহানা আর আরিয়ানদের পাশে থাকো, ওদের প্রশংসা করো, তা সত্যিই প্রশংসার যোগ্য। এটা অনেক বাবা-মায়েরই শেখা উচিত।’ আরেকজন লিখেছেন, ‘আমাদের বেবি সুহানা এখন হেরোইন। দারুণ অনুভূতি এটা। আপনার জন্য এটাই হয়তো ফাদার্স ডে-র সেরা উপহার।’
কয়েক দিন আগে মেবিলিন ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হয়েছিলেন সুহানা, আর তখন শাহরুখ সামাজিক যোগাযোগমাধ্যমে সুহানাকে নিয়ে লিখেছিলেন, ‘মেবিলিনের জন্য অনেক অভিনন্দন আমার বাচ্চা। কী সুন্দর পোশাক, কী সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করলে তুমি। এর জন্য যদি আমাকেও কিছু কৃতিত্ব দেওয়া হয়, এত সুন্দরভাবে তোমাকে বড় করার জন্য! লাল পোশাকে অনেক সুন্দর লাগছে আমার ছোট্ট সোনা মা, অনেক ভালোবাসা।’
দ্য আর্চিস তৈরি হয়েছে জনপ্রিয় মার্কিন কমিকসের ওপর ভিত্তি করে। আমেরিকার রিভারডেল হাইস্কুলে পড়ুয়া বেটি কুপার, ভেরোনিকা ও আর্চিকে কেন্দ্র করে গল্প। সারাক্ষণ গান নিয়ে মেতে থাকা আর্চি ভালোবাসে তার সহপাঠী ভেরোনিকাকে। আবার বড়লোক ঘরের সুন্দরী মেয়ে বেটির প্রতিও তার আকর্ষণ আছে। চল্লিশের দশকে এই ত্রয়ীর ত্রিভুজ প্রেমের গল্প আর বন্ধুত্বে বুঁদ ছিল সারা বিশ্বের কমিকপ্রেমীরা।
মার্কিন কমিক থেকে অনুপ্রাণিত হলেও গল্পটি ষাটের দশকের ভারতের প্রেক্ষাপটে সাজিয়েছেন নির্মাতা জোয়া আখতার। প্রধান চরিত্র আর্চির চরিত্রে অভিনয় করেছেন অগস্ত্য নন্দা, বেটি কুপার চরিত্রে খুশি কাপুর আর ভেরোনিকা হয়েছেন সুহানা খান।
বাবা দিবসের দিন সবচেয়ে বড় উপহার পেলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। গতকাল প্রকাশ্যে এসেছে শাহরুখকন্যা সুহানা খানের আসন্ন বলিউড সিনেমা ‘দ্য আর্চিস’-এর ট্রেলার। আর একজন গর্বিত বাবা হিসেবে শাহরুখ তা শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
ট্রেলারটি টুইটারে শেয়ার করে শাহরুখ লিখেছেন, ‘বাবা দিবসের দিন আমার শিশুর জন্য শুভকামনা। সব শিশুদের এবং টাইগার বেবি দ্য আর্চিস-এর জন্য শুভকামনা।’
শাহরুখের এই টুইট মন কেড়েছে তাঁর অনুরাগীদের। জবাবে শাহরুখকে ‘বাবা দিবসের’ শুভেচ্ছা জানিয়েছেন তাঁর ভক্তরা। একজন লিখেছেন, ‘তুমি তোমার সন্তানদের সবচেয়ে বড় সমর্থক। তুমি যেভাবে সুহানা আর আরিয়ানদের পাশে থাকো, ওদের প্রশংসা করো, তা সত্যিই প্রশংসার যোগ্য। এটা অনেক বাবা-মায়েরই শেখা উচিত।’ আরেকজন লিখেছেন, ‘আমাদের বেবি সুহানা এখন হেরোইন। দারুণ অনুভূতি এটা। আপনার জন্য এটাই হয়তো ফাদার্স ডে-র সেরা উপহার।’
কয়েক দিন আগে মেবিলিন ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হয়েছিলেন সুহানা, আর তখন শাহরুখ সামাজিক যোগাযোগমাধ্যমে সুহানাকে নিয়ে লিখেছিলেন, ‘মেবিলিনের জন্য অনেক অভিনন্দন আমার বাচ্চা। কী সুন্দর পোশাক, কী সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করলে তুমি। এর জন্য যদি আমাকেও কিছু কৃতিত্ব দেওয়া হয়, এত সুন্দরভাবে তোমাকে বড় করার জন্য! লাল পোশাকে অনেক সুন্দর লাগছে আমার ছোট্ট সোনা মা, অনেক ভালোবাসা।’
দ্য আর্চিস তৈরি হয়েছে জনপ্রিয় মার্কিন কমিকসের ওপর ভিত্তি করে। আমেরিকার রিভারডেল হাইস্কুলে পড়ুয়া বেটি কুপার, ভেরোনিকা ও আর্চিকে কেন্দ্র করে গল্প। সারাক্ষণ গান নিয়ে মেতে থাকা আর্চি ভালোবাসে তার সহপাঠী ভেরোনিকাকে। আবার বড়লোক ঘরের সুন্দরী মেয়ে বেটির প্রতিও তার আকর্ষণ আছে। চল্লিশের দশকে এই ত্রয়ীর ত্রিভুজ প্রেমের গল্প আর বন্ধুত্বে বুঁদ ছিল সারা বিশ্বের কমিকপ্রেমীরা।
মার্কিন কমিক থেকে অনুপ্রাণিত হলেও গল্পটি ষাটের দশকের ভারতের প্রেক্ষাপটে সাজিয়েছেন নির্মাতা জোয়া আখতার। প্রধান চরিত্র আর্চির চরিত্রে অভিনয় করেছেন অগস্ত্য নন্দা, বেটি কুপার চরিত্রে খুশি কাপুর আর ভেরোনিকা হয়েছেন সুহানা খান।
১৯৯৯ সালে যাত্রা শুরু নেমেসিস ব্যান্ডের। প্রতিষ্ঠার ছয় বছর পর ২০০৫ সালে প্রকাশ পেয়েছিল ব্যান্ডের প্রথম স্টুডিও অ্যালবাম ‘অন্বেষণ’। এরপর ২০১১ ও ২০১৭ সালে আসে ‘তৃতীয় যাত্রা’ ও ‘গণজোয়ার’ নামের আরও দুটি স্টুডিও অ্যালবাম। প্রতিটি অ্যালবামে ছিল ৬ বছরের গ্যাপ। তবে চতুর্থ অ্যালবাম প্রকাশ করতে আরও বেশি সময়
৮ ঘণ্টা আগেবিজ্ঞাপনের মডেল হওয়ার পর গত বছর মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘সন্ধিক্ষণ’ নাটক দিয়ে অভিনয়ে নাম লিখিয়েছেন মালাইকা চৌধুরী। সম্পর্কে তিনি মেহজাবীন চৌধুরীর ছোট বোন। নিজ অভিজ্ঞতার আলোকে পরামর্শ দিয়ে বোন মালাইকাকে সার্বক্ষণিক সহযোগিতা করছেন মেহজাবীন। অভিনয়ের প্রথম প্রশিক্ষণও বড় বোনের কাছেই পেয়েছেন মালাইকা।
৮ ঘণ্টা আগে৫ মে শুরু হয়েছে তারকাদের ক্রিকেট টুর্নামেন্ট ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’ বা সিসিটি। প্রথম রাউন্ড শেষে ফাইনালে উঠেছে গিগাবাইট টাইটানস ও স্বপ্নধরা স্পারটান্স। দল দুটির মেন্টর হিসেবে আছেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
৯ ঘণ্টা আগেসিনেমার কোনো সীমান্ত নেই, সিনেমা মানে না কাঁটাতারের বিধিনিষেধ—প্রতিবছর কান চলচ্চিত্র উৎসবে সেটা আরও স্পষ্ট হয়ে ধরা দেয়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পরিচালক, প্রযোজক, সেলস এজেন্ট ও সাংবাদিকেরা হাজির হন ‘বড় পর্দার অলিম্পিক’খ্যাত এ উৎসবে। নির্মাতারা আসেন তাঁদের সিনেমা দেখাতে। সেসব বিক্রির প্রক্রিয়া
৯ ঘণ্টা আগে