Ajker Patrika

শাহরুখপুত্রের মামলায় নতুন মোড় 

আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১৫: ০২
শাহরুখপুত্রের মামলায় নতুন মোড় 

বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে জড়িত ড্রাগস-অন-ক্রুজ মামলাটি ঘিরে একটি গল্প তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন মুম্বাইয়ের বিজেপি নেতা মোহিত কাম্বোজ। তাঁর অভিযোগ, শাহরুখ খানের কাছ থেকে চাঁদা আদায়ের চেষ্টা করেছেন ন্যাশনাল কংগ্রেস পার্টির (এনসিপি) কিছু মন্ত্রী। এদিকে এনসিপির মন্ত্রী নবাব মালিক অভিযোগ করেছেন, আরিয়ান গ্রেপ্তারকাণ্ডের মূল হোতা মুম্বাইয়ের বিজেপি নেতা মোহিত কম্বোজ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

কাম্বোজের দাবি, সুনিল প্যাটেল নামের এনসিপি নেতা মহারাষ্ট্র রাজ্যের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের ঘনিষ্ঠ সহযোগী। তিনি শাহরুখপুত্রের মামলার মূল হোতা। 

কাম্বোজ বলেন, সুনিল প্যাটেল স্যাম ডিসুজাকে ১ অক্টোবর একটি হোয়াটসঅ্যাপ মেসেজ দেন। সেখানে তিনি বলেন, ক্রুজ পার্টিতে ২৭ জন অবৈধ মাদক নিয়ে গেছে। বিষয়টি ভারতের নারকোটিকস কন্ট্রোল ব্যুরোকে (এনসিবি) জানাতে ডিসুজাকে বলেন প্যাটেল। এরপর ডিসুজা মাদকবিরোধী ভারতীয় সংস্থার কর্মকর্তা ভিভি সিংকে জানান। পাশাপাশি এই কাজের জন্য কিরণ গোসাভির সঙ্গে ডিসুজাকে সাক্ষাৎ করতে বলেন প্যাটেল। কিরণ গোসাভিকে নিয়ে এনসিবির কর্মকর্তারা যাতে ব্যবস্থা নেন, সেই নির্দেশও দেওয়া হয়। 

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, এনসিবির ওই তল্লাশি অভিযানের অন্যতম সাক্ষী ছিলেন কিরণ গোসাভি। এনসিবি হেফাজতে থাকাকালীন আরিয়ান খানের সঙ্গে সেলফি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিলেন তিনি। এরপর গোসাভির সঙ্গে আরিয়ানের একটা ভিডিও ভাইরাল হয়। শাহরুখপুত্রের মীমাংসার জন্য গোসাভির বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করেছেন তাঁর দেহরক্ষী হিসেবে পরিচিত প্রভাকর সইল। এই অভিযোগ ওঠার পর কিরণ গোসাভিকে পরে গ্রেপ্তার করেছে পুনে পুলিশ। 

এদিকে আজ রোববার সকালে সংবাদ সম্মেলনে বিস্ফোরক দাবি করেছেন মহরাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক। তিনি জানান, আরিয়ানের কাছে ক্রুজ পার্টিতে যোগ দেওয়ার জন্য টিকিট ছিল না। বিজেপি নেতা মোহিত কম্বোজই প্রমোদতরির মাদককাণ্ডের মাস্টারমাইন্ড। মোহিত এনসিবি কর্মকর্তা সমীর ওয়াংখেড়ের ঘনিষ্ঠ বলেও দাবি তাঁর। গত ৭ অক্টোবর সমীর ও মোহিত দুজনে ওশিওয়াড়া কবরস্থানের কাছে একান্তে দেখা করেন বলেও দাবি মন্ত্রীর। তবে সিসিটিভি না থাকায় প্রামাণ্য কোনো নথি তাঁর কাছে নেই, তা স্বীকার করে নেন নবাব মালিক। 

এদিকে সমীর ওয়াংখেড়ের বাবা ধ্যানদেব মহারাষ্ট্রের মন্ত্রীর বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করেন। এনসিবি কর্মকর্তার বাবার দাবি, ছেলের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলে ওয়াংখেড়ে পরিবারের ভাবমূর্তি নষ্ট করে দিয়েছেন নবাব মালিক। বোম্বে হাইকোর্টে মহারাষ্ট্রের মন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করে ১ কোটি ২৫ লাখ রুপি ক্ষতিপূরণ দাবি করেছেন ধ্যানদেব। এ ছাড়া তাঁর দাবি, নবাব মালিক যাতে ওয়াংখেড়ের বিরুদ্ধে আর একটি কথাও বলতে না পারেন, সে বিষয়ে আদালত নির্দেশ দিক। আগামী সোমবার এই মামলার শুনানি হবে। 

গত ২ অক্টোবর একটি পার্টি থেকে শাহরুখপুত্র আরিয়ান খানকে আটক করে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো। গত ৩০ অক্টোবর মুম্বাইয়ের আর্থার রোড জেল থেকে অবশেষে মুক্তি পেলেন হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, মাদ্রাসা সুপারসহ তিনজন আটক

মধুচন্দ্রিমায় স্বামী নিহত, কফিন জড়িয়ে হিমাশি

বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের পরিবারের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

১৬ বছর আগে নিহত শিশু ও সাত বছর ধরে প্রবাসী অষ্টগ্রামে মামলার আসামি!

এটা ছোটখাটো অপহরণ: চবির ৫ শিক্ষার্থীকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত