Ajker Patrika

বিয়ের পিঁড়িতে সোনাক্ষী সিনহা, পাত্র কে

বিনোদন ডেস্ক
আপডেট : ১০ জুন ২০২৪, ১৭: ১৯
Thumbnail image

সোনাক্ষী সিনহা প্রেম করছেন—এমন কানাঘুষো বেশ কয়েক বছর ধরেই শোনা গেছে বলিউড অন্দরে। যদিও প্রেম, বিয়ে, এসব নিয়ে কখনও কথা বলতে শোনা যায়নি সোনাক্ষীকে। এবার ভারতীয় সংবাদমাধ্যমের খবর এ মাসেই বিয়ের পিঁড়িতে বসছেন দাবাং গার্ল, কিন্তু পাত্র কে?

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউ-এর প্রতিবেদন অনুসারে, সোনাক্ষী সিনহা তাঁর প্রেমিক জহির ইকবালকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ২৩ জুন তাঁদের বিয়ের দিন ঠিক হয়েছে। গত ২ বছর ধরে সম্পর্কে রয়েছেন সোনাক্ষী ও জহির ইকবাল। দুজনের পরিবারের এই সম্পর্কে সম্মতি রয়েছে।

যদিও তাঁদের সম্পর্কের কথা খুব বেশি দিন চাপা রাখতে পারেননি সোনাক্ষী ও জহির। বলিউডের অনেক অনুষ্ঠানেই একসঙ্গে দেখা গেছে তাঁদের। কখনও হাতে হাত ধরে সিনেমা দেখতে গেছেন, কখনও বা ডিনার ডেটে। সম্প্রতি সালমানের খানের পার্টিতেও একসঙ্গে দেখা যায় তাঁদের। সোনাক্ষী-জহিরের প্রেম নিয়ে সংবাদমাধ্যমেও লেখালিখিও হয়েছে বহুবার।

সোনাক্ষী সিনহা ও জহির ইকবাল। ছবি: সংগৃহীতপ্রসঙ্গত, ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, জহির ইকবাল সোনাক্ষীর থেকে ২ বছরের ছোট। সোনাক্ষীর বয়স ৩৭, আর জাহিরের ৩৫। প্রসঙ্গত, জহির ইকবালকে ‘নোটবুক’, ‘ডবল এক্সএল’, ‘ব্লকবাস্টার’-এর মতো সিনেমায় দেখা গেছে।

সম্প্রতি, কপিল শর্মার শোয়ে ‘হীরামান্ডি’র প্রচারে এসেছিলেন সোনাক্ষী। সেসময় তাঁকে বিয়ে নিয়ে প্রশ্ন করেছিলেন কপিল। উত্তরে সোনাক্ষী বলেছিলেন, ‘কাটা ঘায়ে নুনের ছিটে! আমি কিন্তু বিয়ের জন্য প্রস্তুত।’ যদিও বুদ্ধিমত্তার সঙ্গে জহির ইকবালের প্রসঙ্গে তখন এড়িয়ে গিয়েছিলেন সোনাক্ষী।

সোনাক্ষী সিনহা ও জহির ইকবাল। ছবি: সংগৃহীতপ্রসঙ্গত, সম্প্রতি সঞ্জয় লীলা বানসালির ‘হীরামান্ডি’ ওয়েব সিরিজে প্রশংসা কুড়িয়েছেন সোনাক্ষী সিনহা। তাঁর অভিনয় নিয়ে বেশ চর্চা হয়েছে। তারই মাঝে এবার শোনা যাচ্ছে বিয়ের খবর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

রাজধানীর প্রেসক্লাব এলাকায় লিফলেট বিতরণ করল আ.লীগ

‘মধ্যমপন্থী’ দল গড়ছেন অভ্যুত্থানের নেতারা, আলোচনায় ইলিশ প্রতীক

লিবিয়ার সৈকতে ২০ জনের গলিত লাশ, সবাই বাংলাদেশি বলে ধারণা

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যু, বিচার চাইল বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত