Ajker Patrika

‘জানে দুশমন’খ্যাত বলিউড নির্মাতা রাজকুমার কোহলির মৃত্যু

বিনোদন ডেস্ক
Thumbnail image

‘জানে দুশমন’খ্যাত বলিউড পরিচালক ও প্রযোজক রাজকুমার কোহলি মারা গেছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে আজ শুক্রবার সকালে মৃত্যু হয়েছে তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। তিনি বলিউড অভিনেতা আরমান কোহলির বাবা।

প্রতিবেদন থেকে জানা যায়, শুক্রবার সকালে গোসল করার জন্য বাথরুমে গিয়েছিলেন রাজকুমার। বেশ কিছু সময় পেরিয়ে গেলেও বাইরে না আসায় এবং সাড়া না পাওয়ায় দরজা ভাঙেন ছেলে। তখন মেঝেতে লুটিয়ে পড়া অবস্থায় দেখতে পাওয়া যায় প্রখ্যাত পরিচালককে।

এদিন সন্ধ্যায় রাজ কুমারের শেষকৃত্য অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়েছে প্রতিবেদনে। এদিকে তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে ইন্ডাস্ট্রিতে।

প্রসঙ্গত, ১৯৬৩ সাল থেকে সিনেমার সঙ্গে জড়িত রাজকুমার। ‘ডুল্লা ভাট্টি’ তাঁর প্রথম ছবি। প্রেম চোপড়াকে নিয়ে ‘সপনি’ সিনেমা নির্মাণ করে নজর কাড়েন তিনি। প্রথম সিনেমা দিয়ে আলোচনায় আসার পর প্রচুর সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন।

রাজকুমার কোহলি ১৯৬৭ সালে তাঁর পরিচালিত ‘নাগিন’ সিনেমাটিও সেই সময় বেশ জনপ্রিয়তা পায়। তার পর ছেলে আরমান কোহলিকে নিয়ে আসেন অভিনয়ে। যদিও আরমান একেবারেই সাফল্য পাননি।

রাজকুমার প্রযোজিত সিনেমাগুলোর মধ্যে ‘বদলে কি আগ’, ‘নৌকর বিবি কা’, ‘রাজ তিলক’ সিনেমাগুলো সুপারহিট হয়েছিল বক্স অফিসে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থান ও পরবর্তী পরিস্থিতি নিয়ে যা বললেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম

ব্যবসা গুটিয়ে নিচ্ছেন সিরামিক শিল্পের মালিকেরা

বগুড়ায় আওয়ামী লীগের পাঁচ নেতা-কর্মী গ্রেপ্তার

নির্বাচিত সরকারের আশায় বিশ্ববিদ্যালয়ের দাবি থেকে পিছু হটলেন তিতুমীর শিক্ষার্থীরা

ফরিদপুরে মাছ ধরা নিয়ে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত