কঙ্গনা রানাওয়াতের প্রযোজনায় ‘টিকু ওয়েডস শেরু’ সিনেমায় জুনিয়র অভিনেতার ভূমিকায় দেখা যাবে নওয়াজুদ্দিনকে। ক্যারিয়ারের শুরুতে বড় চরিত্র পাওয়ার জন্য কম কষ্ট করতে হয়নি নওয়াজকে। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম এবিপি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে সেই শুরুর দিনগুলোর কথা বলেছেন নওয়াজ।
সাক্ষাৎকারে শুরুর দিনের কথা বলতে গিয়ে নওয়াজ বলেন, ‘একসময় অনেক স্ট্রাগল করতাম, সেই সময়টা বেশ দীর্ঘ ছিল, প্রায় পাঁচ-ছয় বছর। তখন যখন বাড়ি যেতাম, আমার মা-বাবা ডিসকভারি চ্যানেল দেখতেন, আর বলতেন—কুকুর, বিড়াল, হাতি ঘোড়া সবাইকেই তো টিভিতে দেখা যায়, তোকে কবে দেখা যাবে? আর আমি উত্তরে বলতাম, অপেক্ষা করো, একদিন সময় আসবে।’
নওয়াজ আরও বলেন, ‘একসময় এমনো মনে হয়েছে ফিরে যাই, কিছু হয়তো হবে না। তারপর ভাবতাম, কিন্তু ফিরে গিয়ে করবই বা কী! আর কিছু তো পারি না। ফিরে গিয়ে গ্রামের লোকজনকে কী জবাব দেব এই ভাবনাও মাথায় ঘুরত! তখন ভাবতাম, কিছু হোক না হোক, এখানেই থাকব, ফিরে যাব না।’
‘টিকু ওয়েডস শেরু’তে নওয়াজউদ্দিন সিদ্দিকীর বিপরীতে দেখা যাবে অভিনীত কউরকে। তবে নওয়াজ ও অভিনীতের মধ্যে বয়সের পার্থক্য ২৭ বছর। অভিনীতের বয়স ২০, নওয়াজের বয়স ৪৭। ইতিমধ্যে এই কারণেই আলোচনায় রয়েছে ‘টিকু ওয়েডস শেরু’ সিনেমাটি। সিনেমার ট্রেলারে ২০ বছরের অভিনীত কউরের ঠোঁটে ঠোঁট রেখে চুমু খেতে দেখা গেছে নওয়াজকে। আর এই দৃশ্য নিয়েই আলোচনা তুঙ্গে।
এদিকে সম্প্রতি ‘টিকু ওয়েডস শেরু’র ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে কঙ্গনা জানান, চিত্রনাট্য লেখারও আগে এই সিনেমায় তাঁর সঙ্গে অভিনয় করার কথা ছিল ইরফান খানের। তবে ইরফান খানের আকস্মিক মৃত্যুর পর আটকে গিয়েছিল সিনেমাটির কাজ। পরে নওয়াজউদ্দিন ও কোনও নতুন মুখকে নিয়ে এটির প্রযোজনার সিদ্ধান্ত নেন কঙ্গনা। আগামী ২৩ জুন আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে ‘টিকু ওয়েডস শেরু’ সিনেমাটি।
কঙ্গনা রানাওয়াতের প্রযোজনায় ‘টিকু ওয়েডস শেরু’ সিনেমায় জুনিয়র অভিনেতার ভূমিকায় দেখা যাবে নওয়াজুদ্দিনকে। ক্যারিয়ারের শুরুতে বড় চরিত্র পাওয়ার জন্য কম কষ্ট করতে হয়নি নওয়াজকে। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম এবিপি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে সেই শুরুর দিনগুলোর কথা বলেছেন নওয়াজ।
সাক্ষাৎকারে শুরুর দিনের কথা বলতে গিয়ে নওয়াজ বলেন, ‘একসময় অনেক স্ট্রাগল করতাম, সেই সময়টা বেশ দীর্ঘ ছিল, প্রায় পাঁচ-ছয় বছর। তখন যখন বাড়ি যেতাম, আমার মা-বাবা ডিসকভারি চ্যানেল দেখতেন, আর বলতেন—কুকুর, বিড়াল, হাতি ঘোড়া সবাইকেই তো টিভিতে দেখা যায়, তোকে কবে দেখা যাবে? আর আমি উত্তরে বলতাম, অপেক্ষা করো, একদিন সময় আসবে।’
নওয়াজ আরও বলেন, ‘একসময় এমনো মনে হয়েছে ফিরে যাই, কিছু হয়তো হবে না। তারপর ভাবতাম, কিন্তু ফিরে গিয়ে করবই বা কী! আর কিছু তো পারি না। ফিরে গিয়ে গ্রামের লোকজনকে কী জবাব দেব এই ভাবনাও মাথায় ঘুরত! তখন ভাবতাম, কিছু হোক না হোক, এখানেই থাকব, ফিরে যাব না।’
‘টিকু ওয়েডস শেরু’তে নওয়াজউদ্দিন সিদ্দিকীর বিপরীতে দেখা যাবে অভিনীত কউরকে। তবে নওয়াজ ও অভিনীতের মধ্যে বয়সের পার্থক্য ২৭ বছর। অভিনীতের বয়স ২০, নওয়াজের বয়স ৪৭। ইতিমধ্যে এই কারণেই আলোচনায় রয়েছে ‘টিকু ওয়েডস শেরু’ সিনেমাটি। সিনেমার ট্রেলারে ২০ বছরের অভিনীত কউরের ঠোঁটে ঠোঁট রেখে চুমু খেতে দেখা গেছে নওয়াজকে। আর এই দৃশ্য নিয়েই আলোচনা তুঙ্গে।
এদিকে সম্প্রতি ‘টিকু ওয়েডস শেরু’র ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে কঙ্গনা জানান, চিত্রনাট্য লেখারও আগে এই সিনেমায় তাঁর সঙ্গে অভিনয় করার কথা ছিল ইরফান খানের। তবে ইরফান খানের আকস্মিক মৃত্যুর পর আটকে গিয়েছিল সিনেমাটির কাজ। পরে নওয়াজউদ্দিন ও কোনও নতুন মুখকে নিয়ে এটির প্রযোজনার সিদ্ধান্ত নেন কঙ্গনা। আগামী ২৩ জুন আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে ‘টিকু ওয়েডস শেরু’ সিনেমাটি।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় শোকে কাতর পুরো দেশ। এমন মর্মান্তিক ঘটনায় ব্যথিত হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা সিমলাও। আজ বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় মহাখালীর রাওয়া কনভেনশন হলে গণমাধ্যমের সামনে কান্নায় ভেঙে পড়েন এই অভিনেত্রী।
৮ ঘণ্টা আগেআজ বুধবার সন্ধ্যায় ফেসবুকে নুসরাত ফারিয়া লেখেন, ‘ডিপ্রেশন আর ট্রমা কল্পনার কিছু না, এগুলো বাস্তব, নিঃশব্দ, কিন্তু ভেতর থেকে ধ্বংস করে দেয়। অনেক সময় এসব শুরু হয় ছোটবেলায়, আর একটিমাত্র ঘটনা বদলে দিতে পারে গোটা জীবন।
৯ ঘণ্টা আগেরাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ব্যান্ড তারকা নগর বাউল জেমস। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় জেমসের একটি কনসার্টের আয়ের অংশবিশেষ দেওয়া হবে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের।
১৪ ঘণ্টা আগেসীমা বিশ্বাসের চরিত্রের সাজপোশাক দেখে অনুমান করা যাচ্ছে, সিনেমায় তাঁকে শেখ হাসিনার চরিত্রে দেখা যাবে। তাঁর অভিব্যক্তি, পরনের ঢাকাই জামদানি শাড়ি এবং মাথায় ঘোমটা দেওয়ার ধরনে তেমনটাই ধারনা করা হচ্ছে।
১৫ ঘণ্টা আগে