বক্স অফিসে দাপট অব্যাহত রেখেছে দক্ষিণের জনপ্রিয় অভিনেতা প্রভাস অভিনীত ‘সালার’। বক্স অফিসের রিপোর্ট প্রদানকারী সাকনিল্কের সবশেষ হিসাব অনুযায়ী বিশ্বব্যাপী ‘সালার’ আয় করেছে ৫৫০ কোটি রুপির বেশি, সেখানে এক দিন আগে মুক্তি পাওয়া শাহরুখ খান অভিনীত ‘ডানকি’র আয় ৩০০ কোটি রুপি। গতকাল শুক্রবার বক্স অফিস থেকে ‘ডানকি’ আয় করেছে ৭ কোটি ২৫ লাখ রুপি। অন্য দিকে, ‘সালার’-এর শুক্রবারের আয় ছিল ১০ কোটি রুপি।
চলতি বছরে যেসব ভারতীয় সিনেমা বক্স অফিসে রাজত্ব করেছে, তার বেশির ভাগই ছিল অ্যাকশনধর্মী। এ বছরে দুটো হাজার কোটি রুপির সিনেমা উপহার দিয়েছেন শাহরুখ। যার দুটোই ছিল অ্য়াকশনধর্মী। এমনকি, ২০২৩-এর অন্যান্য সফল সিনেমা ‘গদর ২’, ‘অ্যানিমেল’ কিংবা ‘টাইগার ৩’ সবই অ্যাকশনধর্মী। আর এই হিসাবেই যেন এগিয়ে গেল অ্যাকশন ঘরানার সিনেমা ‘সালার’। ‘বাহুবলী ২’-এর পর আবারও একবার বড় সাফল্যের মুখ দেখলেন দক্ষিণ ভারতের অভিনেতা প্রভাস।
বিশ্বব্যাপী ইতিমধ্যেই ৫৫০কোটি রুপির বেশি আয় করেছে প্রশান্ত নীল পরিচালিত ‘সালার’। আর ভারতের বক্স অফিসে সিনেমাটির আয় ৩১৮ কোটি রুপি। হিন্দির পাশাপাশি মোট চারটি ভাষায় মুক্তি পেয়েছে ‘সালার’। এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবসা করেছে তেলুগু-ভাষায়।
তবে ভারতীয় বাণিজ্য বিশ্লেষকেরা আশা রাখছেন বছর শেষে এবং নতুন বছরের শুরুতে বক্স অফিসে রেকর্ড গড়তে পারে ‘সালার’। এর সঙ্গে আপাতত জানুয়ারি ২৫-এর আগে সেরকম কোনো বড় রিলিজও নেই ভারতে। তাই বক্স অফিসে অনেকটা সময় পেয়ে যাবে সিনেমাটি।
উল্লেখ্য, ‘সালার’ দুই বন্ধু দেব এবং ভারদাকে ঘিরে আবর্তিত হয়েছে। দুই বন্ধুর চরিত্রে প্রভাস ও পৃথ্বীরাজ সুকুমারন অভিনয় করেছেন, যারা শেষ পর্যন্ত চিরপ্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন। সিনেমাটি তেলুগু, কন্নড়, তামিল, মালায়লাম এবং হিন্দিতে মুক্তি পেয়েছে। এতে আরও অভিনয় করেছেন শ্রুতি হাসান, ঈশ্বরী রাও, জগপতি বাবু ও শ্রীয়া রেড্ডি।
বক্স অফিসে দাপট অব্যাহত রেখেছে দক্ষিণের জনপ্রিয় অভিনেতা প্রভাস অভিনীত ‘সালার’। বক্স অফিসের রিপোর্ট প্রদানকারী সাকনিল্কের সবশেষ হিসাব অনুযায়ী বিশ্বব্যাপী ‘সালার’ আয় করেছে ৫৫০ কোটি রুপির বেশি, সেখানে এক দিন আগে মুক্তি পাওয়া শাহরুখ খান অভিনীত ‘ডানকি’র আয় ৩০০ কোটি রুপি। গতকাল শুক্রবার বক্স অফিস থেকে ‘ডানকি’ আয় করেছে ৭ কোটি ২৫ লাখ রুপি। অন্য দিকে, ‘সালার’-এর শুক্রবারের আয় ছিল ১০ কোটি রুপি।
চলতি বছরে যেসব ভারতীয় সিনেমা বক্স অফিসে রাজত্ব করেছে, তার বেশির ভাগই ছিল অ্যাকশনধর্মী। এ বছরে দুটো হাজার কোটি রুপির সিনেমা উপহার দিয়েছেন শাহরুখ। যার দুটোই ছিল অ্য়াকশনধর্মী। এমনকি, ২০২৩-এর অন্যান্য সফল সিনেমা ‘গদর ২’, ‘অ্যানিমেল’ কিংবা ‘টাইগার ৩’ সবই অ্যাকশনধর্মী। আর এই হিসাবেই যেন এগিয়ে গেল অ্যাকশন ঘরানার সিনেমা ‘সালার’। ‘বাহুবলী ২’-এর পর আবারও একবার বড় সাফল্যের মুখ দেখলেন দক্ষিণ ভারতের অভিনেতা প্রভাস।
বিশ্বব্যাপী ইতিমধ্যেই ৫৫০কোটি রুপির বেশি আয় করেছে প্রশান্ত নীল পরিচালিত ‘সালার’। আর ভারতের বক্স অফিসে সিনেমাটির আয় ৩১৮ কোটি রুপি। হিন্দির পাশাপাশি মোট চারটি ভাষায় মুক্তি পেয়েছে ‘সালার’। এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবসা করেছে তেলুগু-ভাষায়।
তবে ভারতীয় বাণিজ্য বিশ্লেষকেরা আশা রাখছেন বছর শেষে এবং নতুন বছরের শুরুতে বক্স অফিসে রেকর্ড গড়তে পারে ‘সালার’। এর সঙ্গে আপাতত জানুয়ারি ২৫-এর আগে সেরকম কোনো বড় রিলিজও নেই ভারতে। তাই বক্স অফিসে অনেকটা সময় পেয়ে যাবে সিনেমাটি।
উল্লেখ্য, ‘সালার’ দুই বন্ধু দেব এবং ভারদাকে ঘিরে আবর্তিত হয়েছে। দুই বন্ধুর চরিত্রে প্রভাস ও পৃথ্বীরাজ সুকুমারন অভিনয় করেছেন, যারা শেষ পর্যন্ত চিরপ্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন। সিনেমাটি তেলুগু, কন্নড়, তামিল, মালায়লাম এবং হিন্দিতে মুক্তি পেয়েছে। এতে আরও অভিনয় করেছেন শ্রুতি হাসান, ঈশ্বরী রাও, জগপতি বাবু ও শ্রীয়া রেড্ডি।
সম্প্রতি যুক্তরাষ্ট্রে গেছেন সংগীতশিল্পী ফাহমিদা নবী। সেখান থেকে গত বুধবার সোশ্যাল মিডিয়ায় সংগীত ইন্ডাস্ট্রি নিয়ে নিজের আক্ষেপের কথা তুলে ধরলেন তিনি। জানালেন, এখন গান গাওয়া অনেক সহজ, কোনো সাধনার প্রয়োজন হয় না। চাইলেই হওয়া যায় সংগীতশিল্পী। আরও জানালেন গান এখন হয়ে গেছে দেখার...
১১ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১১ ঘণ্টা আগেদর্শক চাহিদা না থাকায় প্রথম সপ্তাহ শেষ না হতেই শাকিব খান অভিনীত ‘অন্তরাত্মা’ সিনেমাটি নামিয়ে দেওয়া হয়েছে সিনেপ্লেক্স থেকে। সিঙ্গেল স্ক্রিনেও দর্শক টানতে পারেনি সিনেমাটি। অন্তরাত্মার ভরাডুবির কারণ জানিয়ে ক্ষোভ প্রকাশ করলেন সিনেমার অন্যতম অভিনয়শিল্পী শাহেদ শরীফ খান।
১ দিন আগেদুই সপ্তাহ পার হয়ে গেলেও এখনো উৎসবের আমেজ ধরে রেখেছে ঈদের সিনেমাগুলো। প্রথমদিকে সিনেপ্লেক্সে কমসংখ্যক শো পেলেও সময়ের সঙ্গে বেড়ে চলেছে জংলির সিনেমার চাহিদা। তৃতীয় সপ্তাহ আরও বাড়ছে শোয়ের সংখ্যা।
১ দিন আগে