বিনোদন ডেস্ক
গত সোমবার মুম্বাইয়ে নিজের ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় ভারতীয় অভিনেতা, মডেল ও কাস্টিং কো-অর্ডিনেটর আদিত্য সিং রাজপুতের মরদেহ। অভিনেতার মুম্বাইয়ের আন্ধেরির অ্যাপার্টমেন্টের বাথরুমে পড়েছিল মরদেহ। এবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানা গেল আদিত্যের কানে ও মাথায় পাওয়া গেছে আঘাতের চিহ্ন।
আপাতত ময়নাতদন্তের রিপোর্টের দিকে তাকিয়ে আছে মুম্বাই পুলিশ। মুম্বাইয়ের গোরেগাওঁয়ের সিদ্ধার্থ হাসপাতালে আদিত্য সিং রাজপুতের ময়নাতদন্ত হয়েছে। পুলিশ জানিয়েছে, ‘অভিনেতার মৃত্যুর কারণ এখনো প্রকাশ করেননি চিকিৎসকেরা। ভিসেরা রিপোর্ট ইতিমধ্যেই পাঠানো হয়েছে ল্যাবে। ময়নাতদন্তের রিপোর্ট আমাদের হাতে এলে, তবেই আদিত্য সিং রাজপুতের মৃত্যুর কারণ জানা যাবে।’
এ ছাড়া পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আদিত্যর শরীরে দুটো আঘাতের চিহ্ন পাওয়া গেছে। একটা কানের ওপরে বেশ কিছু জায়গায় ক্ষত রয়েছে। অন্যদিকে তাঁর মাথাতেও আঘাতের চিহ্ন রয়েছে। তবে মুম্বাই পুলিশ মনে করছে বাথরুমে পড়ে যাওয়ার জন্যও এমন হতে পারে।
এদিকে আদিত্য সিং রাজপুতের মা ছেলের শেষকৃত্যের জন্য দিল্লি থেকে মুম্বাইয়ে উড়ে এসেছেন। প্রাথমিকভাবে যদিও দাবি করা হয়েছিল অতিরিক্ত মাদকসেবনের জন্যই আদিত্যর মৃত্যু হয়েছে, তবে মাদক সেবনের জন্য ছেলের মৃত্যুর অভিযোগকে ভিত্তিহীন বলেছেন তিনি।
আদিত্যর মা জানিয়েছেন, মৃত্যুর আগে রাত ২.১৫ নাগাদ অভিনেতাকে মোবাইল কল করেন তিনি। পরে ২.২৫ নাগাদ আদিত্য তাঁকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান।
আদিত্য ‘ক্রান্তিবীর’ এবং ‘ম্যায় গান্ধী কো নেহি মারা’-র মতো সিনেমাতেও কাজ করেছেন। এ ছাড়া তিনি ৩০০ টির বেশি বিজ্ঞাপনের অংশ হয়েছেন। অংশ নিয়েছিলেন রিয়্যালিটি শো ‘স্প্লিটসভিলা ৯’ এও। লাভ, আশিকি, কোড রেড, আওয়াজ সিজন ৯, ব্যাড বয় সিজন ৪ এর মতো টিভি প্রজেক্টেও অংশ নিয়েছেন তিনি।
গত সোমবার মুম্বাইয়ে নিজের ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় ভারতীয় অভিনেতা, মডেল ও কাস্টিং কো-অর্ডিনেটর আদিত্য সিং রাজপুতের মরদেহ। অভিনেতার মুম্বাইয়ের আন্ধেরির অ্যাপার্টমেন্টের বাথরুমে পড়েছিল মরদেহ। এবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানা গেল আদিত্যের কানে ও মাথায় পাওয়া গেছে আঘাতের চিহ্ন।
আপাতত ময়নাতদন্তের রিপোর্টের দিকে তাকিয়ে আছে মুম্বাই পুলিশ। মুম্বাইয়ের গোরেগাওঁয়ের সিদ্ধার্থ হাসপাতালে আদিত্য সিং রাজপুতের ময়নাতদন্ত হয়েছে। পুলিশ জানিয়েছে, ‘অভিনেতার মৃত্যুর কারণ এখনো প্রকাশ করেননি চিকিৎসকেরা। ভিসেরা রিপোর্ট ইতিমধ্যেই পাঠানো হয়েছে ল্যাবে। ময়নাতদন্তের রিপোর্ট আমাদের হাতে এলে, তবেই আদিত্য সিং রাজপুতের মৃত্যুর কারণ জানা যাবে।’
এ ছাড়া পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আদিত্যর শরীরে দুটো আঘাতের চিহ্ন পাওয়া গেছে। একটা কানের ওপরে বেশ কিছু জায়গায় ক্ষত রয়েছে। অন্যদিকে তাঁর মাথাতেও আঘাতের চিহ্ন রয়েছে। তবে মুম্বাই পুলিশ মনে করছে বাথরুমে পড়ে যাওয়ার জন্যও এমন হতে পারে।
এদিকে আদিত্য সিং রাজপুতের মা ছেলের শেষকৃত্যের জন্য দিল্লি থেকে মুম্বাইয়ে উড়ে এসেছেন। প্রাথমিকভাবে যদিও দাবি করা হয়েছিল অতিরিক্ত মাদকসেবনের জন্যই আদিত্যর মৃত্যু হয়েছে, তবে মাদক সেবনের জন্য ছেলের মৃত্যুর অভিযোগকে ভিত্তিহীন বলেছেন তিনি।
আদিত্যর মা জানিয়েছেন, মৃত্যুর আগে রাত ২.১৫ নাগাদ অভিনেতাকে মোবাইল কল করেন তিনি। পরে ২.২৫ নাগাদ আদিত্য তাঁকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান।
আদিত্য ‘ক্রান্তিবীর’ এবং ‘ম্যায় গান্ধী কো নেহি মারা’-র মতো সিনেমাতেও কাজ করেছেন। এ ছাড়া তিনি ৩০০ টির বেশি বিজ্ঞাপনের অংশ হয়েছেন। অংশ নিয়েছিলেন রিয়্যালিটি শো ‘স্প্লিটসভিলা ৯’ এও। লাভ, আশিকি, কোড রেড, আওয়াজ সিজন ৯, ব্যাড বয় সিজন ৪ এর মতো টিভি প্রজেক্টেও অংশ নিয়েছেন তিনি।
ফিলিস্তিনি এক অধিকারকর্মীর সঙ্গে ইসরায়েলের এক সাংবাদিকের বন্ধুত্বের গল্প ডকুমেন্টারির অন্যতম উপজীব্য। ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত চার বছর ধরে সংগ্রহ করা হয়েছে এই ডকুমেন্টারির তথ্য। পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারি, সেনাবাহিনীর নির্যাতন, দখলদারদের অত্যাচার সবকিছু ফুটিয়ে তোলা হয়েছে ডকুমেন্টারিটিতে।
১৩ ঘণ্টা আগেদ্য ব্রুটালিস্ট সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন অ্যাড্রিয়েন ব্রুডি। এমিলিয়া প্যারেজ–এর জন্য জো সালডানা এবং অ্যা রিয়েল পেইন–এর জন্য কিয়েরা কালকিন পেয়েছেন সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার।
১৫ ঘণ্টা আগেছোট পর্দার অনেক অভিনয়শিল্পী ওটিটিতে মনোযোগী হলেও ব্যতিক্রম জাহিদ হাসান। মোশাররফ করিম, চঞ্চল চৌধুরীরা ওটিটি দাপিয়ে বেড়ালেও ওয়েবে জাহিদের কাজ হাতে গোনা। সর্বশেষ দুই বছর আগে গৌতম কৌরির ওয়েব সিরিজ ‘কে’তে দেখা গিয়েছিল তাঁকে। বিরতি কাটিয়ে আবার ওটিটিতে ফিরছেন জাহিদ হাসান। ‘আমলনামা’ নামের ওয়েব ফিল্মে দেখা য
১৮ ঘণ্টা আগেআন্দোলনে গত জুলাইয়ে সারা দেশ যখন উত্তাল, সে সময় ‘চলো ভুলে যাই’ শিরোনামের গান বাঁধেন পারশা মাহজাবীন। মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে গানটি। আলোচনায় চলে আসেন পারশা। সেই পারশা প্যারিসে ইউনেসকো সদর দপ্তরে আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ২৫ বছর পূর্তির অনুষ্ঠানে গাইলেন।
১৮ ঘণ্টা আগে