Ajker Patrika

হাফপ্যান্ট পরে মন্দিরে, কটাক্ষের শিকার একতা কাপুর

আপডেট : ০২ আগস্ট ২০২৩, ১১: ৪৩
হাফপ্যান্ট পরে মন্দিরে, কটাক্ষের শিকার একতা কাপুর

আবারও পোশাক নিয়ে নেটিজেনদের কটাক্ষের মুখে পড়েছেন বলিউডের অন্যতম সফল পরিচালক ও প্রযোজক একতা কাপুর। গতকাল মঙ্গলবার হাফপ্যান্ট পরে মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়েছিলেন তিনি। সেই ভিডিও প্রকাশ্যে আসতেই চরম কটাক্ষের মুখে পড়েছেন একতা।

গতকাল মঙ্গলবার প্রকাশ পেয়েছে একতা কাপুর প্রযোজিত ‘ড্রিম গার্ল ২’ সিনেমার ট্রেলার। আয়ুষ্মান খুরানা অভিনীত সিনেমার জন্য প্রার্থনা করতেই সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়েছিলেন তিনি। কিন্তু হিতে হলো বিপরীত, পোশাকের জন্য নেটিজেনদের একাংশের রোষানলে পড়লেন তিনি।

নেটিজেনদের একজন লিখেছেন, ‘ঈশ্বরের সামনে পুরো পোশাক পরে যাওয়া উচিত’; ‘মন্দিরে গেছেন, না মর্নিং ওয়াকে?’  একতার ভিডিওতে এমন মন্তব্য করেছেন একজন। একজন আবার লিখেছেন, ‘দর্শন করতে গিয়েছিলেন, না দর্শন করাতে? শর্টস পরে মন্দিরে? বিরক্তিকর।’

‘ড্রিম গার্ল ২’ সিনেমার পোস্টারপ্রসঙ্গত, ২০১৯ সালে মুক্তি পেয়েছিল একতা প্রযোজিত ‘ড্রিম গার্ল’। সেখানে আয়ুষ্মান খুরানার বিপরীতে দেখা গিয়েছিল নুসরাত ভারুচাকে। ব্যবসাসফল সিনেমাটি বক্স অফিসে ২০০ কোটি রুপির গণ্ডি পার করেছিল।

 ‘ড্রিম গার্ল’-এর পর ‘ড্রিম গার্ল ২’ও পরিচালনা করেছেন রাজ শান্ডিল্য। সিনেমাটিতে এবার আয়ুষ্মানের বিপরীতে অভিনয় করেছেন অনন্যা পান্ডে। সিনেমাটিতে আয়ুষ্মানে বাবার ভূমিকায় অন্নু কাপুরই রয়েছেন। এ ছাড়া সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রাজপাল যাদব, আসরানি, সীমা পাহওয়াস, মনোজ জোশী, পরেশ রাওয়াল ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী ২৫ আগস্ট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত