Ajker Patrika

যুব নেতা ফাহাদকে বিয়ে করলেন স্বরা ভাস্কর

যুব নেতা ফাহাদকে বিয়ে করলেন স্বরা ভাস্কর

বিয়ে করেছেন ভারতীয় অভিনেত্রী স্বরা ভাস্কর। আজ বৃহস্পতিবার ইনস্টাগ্রামে বিয়ের ভিডিও প্রকাশ করেছেন তিনি। সমাজবাদী পার্টির যুব নেতা ফাহাদ আহমেদের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন অভিনেত্রী। গত ৬ জানুয়ারি তাঁরা বিয়ের নথিপত্র আদালতে দাখিল করেন। 

প্রকাশিত ভিডিওর ক্যাপশনে স্বরা লিখেছেন, ‘কখনো কখনো আপনি এমন কিছু খুঁজছেন যা আপনার পাশেই আছে। আমরা ভালোবাসা খুঁজছিলাম, কিন্তু আমরা প্রথমে বন্ধুত্ব খুঁজে পেয়েছি। এরপর আমরা একে অপরকে খুঁজে পেলাম! আমার হৃদয়ে তোমাকে স্বাগতম ফাহাদ। এখানে অনেক বিশৃঙ্খলা, কিন্তু এই মন তোমার।’ 

বিশেষ দিনটির একাধিক মুহূর্তও শেয়ার করেছেন স্বরা। বিয়ের রেজিস্ট্রির ফর্মে সইয়ের মুহূর্তও শেয়ার করেছেন। বিয়ের সময় অভিভাবকদের জড়িয়ে স্বরার কাঁদার মুহূর্তও রয়েছে সেখানে। 

ভিডিও শেয়ার করে ফাহাদ লিখেছেন, ‘আমি কখনই জানতাম না বিশৃঙ্খলাও এত সুন্দর হতে পারে। আমাকে ভালোবাসার জন্য ধন্যবাদ।’ 

এর আগে দুজনকে একসঙ্গে বিভিন্ন রাজনৈতিক মঞ্চে দেখা গিয়েছিল। তবে রাজনীতির মঞ্চেই তাঁদের প্রথম দেখা। সেটি অবশ্য দুজনের কথায় ‘বিশৃঙ্খলা’ শব্দটি ব্যবহারের মধ্যেই স্পষ্ট। 

এই যুগলের প্রথম দেখা হয় ২০২০ সালের জানুয়ারিতে। তখন সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে উত্তাল ভারত। সেই আন্দোলনে শামিল ছিলেন অন্য অনেক তারকার মধ্যে স্বরা ভাস্করও। সেই আন্দোলনেই ফাহাদের সঙ্গে পরিচয় স্বরার। 

এর আগে স্বরা ইনস্টাগ্রামে বিভিন্ন সময় প্রেমের আভাস দিয়েছেন। গত মাসে একটি ইনস্টাগ্রাম পোস্টে সম্পর্কের আভাস দেন স্বরা। তবে পুরুষটির মুখ অস্পষ্ট ছিল। 

বলিউড পাড়ায় স্বরাকে নিয়ে ছিল নানা গুঞ্জন। লেখক হিমাংশু শর্মার সঙ্গে প্রেম করছেন তিনি—অনেকেরই এমন ধারণা ছিল। 

বিয়ের খবর প্রকাশের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছার বন্যায় ভেসে যাচ্ছেন অভিনেত্রী। 

ভারতীয় অভিনেত্রী স্বরা ভাস্করের সঙ্গে যুব নেতা ফাহাদ আহমেদ। ছবি: ইনস্টাগ্রামস্বরাকে সর্বশেষ দেখা গেছে ‘জাহান চার ইয়ার’ সিনেমাতে। গত বছরের ১৬ সেপ্টেম্বর এটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় সেটি। স্বরা ভাস্কর ছাড়াও পূজা চোপড়া, মেহের ভিজ এবং শিখা তালসানিয়া এতে অভিনয় করেন। 

স্বরা ভাস্করের জন্ম ১৯৮৮ সালের ৯ এপ্রিল। তিনি মূলত স্বাধীন চলচ্চিত্রে অভিনয়ের জন্য বেশি পরিচিত। দুটি স্ক্রিন অ্যাওয়ার্ড জিতেছেন এবং তিনটি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন। 

 ২০০৯ সালে ‘মাধোলাল কিপ ওয়াকিং’ সিনেমায় সহ–অভিনেত্রী হিসেবে চলচ্চিত্রে অভিষেক হয় স্বরার। অবশ্য সেটি বাণিজ্যিকভাবে ব্যর্থ হয়। বাণিজ্যিকভাবে সফল প্রথম সিনেমা রোমান্টিক কমেডি ‘তনু ওয়েডস মনু’। মুক্তি পায় ২০১১ সালে। এতে পার্শ্ব চরিত্রে অভিনয়ের জন্য ব্যাপক পরিচিতি পান। সেরা পার্শ্ব অভিনেত্রীর জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে মনোনয়ন পান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্বে ১৮৬ দেশের মধ্যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ মাত্র একটি: গবেষণা

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন প্রধান বিচারপতি

একচেটিয়া ভাতা লেনদেনের সুবিধা হারাচ্ছে ‘নগদ’

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগের নাটক সাজানো হয়: গয়েশ্বর চন্দ্র রায়

আপনার ছেলেমানুষি মানায় না: প্রধান উপদেষ্টার উদ্দেশে দুদু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত