বিনোদন ডেস্ক
ভারতের জনপ্রিয় অভিনেতা মনোজ বাজপেয়ি তাঁর অভিনয় দক্ষতার ছাপ রেখেছেন প্রতিটি কাজেই। তবে ‘দ্য ফ্যামিলি ম্যান’ ওয়েব সিরিজে অভিনয়ের পর থেকে সাম্প্রতিক সময়ে বেশি আলোচনায় এসেছেন তিনি। কিন্তু সাম্প্রতিক এক সাক্ষাৎকারে নিজের পারিশ্রমিক নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন মনোজ। তাঁর কথায়, ‘দ্য ফ্যামিলি ম্যান’-এ কাজের জন্য যে পরিমাণ পারিশ্রমিক তাঁর পাওয়া উচিত ছিল, তা তিনি পাননি। সাম্প্রতিক তাঁর এক সাক্ষাৎকারের বরাত দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস।
সাক্ষাৎকারে মনোজ বাজপেয়িকে প্রশ্ন করা হয়, দ্য ফ্যামিলি ম্যান-এ তিনি কি শাহরুখ, সালমানদের মতো পারিশ্রমিক পেয়েছেন? আর এমন প্রশ্নেই কিছুটা বিরক্ত মনোজ বাজপেয়ি ক্ষোভ ঝেড়েছেন। তিনি বলেন, ‘এখানে শ্রম বড়ই সস্তা। আমি শোয়ের জন্য বড় তারকাদের মতো পারিশ্রমিক পাচ্ছি না।’
তিনি আরও বলেন, ‘এই ওটিটি-র মানুষগুলোও বলিউডের নিয়মিত প্রযোজকদের মতোই খারাপ। ওরা নাকি বড় তারকাদের অনেক টাকা দেবেন। অথচ, ফ্যামিলি ম্যান-এর জন্য যে টাকা আমার পাওয়া উচিত তা আমি পাইনি। এখনই যদি কোনও বিদেশি শ্বেতাঙ্গ অভিনেতা আসেন, তাহলে ওরা অনেক টাকা ঢালতে রাজি হয়ে যাবেন। চীনে যেমন ব্র্যান্ডের কারখানা আছে বলে ওখানে শ্রমের কোনও দাম নেই, তেমনই এখানে শ্রমের কোনও দাম নেই। একই জায়গায় যদি, জ্যাক রায়ান অভিনেতারা এসে কাজ করতেন, তখন দেখতাম অনেক টাকা দেওয়া হচ্ছে।’
মনোজ বাজপেয়ির কথায়, ‘গালি গুলিয়া’ এবং ‘ভোঁসলে’র মতো সিনেমায় কাজ করে কেউ প্রচুর টাকা রোজগার করতে পারেন না।
প্রসঙ্গত, রাজ ও ডিকে-এর দ্য ফ্যামিলি ম্যান-এ মনোজ বাজপেয়িকে মুখ্য চরিত্রে একজন গোপন গুপ্তচরের ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে। সিরিজটির দুটি সিজনই সফলতা পেয়েছে। আমাজন প্রাইম ভিডিওর এই শোটি সম্প্রতি আইএমডিবি-র তালিকায় জনপ্রিয় শোগুলির মধ্যে চতুর্থ স্থানে রয়েছে।
মনোজকে সর্বশেষ দেখা গেছে ‘শির্ফ এক বান্দা কাফি হ্যায়’তে। এরপর অভিনেতাকে দেখা যাবে ‘স্যুপ’, ‘ডিসপ্যাচ’ ও ‘জোরাম’-এ।
ভারতের জনপ্রিয় অভিনেতা মনোজ বাজপেয়ি তাঁর অভিনয় দক্ষতার ছাপ রেখেছেন প্রতিটি কাজেই। তবে ‘দ্য ফ্যামিলি ম্যান’ ওয়েব সিরিজে অভিনয়ের পর থেকে সাম্প্রতিক সময়ে বেশি আলোচনায় এসেছেন তিনি। কিন্তু সাম্প্রতিক এক সাক্ষাৎকারে নিজের পারিশ্রমিক নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন মনোজ। তাঁর কথায়, ‘দ্য ফ্যামিলি ম্যান’-এ কাজের জন্য যে পরিমাণ পারিশ্রমিক তাঁর পাওয়া উচিত ছিল, তা তিনি পাননি। সাম্প্রতিক তাঁর এক সাক্ষাৎকারের বরাত দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস।
সাক্ষাৎকারে মনোজ বাজপেয়িকে প্রশ্ন করা হয়, দ্য ফ্যামিলি ম্যান-এ তিনি কি শাহরুখ, সালমানদের মতো পারিশ্রমিক পেয়েছেন? আর এমন প্রশ্নেই কিছুটা বিরক্ত মনোজ বাজপেয়ি ক্ষোভ ঝেড়েছেন। তিনি বলেন, ‘এখানে শ্রম বড়ই সস্তা। আমি শোয়ের জন্য বড় তারকাদের মতো পারিশ্রমিক পাচ্ছি না।’
তিনি আরও বলেন, ‘এই ওটিটি-র মানুষগুলোও বলিউডের নিয়মিত প্রযোজকদের মতোই খারাপ। ওরা নাকি বড় তারকাদের অনেক টাকা দেবেন। অথচ, ফ্যামিলি ম্যান-এর জন্য যে টাকা আমার পাওয়া উচিত তা আমি পাইনি। এখনই যদি কোনও বিদেশি শ্বেতাঙ্গ অভিনেতা আসেন, তাহলে ওরা অনেক টাকা ঢালতে রাজি হয়ে যাবেন। চীনে যেমন ব্র্যান্ডের কারখানা আছে বলে ওখানে শ্রমের কোনও দাম নেই, তেমনই এখানে শ্রমের কোনও দাম নেই। একই জায়গায় যদি, জ্যাক রায়ান অভিনেতারা এসে কাজ করতেন, তখন দেখতাম অনেক টাকা দেওয়া হচ্ছে।’
মনোজ বাজপেয়ির কথায়, ‘গালি গুলিয়া’ এবং ‘ভোঁসলে’র মতো সিনেমায় কাজ করে কেউ প্রচুর টাকা রোজগার করতে পারেন না।
প্রসঙ্গত, রাজ ও ডিকে-এর দ্য ফ্যামিলি ম্যান-এ মনোজ বাজপেয়িকে মুখ্য চরিত্রে একজন গোপন গুপ্তচরের ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে। সিরিজটির দুটি সিজনই সফলতা পেয়েছে। আমাজন প্রাইম ভিডিওর এই শোটি সম্প্রতি আইএমডিবি-র তালিকায় জনপ্রিয় শোগুলির মধ্যে চতুর্থ স্থানে রয়েছে।
মনোজকে সর্বশেষ দেখা গেছে ‘শির্ফ এক বান্দা কাফি হ্যায়’তে। এরপর অভিনেতাকে দেখা যাবে ‘স্যুপ’, ‘ডিসপ্যাচ’ ও ‘জোরাম’-এ।
মঞ্চে গান গাওয়ার সময় উদিত নারায়ণ এক তরুণীর ঠোঁটে চুমু দেন। সেই ভিডিও এখন ভাইরাল। এ নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া। প্রবীণ গায়কের এমন আচরণে ক্ষিপ্ত নেটিজেনরা। কেউ আবার ভারতীয় সভ্য় সংস্কৃতির কথা মনে করিয়ে দিচ্ছেন।
৪ ঘণ্টা আগেভারতীয় বিনোদন দুনিয়ায় সংগীত রিয়েলিটি শো নিয়ে সুনিধি চৌহানের পর এবার বিস্ফোরক মন্তব্য করলেন কৈলাস খের। সংগীতের রিয়েলিটি শোর নামে ভেলপুরি বিক্রি করছে বলে মন্তব্য করেছেন তিনি। হঠাৎ কেন এমন মন্তব্য এই গায়কের?
৫ ঘণ্টা আগেপলিটিক্যাল থ্রিলার গল্পে গোলাপ নামের সিনেমা বানাচ্ছেন সামছুল হুদা। গত মাসের শেষ দিকে এ সিনেমার নায়ক নিরব হোসেনের ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে ঘোষণা দেওয়া হয়েছিল সিনেমার। তবে জানানো হয়নি নায়িকার নাম। অবশেষে জানা গেল গোলাপে নিরবের নায়িকা হচ্ছেন পরীমণি।
৮ ঘণ্টা আগেপ্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে যাচ্ছেন নাট্যজন মামুনুর রশীদ। তাঁর বিভিন্ন নাট্যকর্মে সমাজতাত্ত্বিক, রাজনৈতিক দর্শন ও শিল্পদর্শন একীভূত হয়েছে। নাট্যচর্চার পাশাপাশি নিয়মিত লেখালেখি করেন তিনি। প্রবন্ধ, উপন্যাসের পাশাপাশি নিয়মিত পত্রিকায়ও প্রকাশ হয় তাঁর লেখা। আজকের পত্রিকায় লেখা তাঁর...
৯ ঘণ্টা আগে