Ajker Patrika

শিল্পা শেঠির বাংলোয় ডাকাতি, আটক ২

আপডেট : ১৫ জুন ২০২৩, ১৭: ৫০
শিল্পা শেঠির বাংলোয় ডাকাতি, আটক ২

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির বাংলো বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে এ ঘটনায় আজ দুজনকে আটক করেছে মুম্বাই পুলিশ।

প্রতিবেদনে জানা যায়, গত সপ্তাহে শিল্পার জুহুর বাংলো থেকে চুরি হয় বেশ কিছু বহুমূল্য জিনিসপত্র। টের পেয়েই তড়িঘড়ি করে স্থানীয় জুহু থানায় অভিযোগ করেন অভিনেত্রী। এরপরই তদন্তে নামে মুম্বাই পুলিশ। কে বা কারা শিল্পা শেঠির বাড়িতে এই ডাকাতি চালাল, সেই সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ না করলেও আজ বৃহস্পতিবার দুজনকে আটক করেছে পুলিশ। শিল্পার বাড়িতে ডাকাতির ঘটনার ওই দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে বলে জানিয়েছে মুম্বাই পুলিশ।

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। ছবি: ইনস্টাগ্রামকয়েক দিন ধরে বলিউডপাড়ায় একের পর এক তারকার বাড়িতে চুরি-ডাকাতির ঘটনা ঘটছে। কারও লকার থেকে উধাও হচ্ছে লাখ লাখ রুপি। আবার কারও বাড়ি থেকে চুরি হচ্ছে বহুমূল্য গয়না। কয়েক দিন আগেই জ্যাকি শ্রফের স্ত্রী আয়েশার টাকা চুরি হয়েছিল। সালমান খানের বোন অর্পিতার বাড়ি থেকেও চুরি হয় হিরের গয়না।

প্রসঙ্গত, জুনের ৮ তারিখে জন্মদিন পালন করেছেন বলিউড অভিনেত্রী। বর্তমানে পরিবারের সঙ্গে ইতালিতে ছুটি কাটাচ্ছেন শিল্পা শেঠি।

উল্লেখ্য, ২০২১ সালে ‘হাঙ্গামা ২’ সিনেমা দিয়েই ১৪ বছর পর পর্দায় প্রত্যাবর্তন করেছেন শিল্পা। যদিও স্বামী রাজ কুন্দ্রার পর্নো-কাণ্ডের জেরে সেই মুখ থুবড়ে পড়ে। এরপর রোহিত শেঠি পরিচালিত ‘সুখী’ সিরিজের মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মে পা রাখতে চলেছেন তিনি। যেখানে পুলিশের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে শিল্পাকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত