দেখতে দেখতে তিন বছর পার হয়ে গেল বলিউড অভিনেতা ইরফান খান নেই। ২০২০ সালের ২৯ এপ্রিল মাত্র ৫৩ বছর বয়সে প্রয়াত হয়েছিলেন তিনি। তাঁর অকালমৃত্যুতে শুধু তাঁর পরিবার নয়, সমগ্র চলচ্চিত্র বিশ্ব ডুবে গিয়েছিল এক গভীর শোকে। অসংখ্য অনুরাগীর কাছে তিনি এখনো জীবন্ত তাঁর কাজের মধ্য দিয়ে। ইরফানের মৃত্যুর পরই অভিনয়ে আসেন তাঁর পুত্র বাবিল খান। অনেকই তাঁর অভিনয়ে বাবার ছায়া খুঁজে পেয়েছেন।
ইরফানের মৃত্যুর পর দেওয়া একাধিক সাক্ষাৎকারে বাবার স্মৃতি ও অজানা কথা সামনে এনেছেন বাবিল। এবার মা সুতপা শিকদারকে নিয়ে অজানা কিছু কথা বলেছেন। জানিয়েছেন, বাবা ইরফানের ক্যারিয়ারের জন্য নিজের স্বপ্ন জলাঞ্জলি দিয়েছিলেন তাঁর মা সুতপা।
জিকিউকে দেওয়া এক সাক্ষাৎকারে বাবিল জানিয়েছেন, নিজের বড় বড় স্বপ্ন থাকা সত্ত্বেও তাঁর মা সুতপা সেগুলো সরিয়ে বাবা ইরফান খানের স্বপ্নকে বেশি গুরুত্ব দিয়েছেন। একই সঙ্গে বাবিল আরও জানিয়েছেন, ইরফান কখনো সবার সামনে তাঁর মায়ের এই কৃতিত্ব নিয়ে কথা বলেননি। এমনকি বাবিল এ-ও জানিয়েছেন, সুতপার সাপোর্ট ছাড়া ইরফান কখনোই এই জায়গায় পৌঁছাতে পারতেন না।
বাবিল বলেন, ‘নিজের সমস্ত স্বপ্ন জলাঞ্জলি দিয়ে স্বামী ও সন্তানের উন্নতিতে সঙ্গ দেওয়া সত্যিই খুব কঠিন এবং সাহসী পদক্ষেপ। কিন্তু আমার মা এই পদক্ষেপ নিয়েছেন। মাকে ছাড়া বাবা এত দূর এগোতে পারতেন না।’ এর পরই বাবিল জানিয়েছেন, ক্যানসারের সঙ্গে লড়াই করার সময় তাঁর সাফল্যে সুতপার গুরুত্ব সবার সামনে স্বীকার করেছিলেন ইরফান।
উল্লেখ্য, যশরাজ ফিল্মসের ওয়েব সিরিজ ‘দ্য রেলওয়ে ম্যান’-এ ইরফানপুত্র বাবিল খানের অভিনয়ে প্রশংসা কুড়িয়েছেন। ১৯৮৪ সালের ভোপাল গ্যাস ট্র্যাজেডির ওপর ভিত্তি করে সিরিজটি পরিচালনা করছেন চলচ্চিত্র নির্মাতা শিব রাওয়াইল। এতে আরও অভিনয় করবেন অভিনেতা কে কে মেনন, আর মাধবন ও দিব্যেন্দু।
দেখতে দেখতে তিন বছর পার হয়ে গেল বলিউড অভিনেতা ইরফান খান নেই। ২০২০ সালের ২৯ এপ্রিল মাত্র ৫৩ বছর বয়সে প্রয়াত হয়েছিলেন তিনি। তাঁর অকালমৃত্যুতে শুধু তাঁর পরিবার নয়, সমগ্র চলচ্চিত্র বিশ্ব ডুবে গিয়েছিল এক গভীর শোকে। অসংখ্য অনুরাগীর কাছে তিনি এখনো জীবন্ত তাঁর কাজের মধ্য দিয়ে। ইরফানের মৃত্যুর পরই অভিনয়ে আসেন তাঁর পুত্র বাবিল খান। অনেকই তাঁর অভিনয়ে বাবার ছায়া খুঁজে পেয়েছেন।
ইরফানের মৃত্যুর পর দেওয়া একাধিক সাক্ষাৎকারে বাবার স্মৃতি ও অজানা কথা সামনে এনেছেন বাবিল। এবার মা সুতপা শিকদারকে নিয়ে অজানা কিছু কথা বলেছেন। জানিয়েছেন, বাবা ইরফানের ক্যারিয়ারের জন্য নিজের স্বপ্ন জলাঞ্জলি দিয়েছিলেন তাঁর মা সুতপা।
জিকিউকে দেওয়া এক সাক্ষাৎকারে বাবিল জানিয়েছেন, নিজের বড় বড় স্বপ্ন থাকা সত্ত্বেও তাঁর মা সুতপা সেগুলো সরিয়ে বাবা ইরফান খানের স্বপ্নকে বেশি গুরুত্ব দিয়েছেন। একই সঙ্গে বাবিল আরও জানিয়েছেন, ইরফান কখনো সবার সামনে তাঁর মায়ের এই কৃতিত্ব নিয়ে কথা বলেননি। এমনকি বাবিল এ-ও জানিয়েছেন, সুতপার সাপোর্ট ছাড়া ইরফান কখনোই এই জায়গায় পৌঁছাতে পারতেন না।
বাবিল বলেন, ‘নিজের সমস্ত স্বপ্ন জলাঞ্জলি দিয়ে স্বামী ও সন্তানের উন্নতিতে সঙ্গ দেওয়া সত্যিই খুব কঠিন এবং সাহসী পদক্ষেপ। কিন্তু আমার মা এই পদক্ষেপ নিয়েছেন। মাকে ছাড়া বাবা এত দূর এগোতে পারতেন না।’ এর পরই বাবিল জানিয়েছেন, ক্যানসারের সঙ্গে লড়াই করার সময় তাঁর সাফল্যে সুতপার গুরুত্ব সবার সামনে স্বীকার করেছিলেন ইরফান।
উল্লেখ্য, যশরাজ ফিল্মসের ওয়েব সিরিজ ‘দ্য রেলওয়ে ম্যান’-এ ইরফানপুত্র বাবিল খানের অভিনয়ে প্রশংসা কুড়িয়েছেন। ১৯৮৪ সালের ভোপাল গ্যাস ট্র্যাজেডির ওপর ভিত্তি করে সিরিজটি পরিচালনা করছেন চলচ্চিত্র নির্মাতা শিব রাওয়াইল। এতে আরও অভিনয় করবেন অভিনেতা কে কে মেনন, আর মাধবন ও দিব্যেন্দু।
বিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
৬ ঘণ্টা আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
৬ ঘণ্টা আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
৬ ঘণ্টা আগেকালজয়ী রূপকথা ‘স্নো হোয়াইট’কে নতুনভাবে পর্দায় নিয়ে এসেছে ডিজনি। প্রায় ২৭০ মিলিয়ন ডলার বাজেটে তৈরি হয়েছে স্নো হোয়াইট। ডিজনির অন্যতম ব্যয়বহুল এই মিউজিক্যাল ফ্যান্টাসি মুক্তির আগে থেকেই নানা বিতর্কে জড়িয়েছিল। গত ২১ মার্চে মুক্তির পর বিতর্ক বেড়েছে আরও।
৬ ঘণ্টা আগে