Ajker Patrika

বাবার জন্য নিজের স্বপ্ন জলাঞ্জলি দেন মা: ইরফানপুত্র বাবিল

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ১৫: ১৭
বাবার জন্য নিজের স্বপ্ন জলাঞ্জলি দেন মা: ইরফানপুত্র বাবিল

দেখতে দেখতে তিন বছর পার হয়ে গেল বলিউড অভিনেতা ইরফান খান নেই। ২০২০ সালের ২৯ এপ্রিল মাত্র ৫৩ বছর বয়সে প্রয়াত হয়েছিলেন তিনি। তাঁর অকালমৃত্যুতে শুধু তাঁর পরিবার নয়, সমগ্র চলচ্চিত্র বিশ্ব ডুবে গিয়েছিল এক গভীর শোকে। অসংখ্য অনুরাগীর কাছে তিনি এখনো জীবন্ত তাঁর কাজের মধ্য দিয়ে। ইরফানের মৃত্যুর পরই অভিনয়ে আসেন তাঁর পুত্র বাবিল খান। অনেকই তাঁর অভিনয়ে বাবার ছায়া খুঁজে পেয়েছেন।

ইরফানের মৃত্যুর পর দেওয়া একাধিক সাক্ষাৎকারে বাবার স্মৃতি ও অজানা কথা সামনে এনেছেন বাবিল। এবার মা সুতপা শিকদারকে নিয়ে অজানা কিছু কথা বলেছেন। জানিয়েছেন, বাবা ইরফানের ক্যারিয়ারের জন্য নিজের স্বপ্ন জলাঞ্জলি দিয়েছিলেন তাঁর মা সুতপা।

জিকিউকে দেওয়া এক সাক্ষাৎকারে বাবিল জানিয়েছেন, নিজের বড় বড় স্বপ্ন থাকা সত্ত্বেও তাঁর মা সুতপা সেগুলো সরিয়ে বাবা ইরফান খানের স্বপ্নকে বেশি গুরুত্ব দিয়েছেন। একই সঙ্গে বাবিল আরও জানিয়েছেন, ইরফান কখনো সবার সামনে তাঁর মায়ের এই কৃতিত্ব নিয়ে কথা বলেননি। এমনকি বাবিল এ-ও জানিয়েছেন, সুতপার সাপোর্ট ছাড়া ইরফান কখনোই এই জায়গায় পৌঁছাতে পারতেন না।

মা-বাবার সঙ্গে বাবিল।বাবিল বলেন, ‘নিজের সমস্ত স্বপ্ন জলাঞ্জলি দিয়ে স্বামী ও সন্তানের উন্নতিতে সঙ্গ দেওয়া সত্যিই খুব কঠিন এবং সাহসী পদক্ষেপ। কিন্তু আমার মা এই পদক্ষেপ নিয়েছেন। মাকে ছাড়া বাবা এত দূর এগোতে পারতেন না।’ এর পরই বাবিল জানিয়েছেন, ক্যানসারের সঙ্গে লড়াই করার সময় তাঁর সাফল্যে সুতপার গুরুত্ব সবার সামনে স্বীকার করেছিলেন ইরফান।

উল্লেখ্য, যশরাজ ফিল্মসের ওয়েব সিরিজ ‘দ্য রেলওয়ে ম্যান’-এ ইরফানপুত্র বাবিল খানের অভিনয়ে প্রশংসা কুড়িয়েছেন। ১৯৮৪ সালের ভোপাল গ্যাস ট্র্যাজেডির ওপর ভিত্তি করে সিরিজটি পরিচালনা করছেন চলচ্চিত্র নির্মাতা শিব রাওয়াইল। এতে আরও অভিনয় করবেন অভিনেতা কে কে মেনন, আর মাধবন ও দিব্যেন্দু।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিয়ের আসরে কনে বদল, মেয়ের জায়গায় মা

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

বদলির পর ঠাকুরগাঁওয়ের ওসির পোস্ট: ‘বুঝলে বুঝ, না বুঝলে খেয়ে নে তরমুজ’

এক ফ্যাসিস্ট নেত্রীর পাল্লায় পড়ে পুলিশ খারাপ হয়েছিল: এসপি

কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে দ্বন্দ্বের প্রসঙ্গ বাংলাদেশের কাছে তুলল পাকিস্তান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত