Ajker Patrika

আমাজন প্রাইমে ছবি দেখতে খরচ বেড়েছে

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ২০: ৪৮
আমাজন প্রাইমে ছবি দেখতে খরচ বেড়েছে

ভারতে বাড়ছে আমাজন প্রাইমের মেম্বারশিপের দাম। আজ (১৩ ডিসেম্বর) থেকেই চালু হচ্ছে এই নতুন মূল্যতালিকা। আমাজন প্রাইমের অফিশিয়াল সাইটে ইতিমধ্যেই নতুন দামের তালিকা প্রকাশ করা হয়েছে। আজ থেকে ৯৯৯ টাকার মেম্বারশিপ বেড়ে হয়েছে ১৪৯৯ টাকা। এক বছরের সাবস্ক্রিপশনের জন্য খরচ করতে হবে আগের তুলনায় ৫০০ টাকা বেশি।

অন্যদিকে, আমাজন প্রাইমের তিন মাসের সাবস্ক্রিপশনের খরচ ছিল ৩২৯ টাকা। আজ থেকে সেটার দাম বেড়ে হয়েছে ৪৫৯ টাকা। মাসিক মেম্বারশিপের দাম ১২৯ টাকার বদলে হবে ১৭৯ টাকা। ১৩ ডিসেম্বরের পর থেকে মেম্বারশিপকে রিনিউ করাতে হবে নতুন দামে।

আমাজন প্রাইম ১২ ডিসেম্বর পর্যন্ত ৭৪৯ টাকায় ‘ইয়ুথ’ মেম্বারশিপ অফার করত। সাধারণত যেসব ইউজারের বয়স ১৮ থেকে ২৪ বছরের মধ্যে তারা এই সুবিধা উপভোগ করতে পারতেন। ১৩ ডিসেম্বরের পর থেকে এই বার্ষিক মেম্বারশিপের নতুন দাম হয়েছে ৮৯৯ টাকা।

আমাজন গত পাঁচ বছর ধরে একই পরিমাণ চার্জ করছে এবং এই মূল্য বৃদ্ধির জন্য কোনো বিস্তারিতভাবে জানানো হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত