বিনোদন ডেস্ক
প্রতি বছর ঈদে বান্দ্রার গ্যালাক্সি আবাসনের সামনে জড়ো হন ভক্তরা। সালমান খানকে এক নজর দেখার জন্য অপেক্ষায় থাকেন সবাই। নিরাপত্তা ইস্যুতে গত বছর মুখ দেখাননি অভিনেতা। তবে এ বছর আর অনুরাগীদের ফেরালেন না বলিউড ভাইজান। নিজের আবাসনের বারান্দায় প্রায় মাস তিনেক বাদে দেখা গেল তাঁকে।
এলেন, হাত নাড়লেন, ছুড়ে দিলেন চুমু। অন্যান্য বছর গ্যালাক্সির বারান্দা থেকে বাবা সেলিম খানকে পাশে নিয়ে অনুরাগীদের দেখা দেন সালমান। এবার আর গ্যালাক্সির খালি বারান্দায় নয়, বরং বুলেটপ্রুফ কাঁচের আড়াল থেকেই ভক্তদের দেখা দিলেন তিনি। পরনে ছিল সাদা কুর্তা-পাজামা। তাঁর সঙ্গে ছিল সালমানের বোন অর্পিতার দুই সন্তান আয়াত ও আহিল। মামার দেখাদেখি হাত নাড়ল তারাও।
অন্যদিকে, আমিরও সাদা পাঞ্জাবি পরে এসেছিলেন ভক্তদের সঙ্গে দেখা করতে। এ সময় তাঁর সঙ্গে ছিলেন দুই ছেলে জুনায়েদ ও আজাদ। ভক্তদের মধ্যে নিজ হাতে মিষ্টি বিতরণ করেন আমির খান। জানা গেছে, প্রাক্তন দুই স্ত্রী রীনা ও কিরণও এদিন এসেছিলেন তাঁর বাড়িতে। প্রাক্তন ও বর্তমান সবাইকে নিয়ে খুশির ঈদ পালন করেছেন অভিনেতা।
আমির, সালমান—দুই খান প্রকাশ্যে এলেও দিনভর আড়ালে রইলেন শাহরুখ খান। মান্নাতের ছাদে দাঁড়িয়ে হাত নাড়েন শাহরুখ, প্রতি ঈদের চেনা ছবি এটা। তবে চলতি বছর সেই নিয়মে ভাটা পড়েছে।
সম্প্রতি মান্নাত ছেড়ে সপরিবারে অন্যত্র চলে গেছেন কিং খান। থাকছেন পালি হিলসের বাড়িতে। আর সেই কারণেই ঈদের দিন মান্নাতের ছাদে দেখা দেননি শাহরুখ! তবে দেখা না দিলেও অনুরাগীদের উদ্দেশে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তা জানিয়েছেন অভিনেতা। শাহরুখ লিখেছেন, ‘ঈদ মোবারক, আমার মন কৃতজ্ঞতায় ভরে গেছে। আপনাদের দিনটি আলিঙ্গন, বিরিয়ানি এবং অফুরন্ত ভালোবাসায় ভরে উঠুক। সুখে থাকুন, নিরাপদে থাকুন, সৃষ্টিকর্তা আপনাদের মঙ্গল করুন।’
প্রতি বছর ঈদে বান্দ্রার গ্যালাক্সি আবাসনের সামনে জড়ো হন ভক্তরা। সালমান খানকে এক নজর দেখার জন্য অপেক্ষায় থাকেন সবাই। নিরাপত্তা ইস্যুতে গত বছর মুখ দেখাননি অভিনেতা। তবে এ বছর আর অনুরাগীদের ফেরালেন না বলিউড ভাইজান। নিজের আবাসনের বারান্দায় প্রায় মাস তিনেক বাদে দেখা গেল তাঁকে।
এলেন, হাত নাড়লেন, ছুড়ে দিলেন চুমু। অন্যান্য বছর গ্যালাক্সির বারান্দা থেকে বাবা সেলিম খানকে পাশে নিয়ে অনুরাগীদের দেখা দেন সালমান। এবার আর গ্যালাক্সির খালি বারান্দায় নয়, বরং বুলেটপ্রুফ কাঁচের আড়াল থেকেই ভক্তদের দেখা দিলেন তিনি। পরনে ছিল সাদা কুর্তা-পাজামা। তাঁর সঙ্গে ছিল সালমানের বোন অর্পিতার দুই সন্তান আয়াত ও আহিল। মামার দেখাদেখি হাত নাড়ল তারাও।
অন্যদিকে, আমিরও সাদা পাঞ্জাবি পরে এসেছিলেন ভক্তদের সঙ্গে দেখা করতে। এ সময় তাঁর সঙ্গে ছিলেন দুই ছেলে জুনায়েদ ও আজাদ। ভক্তদের মধ্যে নিজ হাতে মিষ্টি বিতরণ করেন আমির খান। জানা গেছে, প্রাক্তন দুই স্ত্রী রীনা ও কিরণও এদিন এসেছিলেন তাঁর বাড়িতে। প্রাক্তন ও বর্তমান সবাইকে নিয়ে খুশির ঈদ পালন করেছেন অভিনেতা।
আমির, সালমান—দুই খান প্রকাশ্যে এলেও দিনভর আড়ালে রইলেন শাহরুখ খান। মান্নাতের ছাদে দাঁড়িয়ে হাত নাড়েন শাহরুখ, প্রতি ঈদের চেনা ছবি এটা। তবে চলতি বছর সেই নিয়মে ভাটা পড়েছে।
সম্প্রতি মান্নাত ছেড়ে সপরিবারে অন্যত্র চলে গেছেন কিং খান। থাকছেন পালি হিলসের বাড়িতে। আর সেই কারণেই ঈদের দিন মান্নাতের ছাদে দেখা দেননি শাহরুখ! তবে দেখা না দিলেও অনুরাগীদের উদ্দেশে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তা জানিয়েছেন অভিনেতা। শাহরুখ লিখেছেন, ‘ঈদ মোবারক, আমার মন কৃতজ্ঞতায় ভরে গেছে। আপনাদের দিনটি আলিঙ্গন, বিরিয়ানি এবং অফুরন্ত ভালোবাসায় ভরে উঠুক। সুখে থাকুন, নিরাপদে থাকুন, সৃষ্টিকর্তা আপনাদের মঙ্গল করুন।’
রবি কিষাণ বলেন, ‘সে আমার দুঃসময়ের সঙ্গী। যখন আমার কিছুই ছিল না, কোনো অর্থ সম্পদ ছিল না; তখনো সে আমার সঙ্গ ছাড়েনি। সকল উত্থান পতনে একমাত্র ভরসা হয়ে সে ছিল আমার পাশে। আজ আমার যত অর্জন, যত সাফল্য; সবই তার জন্য।’
৩ ঘণ্টা আগেজাই উলফের আসল নাম সজীব সাহা। বাংলাদেশে জন্ম নেওয়া এই মার্কিন শিল্পী অনেক নামীদামি ফেস্টিভ্যালে তাঁর পারফরম্যান্স দিয়ে মুগ্ধ করেছেন শ্রোতাদের। এবার প্রথমবারের মতো বাংলাদেশে পারফর্ম করতে আসছেন জাই উলফ।
৬ ঘণ্টা আগেএক আফ্রিকান ব্রিটিশ যুবক লন্ডনের ইসকনের নিরামিষ রেস্তোরাঁয় প্রবেশ করেন। হঠাৎ ব্যাগ থেকে কেএফসির একটি বাক্স বের করেন। সেখানে দাঁড়িয়ে সবাইকে দেখিয়ে চিকেন ফ্রাই খেতে শুরু করেন।
৭ ঘণ্টা আগেবর্ষাকালে এমনিতেই কমে যায় কনসার্ট নিয়ে শিল্পিদের ব্যস্ততা। তবে গত কয়েক বছর এই সময়ে দেখা গেছে ইনডোর কনসার্টের আধিক্য। কিন্তু এ বছর প্রেক্ষাপট যেন ভিন্ন। কনসার্টের সংখ্যা কমেছে উল্লেখযোগ্যভাবে। দেশে ব্যস্ততা কমায় বিদেশে কনসার্টের দিকে মনোযোগী হচ্ছেন শিল্পীরা। নগর বাউল জেমস, মাইলস, আর্ক, অর্থহীন...
৯ ঘণ্টা আগে