বিনোদন ডেস্ক
সালমান খানের নতুন সিনেমা মুক্তি পাচ্ছে ঈদে। ‘সিকান্দার’ নামের এ সিনেমার প্রচারে এগিয়ে এলেন আমির খান। সিকান্দারের একটি প্রমোশনাল ভিডিওতে পাশাপাশি দেখা গেল দুই বন্ধুকে। সঙ্গে রয়েছেন এ সিনেমার পরিচালক এ আর মুরুগাদোস। এর আগে আমিরকে নিয়ে ‘গজনি’ বানিয়েছিলেন এ পরিচালক। ইনস্টাগ্রামে প্রমোশনাল ভিডিওর টিজার আপলোড করে সালমান তাই হ্যাশট্যাগ দিয়েছেন ‘সিকান্দার মিটস গজনি’। পুরো ভিডিও আসবে শিগগির।
এ প্রমোশনাল ভিডিও দিয়ে ভক্তদের স্মৃতি উসকে দিয়েছেন আমির-সালমান। নব্বইয়ের দশকে ‘আন্দাজ আপনা আপনা’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন তাঁরা। এটাই একত্রে তাঁদের একমাত্র সিনেমা। তাতে অমর ও প্রেম নামের দুই চরিত্রে ছিলেন আমির-সালমান। এ ভিডিওর মাধ্যমে সেই স্মৃতি ফিরিয়ে আনলেন তাঁরা। এটা যেন তাঁদের সেই আইকনিক জুটির প্রতি এক টুকরো শ্রদ্ধাঞ্জলি।
বলিউডে বেশির ভাগ সিনেমা মুক্তির আগে জোর দেওয়া হয় প্রচারে। বিচিত্র উপায়ে প্রচারণা চালানো হয়। এ কাজে সাধারণত সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট অভিনয়শিল্পী ও কুশলীরা যুক্ত থাকেন। এমনও হয়, এক তারকার সিনেমার প্রচারে এগিয়ে আসেন আরেক তারকা। তবে সিকান্দারকে সামনে রেখে আমির-সালমানের এই ক্রসওভার দর্শকদের কাছে একেবারেই অপ্রত্যাশিত ছিল।
রোজার ঈদ উপলক্ষে সিকান্দার মুক্তি পাবে ৩০ মার্চ। এতে প্রথমবারের মতো সালমানের নায়িকা হয়েছেন রাশমিকা মান্দানা। সিকান্দারে সালমানকে দেখা যাচ্ছে বিপদগ্রস্ত মানুষের উদ্ধারকর্তা হিসেবে। গরিবের রবিনহুড তিনি। এতে নানা পরিচয় সিকান্দারের। কেউ তাকে বলে ‘রাজা সাহেব’, কেউ ‘সঞ্জয় সাহেব’, কেউবা ডাকে ‘সিকান্দার সাহেব’। একটি ঘটনায় স্ত্রীর মৃত্যু হয়। স্ত্রীর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য মুম্বাইয়ে পৌঁছায় সিকান্দার, সেখানে এক সাবেক মন্ত্রীর সঙ্গে তার দ্বন্দ্ব শুরু হয়।
এরই মধ্যে প্রকাশ পেয়েছে সিকান্দার সিনেমার ট্রেলার ও গান। নজর কেড়েছে রাশমিকার সঙ্গে সালমানের দুর্দান্ত রসায়ন। সালমান, রাশমিকা ছাড়া এ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন কাজল আগরওয়াল, সত্যরাজ, সুনীল শেঠি, শরমন জোশি ও প্রতীক বাব্বর। প্রযোজনায় সাজিদ নাদিয়াদওয়ালা।
সালমান খানের নতুন সিনেমা মুক্তি পাচ্ছে ঈদে। ‘সিকান্দার’ নামের এ সিনেমার প্রচারে এগিয়ে এলেন আমির খান। সিকান্দারের একটি প্রমোশনাল ভিডিওতে পাশাপাশি দেখা গেল দুই বন্ধুকে। সঙ্গে রয়েছেন এ সিনেমার পরিচালক এ আর মুরুগাদোস। এর আগে আমিরকে নিয়ে ‘গজনি’ বানিয়েছিলেন এ পরিচালক। ইনস্টাগ্রামে প্রমোশনাল ভিডিওর টিজার আপলোড করে সালমান তাই হ্যাশট্যাগ দিয়েছেন ‘সিকান্দার মিটস গজনি’। পুরো ভিডিও আসবে শিগগির।
এ প্রমোশনাল ভিডিও দিয়ে ভক্তদের স্মৃতি উসকে দিয়েছেন আমির-সালমান। নব্বইয়ের দশকে ‘আন্দাজ আপনা আপনা’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন তাঁরা। এটাই একত্রে তাঁদের একমাত্র সিনেমা। তাতে অমর ও প্রেম নামের দুই চরিত্রে ছিলেন আমির-সালমান। এ ভিডিওর মাধ্যমে সেই স্মৃতি ফিরিয়ে আনলেন তাঁরা। এটা যেন তাঁদের সেই আইকনিক জুটির প্রতি এক টুকরো শ্রদ্ধাঞ্জলি।
বলিউডে বেশির ভাগ সিনেমা মুক্তির আগে জোর দেওয়া হয় প্রচারে। বিচিত্র উপায়ে প্রচারণা চালানো হয়। এ কাজে সাধারণত সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট অভিনয়শিল্পী ও কুশলীরা যুক্ত থাকেন। এমনও হয়, এক তারকার সিনেমার প্রচারে এগিয়ে আসেন আরেক তারকা। তবে সিকান্দারকে সামনে রেখে আমির-সালমানের এই ক্রসওভার দর্শকদের কাছে একেবারেই অপ্রত্যাশিত ছিল।
রোজার ঈদ উপলক্ষে সিকান্দার মুক্তি পাবে ৩০ মার্চ। এতে প্রথমবারের মতো সালমানের নায়িকা হয়েছেন রাশমিকা মান্দানা। সিকান্দারে সালমানকে দেখা যাচ্ছে বিপদগ্রস্ত মানুষের উদ্ধারকর্তা হিসেবে। গরিবের রবিনহুড তিনি। এতে নানা পরিচয় সিকান্দারের। কেউ তাকে বলে ‘রাজা সাহেব’, কেউ ‘সঞ্জয় সাহেব’, কেউবা ডাকে ‘সিকান্দার সাহেব’। একটি ঘটনায় স্ত্রীর মৃত্যু হয়। স্ত্রীর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য মুম্বাইয়ে পৌঁছায় সিকান্দার, সেখানে এক সাবেক মন্ত্রীর সঙ্গে তার দ্বন্দ্ব শুরু হয়।
এরই মধ্যে প্রকাশ পেয়েছে সিকান্দার সিনেমার ট্রেলার ও গান। নজর কেড়েছে রাশমিকার সঙ্গে সালমানের দুর্দান্ত রসায়ন। সালমান, রাশমিকা ছাড়া এ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন কাজল আগরওয়াল, সত্যরাজ, সুনীল শেঠি, শরমন জোশি ও প্রতীক বাব্বর। প্রযোজনায় সাজিদ নাদিয়াদওয়ালা।
কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হওয়ার পর বাংলাদেশের সিনেমা ‘মাস্তুল’ এবার আমন্ত্রণ পেল ভারতের চতুর্থ ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল কলকাতায়। ভাসমান জীবনের গল্প নিয়ে সিনেমাটি বানিয়েছেন মোহাম্মদ নূরুজ্জামান।
১১ ঘণ্টা আগেহ্যারি পটার সিরিজের কাজ চলবে প্রায় এক দশক ধরে। তাহলে যেসব শিশু এতে অভিনয় করছে, তাদের পড়াশোনার কী হবে? এ বিষয়টি চিন্তা করে শুটিং স্পটেই একটি অস্থায়ী স্কুল তৈরি করা হয়েছে। শুটিংয়ের পাশাপাশি সেখানেই চলবে তাদের পড়াশোনা।
১২ ঘণ্টা আগেজীবনের ঝুঁকি নিয়ে রোমাঞ্চকর সিনেমাটিক দৃশ্য উপহার দেন স্টান্টম্যানরা। বেশিরভাগ ক্ষেত্রে তাঁদের কোনো সুরক্ষাব্যবস্থা থাকে না। থাকে না স্বাস্থ্যবীমা। তাঁদের জন্য বড় উদ্যোগ নিলেন অক্ষয় কুমার।
১৪ ঘণ্টা আগেজয় শাহরিয়ারের কথা ও সুরে নতুন গানে কণ্ঠ দিয়েছেন এলিটা করিম। শিরোনাম ‘বারান্দাতে বিকেলবেলা’। গানটির ভিডিও প্রকাশ পেয়েছে জয় শাহরিয়ারের ইউটিউব চ্যানেলে।
১৫ ঘণ্টা আগে