Ajker Patrika

‘ধুম’খ্যাত বলিউড নির্মাতা সঞ্জয় গাধভীর মৃত্যু

বিনোদন ডেস্ক
আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ১৫: ২০
Thumbnail image

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ‘ধুম’খ্যাত বলিউড নির্মাতা সঞ্জয় গাধভী। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সকালে হাঁটতে গিয়ে হৃদ্‌রোগে আক্রান্ত হন তিনি। পরিচালকের মৃত্যুর খবর ভারতীয় সংবাদমাধ্যকে নিশ্চিত করেছেন প্রযোজক বনি কাপুর।

প্রয়াত পরিচালক কন্যা সঞ্জনা গাধভী বলেন, ‘আজ সকাল সাড়ে নয়টা নাগাদ বাড়িতে মৃত্যু হয় বাবার। এর কিছুক্ষণ আগে পর্যন্তও বুঝতে পারিনি। বাবার কোনও শারীরিক অসুস্থতা ছিল না। কী করে হঠাৎ সব হয়ে গেল বুঝতে পারছি না।’ 

গুজরাটি পরিবারে জন্ম হলেও সঞ্জয়ের বেড়ে ওঠা মুম্বাইয়ে। ২০০০ সালে অর্জুন রামপাল ও রাভিনা ট্যান্ডনকে নিয়ে ‘তেরে লিয়ে’ সিনেমা তৈরি করেন তিনি। এরপর যশরাজ ফিল্মসের প্রযোজনায় ‘মেরে ইয়ার কি শাদি’ তৈরি করেন।

এরপর বলিউডের সর্বকালের অন্যতম সেরা ফ্র্যাঞ্চাইজি ‘ধুম’ সিনেমার দায়িত্ব পান সঞ্জয়। ২০০৪ সালে মুক্তি পেয়েছিল অভিষেক বচ্চন, জন আব্রাহাম, বিপাশা বসু, উদয় চোপড়া, রিমি সেন অভিনীত সিনেমাটি।

প্রথম ছবিতেই সুপারহিট। ‘ধুম ২’-এ আবার এই টিমের সঙ্গে যোগ দেন হৃতিক রোশন। এরপর ‘কিডন্যাপ’, ‘আজব গজব লাভ’-এর মতো সিনেমা তৈরি করেছেন সঞ্জয়। পরিচালকের শেষ সিনেমা ‘অপারেশন পরিন্দে’। তাতে মুখ্য ভূমিকায় ছিলেন অমিত সাধ।

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত