Ajker Patrika

ঘনিষ্ঠ দৃশ্য বেচে সফল হতে চাননি দীপিকা

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ১৯: ০৬
ঘনিষ্ঠ দৃশ্য বেচে সফল হতে চাননি দীপিকা

ওটিটি প্লাটফর্ম আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে বলিউড সিনেমা ‘গেহরাইয়া’। এই সিনেমা নিয়ে চলছে তুমুল বিতর্ক। অনেক দর্শক বলছেন, ঘনঘন দীপিকা পাড়ুকোন এবং সিদ্ধান্ত চতুর্বেদীর ঘনিষ্ঠ দৃশ্য ছাড়া এই সিনেমা থেকে আর কিছুই পাওয়ার নেই। তারই মধ্যে শকুন বাত্রা পরিচালিত এই সিনেমাকে ‘আবর্জনা’ বলেছেন কঙ্গনা রনৌত।

ইনস্টাগ্রাম স্টোরিতে একটি লম্বা পোস্ট করেছেন কঙ্গনা। মনোজ কুমার ও মালা সিনহার জনপ্রিয় গান ‘চাঁদ সি মেহবুবা হো মেরি’র এক ভিডিও ক্লিপ শেয়ার করে ওই গানের উদ্দেশে তিনি লেখেন, ‘আমি নতুন যুগের মানুষ। কিন্তু এ রোমান্স আমি বুঝি। শহুরে ছবির নামে বস্তাপচা জিনিস বিক্রি করবেন না। খারাপ ছবি খারাপ ছবিই হয়। দেহ প্রদর্শন অথবা পর্নোগ্রাফি তাকে বাঁচাতে পারে না। এর মধ্যে কোনো গেহরাইয়াঁ (গভীরতা)ই নেই।’

দীপিকা পাড়ুকোনদীপিকার ছবির উদ্দেশেই যে এ কথা বলেছেন কঙ্গনা, তা বোধহয় বলার অপেক্ষা রাখে না। দীপিকার সঙ্গে কঙ্গনার দ্বৈরথের খবর বেশ পুরানো। দীপিকার মানসিক স্বাস্থ্য নিয়ে প্রচারণারও সমালোচনা করেন কঙ্গনা। ‘লক আপ’ শোতে দীপিকাকে নিয়ে এক সাংবাদিকের প্রশ্ন শুনেই মেজাজ হারিয়েছিলেন কঙ্গনা।

এক সিনেমায় এত ঘনিষ্ঠদৃশ্য নিয়ে কথা বলেছেন দীপিকা পাড়ুকোন। সম্প্রতি এক অনুষ্ঠানে গিয়ে তিনি বলেছেন, ‘ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে জানি। কিন্তু কখনো সেটিকে বেচে ছবি সফল করতে চাইনি। আশা করি, ছবিটি দেখার পর মানুষ বিষয়টা বুঝবেন। চরিত্রগুলোকে জীবন্ত করে তুলতে, তাদের আবেগকে ফুটিয়ে তুলতে ঘনিষ্ঠ দৃশ্য ব্যবহার করা হয়েছে।’

পরকীয়া, সম্পর্কে জটিলতার মতো একাধিক বিষয়ে তৈরি এই সিনেমা নিয়ে নানা জনের নানা মত। তবে প্রশংসিত হয়েছে দীপিকার অভিনয়। কিন্তু নতুন ছবি নিয়ে বিতর্ক তবু পিছু ছাড়ে না দীপিকার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত