বলিউডে ‘বয়কট’ ট্রেন্ড নতুন কিছু না। একটা শ্রেণী আমির খানের ‘লাল সিং চাড্ডা’ বয়কট করেছে। এই সিনেমার কেউ প্রশংসা করলে তারও রক্ষা নেই। তবে সিনেমাটি দেখে মুগ্ধ হয়েছেন হৃতিক রোশন। অকপটে সিনেমার প্রশংসা করেছেন। কেন তিনি এই সিনেমার প্রশংসা করলেন, সেই অভিযোগে টুইটারে একটি মহল এবার হৃতিককে বয়কটের ডাক দিয়েছে।
বৃহস্পতিবার মুক্তি পেয়েছে আমির খান ও কারিনা কাপুর অভিনীত ‘লাল সিং চাড্ডা’। হলিউডের জনপ্রিয় সিনেমা ‘ফরেস্ট গাম্প’-এর অফিশিয়াল রিমেক এটি। সিনেমাটি বক্স অফিসে তেমন সুবিধা করে উঠতে পারছে না। তার অন্যতম কারণ সোশ্যাল মিডিয়ায় এই সিনেমা নিয়ে একশ্রেণীর বিরুদ্ধ অবস্থান। তোপের মুখে পড়ে অনেক হল থেকে ‘লাল সিং চাড্ডা’ নামিয়ে দেওয়া হচ্ছে। তবে স্পেশাল স্ক্রিনিংয়ে সিনেমাটি দেখে আমির-কারিনার প্রশংসায় পঞ্চমুখ বলিউডের অনেকেই। সম্প্রতি মুম্বাইয়ের এক সিনেমা হলে ‘লাল সিং চাড্ডা’ দেখেন হৃতিক।
এর কারণেই একশ্রেণী টুইটারে হৃতিকের সিনেমা ‘বিক্রম বেদা’ বয়কটের ডাক দিয়েছে। ‘লাল সিং চাড্ডা’ দেখে টুইটারে সিনেমার রিভিউ দেন হৃতিক। তিনি লিখেছেন, ‘লাল সিং চাড্ডা দেখলাম। হৃদয় ছুঁয়ে যাওয়া একটি সিনেমা। এই সিনেমা অনবদ্য। এই অসাধারণ সিনেমা মিস করবেন না। এখনি যান, দেখুন। খুবই সুন্দর সিনেমা।’ এটি লেখার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড হতে শুরু করে #বয়কটবিক্রমবেদা।
এক ঘণ্টার মধ্যেই টুইটার ভরে উঠেছে বয়কট টুইটে। কেউ লিখেছেন, ‘এই টুইটই আপনার আগামী সিনেমার ভবিষ্যত নির্ধারণ করে দিল।’ অন্য একজন লিখেছেন, ‘আপনার এটা করা উচিত হয়নি। আপনি অন্যের সিনেমা সাপোর্ট করতে চাইছেন, এবার আপনার সিনেমার ভবিষ্যত দেখুন।’ সবমিলিয়ে এবার বয়কটের হুমকিতে পড়েছে হৃতিকের সিনেমাটি।
‘বিক্রম বেদা’ মুক্তির অপেক্ষায় আছে। সিনেমায় মূল চরিত্রে দেখা যাবে হৃতিক রোশন ও সাইফ আলি খানকে। জনপ্রিয় তামিল অ্যাকশন থ্রিলার ‘বিক্রম বেদা’র হিন্দি রিমেক এই সিনেমা। ২০১৭ সালে মুক্তি পেয়েছিল অ্যাকশন থ্রিলারটি। তামিল সিনেমায় অভিনয় করেছিলেন আর মাধবন ও বিজয় সেতুপতি। এবার সেই দুই চরিত্রে দেখা যাবে হৃতিক ও সাইফকে।
বলিউডে ‘বয়কট’ ট্রেন্ড নতুন কিছু না। একটা শ্রেণী আমির খানের ‘লাল সিং চাড্ডা’ বয়কট করেছে। এই সিনেমার কেউ প্রশংসা করলে তারও রক্ষা নেই। তবে সিনেমাটি দেখে মুগ্ধ হয়েছেন হৃতিক রোশন। অকপটে সিনেমার প্রশংসা করেছেন। কেন তিনি এই সিনেমার প্রশংসা করলেন, সেই অভিযোগে টুইটারে একটি মহল এবার হৃতিককে বয়কটের ডাক দিয়েছে।
বৃহস্পতিবার মুক্তি পেয়েছে আমির খান ও কারিনা কাপুর অভিনীত ‘লাল সিং চাড্ডা’। হলিউডের জনপ্রিয় সিনেমা ‘ফরেস্ট গাম্প’-এর অফিশিয়াল রিমেক এটি। সিনেমাটি বক্স অফিসে তেমন সুবিধা করে উঠতে পারছে না। তার অন্যতম কারণ সোশ্যাল মিডিয়ায় এই সিনেমা নিয়ে একশ্রেণীর বিরুদ্ধ অবস্থান। তোপের মুখে পড়ে অনেক হল থেকে ‘লাল সিং চাড্ডা’ নামিয়ে দেওয়া হচ্ছে। তবে স্পেশাল স্ক্রিনিংয়ে সিনেমাটি দেখে আমির-কারিনার প্রশংসায় পঞ্চমুখ বলিউডের অনেকেই। সম্প্রতি মুম্বাইয়ের এক সিনেমা হলে ‘লাল সিং চাড্ডা’ দেখেন হৃতিক।
এর কারণেই একশ্রেণী টুইটারে হৃতিকের সিনেমা ‘বিক্রম বেদা’ বয়কটের ডাক দিয়েছে। ‘লাল সিং চাড্ডা’ দেখে টুইটারে সিনেমার রিভিউ দেন হৃতিক। তিনি লিখেছেন, ‘লাল সিং চাড্ডা দেখলাম। হৃদয় ছুঁয়ে যাওয়া একটি সিনেমা। এই সিনেমা অনবদ্য। এই অসাধারণ সিনেমা মিস করবেন না। এখনি যান, দেখুন। খুবই সুন্দর সিনেমা।’ এটি লেখার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড হতে শুরু করে #বয়কটবিক্রমবেদা।
এক ঘণ্টার মধ্যেই টুইটার ভরে উঠেছে বয়কট টুইটে। কেউ লিখেছেন, ‘এই টুইটই আপনার আগামী সিনেমার ভবিষ্যত নির্ধারণ করে দিল।’ অন্য একজন লিখেছেন, ‘আপনার এটা করা উচিত হয়নি। আপনি অন্যের সিনেমা সাপোর্ট করতে চাইছেন, এবার আপনার সিনেমার ভবিষ্যত দেখুন।’ সবমিলিয়ে এবার বয়কটের হুমকিতে পড়েছে হৃতিকের সিনেমাটি।
‘বিক্রম বেদা’ মুক্তির অপেক্ষায় আছে। সিনেমায় মূল চরিত্রে দেখা যাবে হৃতিক রোশন ও সাইফ আলি খানকে। জনপ্রিয় তামিল অ্যাকশন থ্রিলার ‘বিক্রম বেদা’র হিন্দি রিমেক এই সিনেমা। ২০১৭ সালে মুক্তি পেয়েছিল অ্যাকশন থ্রিলারটি। তামিল সিনেমায় অভিনয় করেছিলেন আর মাধবন ও বিজয় সেতুপতি। এবার সেই দুই চরিত্রে দেখা যাবে হৃতিক ও সাইফকে।
ওয়েব কনটেন্টের নিয়মিত দর্শক চিত্রাঙ্গদা সিং। এই বলিউড অভিনেত্রীর ওয়াচ লিস্টে রয়েছে সারা বিশ্বের সিনেমা-সিরিজ। বর্তমানে তিনি দেখছেন ‘ল্যান্ডম্যান’। চিত্রাঙ্গদার প্রিয় হয়ে উঠেছে সিরিজটি। অভিনেত্রী জানালেন তাঁর আরও দুই পছন্দের ওয়েব সিরিজের নাম।
৩ ঘণ্টা আগেউত্তরা সেক্টর-৪ এলাকায় নাটক ও চলচ্চিত্রের শুটিং কার্যক্রমে জারি করা নিষেধাজ্ঞা শিগগির শর্ত সাপেক্ষে প্রত্যাহার করা হতে পারে। উত্তরা কল্যাণ সমিতির পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
১২ ঘণ্টা আগেএকজন গর্ভবতী নারীর দীর্ঘপথ পাড়ি দিয়ে বেঁচে থাকার সংগ্রাম, সাতটি দেশের অভিবাসন-পথ পেরিয়ে বেঁচে থাকার গল্প- এটি কোনো কাল্পনিক থ্রিলার নয়, বরং বাস্তবতার ওপর নির্মিত এক সিনেম্যাটিক দলিল। বাংলাদেশি নির্মাতা আজিজুল হাসান সূর্য পরিচালিত আসন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র ‘ফিল্ডস অব ফ্রিডম’ এমন এক গল্প নিয়ে এগিয়ে
১২ ঘণ্টা আগেঅভিনয়শিল্পীদের নাম দেখে অনেকে হয়তো পরিবার নিয়ে সিরিজটি দেখার কথা ভাববেন। তবে তেমনটা না ভাবাই উত্তম। কারণ, পরিবার নিয়ে দেখতে বসলে আপনাকে পড়তে হবে বিব্রতকর পরিস্থিতিতে। আইস্ক্রিনে মুক্তি পাওয়া ‘পাপ কাহিনী’ ওয়েব সিরিজটি যেন আবার ফিরিয়ে নিয়ে গেল অশ্লীলতার অন্ধকার সময়ে।
১৩ ঘণ্টা আগে