বিনোদন ডেস্ক
অনেক কিছু ঘটে গেছে ‘লাল সিং চাড্ডা’ নিয়ে। আমির খান যখন ঘোষণা দেন, কালজয়ী সিনেমা ‘ফরেস্ট গাম্প’-এর হিন্দি করবেন; চমকে গিয়েছিল ভক্তরা। পক্ষে বিপক্ষে নানা মতামত এসেছিল। সিনেমাটি মুক্তির পর নেতিবাচক প্রতিক্রিয়ার পাল্লাই ভারি ছিল।
দর্শক একেবারেই পছন্দ করেননি লাল সিং চাড্ডা। সমালোচিত হয় এ সিনেমায় আমির খানের অভিনয়ও। সিনেমার ব্যর্থতার পরে প্রায় এক বছর নিজেকে আড়ালে রেখেছিলেন আমির। অভিনয় থেকেও বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন মিস্টার পারফেকশনিস্ট।
লাল সিং চাড্ডায় অনেক ভুল করেছেন, পরবর্তী সময় এটা নিজেও বুঝতে পেরেছিলেন আমির খান। এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘এ সিনেমায় কিছু ভুল ছিল, সে কারণে দর্শক সিনেমাটি পছন্দ করেননি। আমি আমার পারফরম্যান্সকে উচ্চ পর্যায়ে নিয়ে গিয়েছিলাম, তবে পুরো সিনেমায় তা ধরে রাখতে পারিনি। একজন অভিনয়শিল্পী হিসেবে এটা আমার ঘাটতি ছিল। এটা আমার জন্য বড় শিক্ষা।’
তবে লাল সিং চাড্ডা নিয়ে উল্টো কথা জানালেন ফরেস্ট গাম্প অভিনেতা টম হ্যাঙ্কস। সিনেমাটি তিনি দেখেছেন। তাঁর মতে, ফরেস্ট গাম্পের রিমেকে আমির খান অনেক ভালো করেছেন। সিনেমাটিকে অসাধারণ বলে মন্তব্য করেছেন টম হ্যাঙ্কস।
টম হ্যাঙ্কসের নতুন সিনেমা ‘হেয়ার’ মুক্তি পেয়েছে ১ নভেম্বর। এতে তিন দশক পর একসঙ্গে অভিনয় করেছেন ফরেস্ট গাম্পের জুটি টম হ্যাঙ্কস ও রবিন রাইট। হেয়ারের প্রচারে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা। এক সাক্ষাৎকারে তাঁর কাছে জানতে চাওয়া হয়, আমির খান অভিনীত ফরেস্ট গাম্পের রিমেকটি তিনি দেখেছেন কিনা!
জবাবে টম হ্যাঙ্কস বলেন, ‘আমি দেখেছি। অসাধারণ। একটি সিনেমাকে ভিত্তি করে কীভাবে আরেকটি সিনেমা তৈরি হয়, এটা তার উজ্জল উদাহরণ। আমরা এমন অনেক সিনেমা দেখেছি, যাতে আরও অনেক সিনেমার ক্রিয়েটিভ প্রসেস অনুসরণ করা হয়েছে। প্রত্যেকটি সিনেমা বিশ্বব্যাপী মানুষের চেতনায় প্রভাব ফেলে, আপনি না পারবেন পালাতে, না পারবেন ভুলতে।’
টম হ্যাঙ্কস আরও বলেন, ‘ফরেস্ট গাম্প ও লাল সিং চাড্ডা—দুই সিনেমার পার্থক্য ও মিলগুলো খেয়াল করুন। দুটি সিনেমা তৈরি হয়েছে সম্পূর্ণ আলাদা সাংস্কৃতিক প্রেক্ষাপটে। দুটি সিনেমাই একই গল্প বলছে, অথচ এমন নতুন কিছু বিষয় যুক্ত করা হয়েছে লাল সিং চাড্ডায়, যা নতুন সম্ভাবনা তৈরি করেছে। আমি মনে করি, এটিকে উদ্যাপন করা উচিত।’
অনেক কিছু ঘটে গেছে ‘লাল সিং চাড্ডা’ নিয়ে। আমির খান যখন ঘোষণা দেন, কালজয়ী সিনেমা ‘ফরেস্ট গাম্প’-এর হিন্দি করবেন; চমকে গিয়েছিল ভক্তরা। পক্ষে বিপক্ষে নানা মতামত এসেছিল। সিনেমাটি মুক্তির পর নেতিবাচক প্রতিক্রিয়ার পাল্লাই ভারি ছিল।
দর্শক একেবারেই পছন্দ করেননি লাল সিং চাড্ডা। সমালোচিত হয় এ সিনেমায় আমির খানের অভিনয়ও। সিনেমার ব্যর্থতার পরে প্রায় এক বছর নিজেকে আড়ালে রেখেছিলেন আমির। অভিনয় থেকেও বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন মিস্টার পারফেকশনিস্ট।
লাল সিং চাড্ডায় অনেক ভুল করেছেন, পরবর্তী সময় এটা নিজেও বুঝতে পেরেছিলেন আমির খান। এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘এ সিনেমায় কিছু ভুল ছিল, সে কারণে দর্শক সিনেমাটি পছন্দ করেননি। আমি আমার পারফরম্যান্সকে উচ্চ পর্যায়ে নিয়ে গিয়েছিলাম, তবে পুরো সিনেমায় তা ধরে রাখতে পারিনি। একজন অভিনয়শিল্পী হিসেবে এটা আমার ঘাটতি ছিল। এটা আমার জন্য বড় শিক্ষা।’
তবে লাল সিং চাড্ডা নিয়ে উল্টো কথা জানালেন ফরেস্ট গাম্প অভিনেতা টম হ্যাঙ্কস। সিনেমাটি তিনি দেখেছেন। তাঁর মতে, ফরেস্ট গাম্পের রিমেকে আমির খান অনেক ভালো করেছেন। সিনেমাটিকে অসাধারণ বলে মন্তব্য করেছেন টম হ্যাঙ্কস।
টম হ্যাঙ্কসের নতুন সিনেমা ‘হেয়ার’ মুক্তি পেয়েছে ১ নভেম্বর। এতে তিন দশক পর একসঙ্গে অভিনয় করেছেন ফরেস্ট গাম্পের জুটি টম হ্যাঙ্কস ও রবিন রাইট। হেয়ারের প্রচারে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা। এক সাক্ষাৎকারে তাঁর কাছে জানতে চাওয়া হয়, আমির খান অভিনীত ফরেস্ট গাম্পের রিমেকটি তিনি দেখেছেন কিনা!
জবাবে টম হ্যাঙ্কস বলেন, ‘আমি দেখেছি। অসাধারণ। একটি সিনেমাকে ভিত্তি করে কীভাবে আরেকটি সিনেমা তৈরি হয়, এটা তার উজ্জল উদাহরণ। আমরা এমন অনেক সিনেমা দেখেছি, যাতে আরও অনেক সিনেমার ক্রিয়েটিভ প্রসেস অনুসরণ করা হয়েছে। প্রত্যেকটি সিনেমা বিশ্বব্যাপী মানুষের চেতনায় প্রভাব ফেলে, আপনি না পারবেন পালাতে, না পারবেন ভুলতে।’
টম হ্যাঙ্কস আরও বলেন, ‘ফরেস্ট গাম্প ও লাল সিং চাড্ডা—দুই সিনেমার পার্থক্য ও মিলগুলো খেয়াল করুন। দুটি সিনেমা তৈরি হয়েছে সম্পূর্ণ আলাদা সাংস্কৃতিক প্রেক্ষাপটে। দুটি সিনেমাই একই গল্প বলছে, অথচ এমন নতুন কিছু বিষয় যুক্ত করা হয়েছে লাল সিং চাড্ডায়, যা নতুন সম্ভাবনা তৈরি করেছে। আমি মনে করি, এটিকে উদ্যাপন করা উচিত।’
যুক্তরাজ্যের যে সিনেমা হলে এই ঘটনা ঘটেছে, সেখানে পবন কল্যাণ অভিনীত তেলুগু সিনেমা ‘হারি হারা ভেরা মাল্লু’র প্রদর্শনী চলছিল। হঠাৎ প্রদর্শনী থামিয়ে দেওয়া হয়। কেন সিনেমা হল নোংরা করা হচ্ছে—দর্শকদের এমন প্রশ্ন করেন হলের কর্মীরা।
২ ঘণ্টা আগেওয়েব কনটেন্টের নিয়মিত দর্শক চিত্রাঙ্গদা সিং। এই বলিউড অভিনেত্রীর ওয়াচ লিস্টে রয়েছে সারা বিশ্বের সিনেমা-সিরিজ। বর্তমানে তিনি দেখছেন ‘ল্যান্ডম্যান’। চিত্রাঙ্গদার প্রিয় হয়ে উঠেছে সিরিজটি। অভিনেত্রী জানালেন তাঁর আরও দুই পছন্দের ওয়েব সিরিজের নাম।
৬ ঘণ্টা আগেউত্তরা সেক্টর-৪ এলাকায় নাটক ও চলচ্চিত্রের শুটিং কার্যক্রমে জারি করা নিষেধাজ্ঞা শিগগির শর্ত সাপেক্ষে প্রত্যাহার করা হতে পারে। উত্তরা কল্যাণ সমিতির পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
১৫ ঘণ্টা আগেএকজন গর্ভবতী নারীর দীর্ঘপথ পাড়ি দিয়ে বেঁচে থাকার সংগ্রাম, সাতটি দেশের অভিবাসন-পথ পেরিয়ে বেঁচে থাকার গল্প- এটি কোনো কাল্পনিক থ্রিলার নয়, বরং বাস্তবতার ওপর নির্মিত এক সিনেম্যাটিক দলিল। বাংলাদেশি নির্মাতা আজিজুল হাসান সূর্য পরিচালিত আসন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র ‘ফিল্ডস অব ফ্রিডম’ এমন এক গল্প নিয়ে এগিয়ে
১৫ ঘণ্টা আগে