ভোজপুরি সিনেমার জনপ্রিয় অভিনেতা রবি কিষাণ স্বীকার করেছেন, একটা সময় স্টারডম তাঁকে অত্যন্ত অহংকারী করে তুলেছিল। এই অহংকারের কারণেই অনুরাগ কাশ্যপের ‘গ্যাংস অব ওয়াসিপুর’ সিনেমার জন্য প্রস্তাব পেয়েও শেষ পর্যন্ত কাজ করা হয়নি।
রবি জানান, শুটিংয়ের সময় প্রতিদিন গোসল করার জন্য ২৫ লিটার করে দুধের বায়না করেছিলেন তিনি। বিষয়টি আগে অস্বীকার করলেও সম্প্রতি ভারতীয় টেলিভিশন শো ‘আপ কি আদালত’-এ সেসব বিষয়ে কথা বলেছেন এই অভিনেতা।
রবি কিষাণ বলেন, ‘হ্যাঁ, কথাগুলো সত্য, আমি সে সময় দুধ দিয়ে গোসল করতাম আর গোলাপের পাঁপড়ি বিছানো বিছানায় ঘুমাতাম। নিজেকে অনেক বড় তারকা ভাবতাম। আমাকে তখন আল পাচিনো কিংবা রবার্ট ডি নিরোর চলচ্চিত্র দেখানো হতো এবং আমাকে তাঁদের আচরণ ও লাইফস্টাইল দেখতে বলা হতো। আমাকে ৫০০ বার দ্য গডফাদার দেখানো হয়েছিল। সে সময় আমি ভেবেছিলাম যদি আমি দুধে গোসল করি, লোকেরা আমার সম্পর্কেও আলোচনা করবে।’
তিনি আরও বলেন, ‘তারা আমাকে গ্যাংস অব ওয়াসিপুরে নেয়নি। কারণ তারা ভেবেছিল আমার জন্য প্রতিদিন ২৫ লিটার দুধের ব্যবস্থা করা অসম্ভব। আমি জানি, এই আবদারগুলো আমার অনেক ক্ষতি করেছে। আপনি যখন হঠাৎ করেই অর্থ ও খ্যাতি পান, তখন আপনার কাণ্ডজ্ঞান হারানো তেমন অসম্ভব কিছু নয়। মুম্বাইয়ের মতো একটি শহর যে কাউকে পাগল করে দিতে পারে!’
২০১৯ সালের ‘দ্য কপিল শর্মা’ শোতে রবি স্বীকার করেছিলেন, তিনি ‘গ্যাংস অব ওয়াসিপুর-এ কাজ পেয়েও নিজের ভুলে হাতছাড়া হওয়ায় অনুতপ্ত।
ভোজপুরি সিনেমার জনপ্রিয় অভিনেতা রবি কিষাণ স্বীকার করেছেন, একটা সময় স্টারডম তাঁকে অত্যন্ত অহংকারী করে তুলেছিল। এই অহংকারের কারণেই অনুরাগ কাশ্যপের ‘গ্যাংস অব ওয়াসিপুর’ সিনেমার জন্য প্রস্তাব পেয়েও শেষ পর্যন্ত কাজ করা হয়নি।
রবি জানান, শুটিংয়ের সময় প্রতিদিন গোসল করার জন্য ২৫ লিটার করে দুধের বায়না করেছিলেন তিনি। বিষয়টি আগে অস্বীকার করলেও সম্প্রতি ভারতীয় টেলিভিশন শো ‘আপ কি আদালত’-এ সেসব বিষয়ে কথা বলেছেন এই অভিনেতা।
রবি কিষাণ বলেন, ‘হ্যাঁ, কথাগুলো সত্য, আমি সে সময় দুধ দিয়ে গোসল করতাম আর গোলাপের পাঁপড়ি বিছানো বিছানায় ঘুমাতাম। নিজেকে অনেক বড় তারকা ভাবতাম। আমাকে তখন আল পাচিনো কিংবা রবার্ট ডি নিরোর চলচ্চিত্র দেখানো হতো এবং আমাকে তাঁদের আচরণ ও লাইফস্টাইল দেখতে বলা হতো। আমাকে ৫০০ বার দ্য গডফাদার দেখানো হয়েছিল। সে সময় আমি ভেবেছিলাম যদি আমি দুধে গোসল করি, লোকেরা আমার সম্পর্কেও আলোচনা করবে।’
তিনি আরও বলেন, ‘তারা আমাকে গ্যাংস অব ওয়াসিপুরে নেয়নি। কারণ তারা ভেবেছিল আমার জন্য প্রতিদিন ২৫ লিটার দুধের ব্যবস্থা করা অসম্ভব। আমি জানি, এই আবদারগুলো আমার অনেক ক্ষতি করেছে। আপনি যখন হঠাৎ করেই অর্থ ও খ্যাতি পান, তখন আপনার কাণ্ডজ্ঞান হারানো তেমন অসম্ভব কিছু নয়। মুম্বাইয়ের মতো একটি শহর যে কাউকে পাগল করে দিতে পারে!’
২০১৯ সালের ‘দ্য কপিল শর্মা’ শোতে রবি স্বীকার করেছিলেন, তিনি ‘গ্যাংস অব ওয়াসিপুর-এ কাজ পেয়েও নিজের ভুলে হাতছাড়া হওয়ায় অনুতপ্ত।
কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হওয়ার পর বাংলাদেশের সিনেমা ‘মাস্তুল’ এবার আমন্ত্রণ পেল ভারতের চতুর্থ ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল কলকাতায়। ভাসমান জীবনের গল্প নিয়ে সিনেমাটি বানিয়েছেন মোহাম্মদ নূরুজ্জামান।
৯ ঘণ্টা আগেহ্যারি পটার সিরিজের কাজ চলবে প্রায় এক দশক ধরে। তাহলে যেসব শিশু এতে অভিনয় করছে, তাদের পড়াশোনার কী হবে? এ বিষয়টি চিন্তা করে শুটিং স্পটেই একটি অস্থায়ী স্কুল তৈরি করা হয়েছে। শুটিংয়ের পাশাপাশি সেখানেই চলবে তাদের পড়াশোনা।
১০ ঘণ্টা আগেজীবনের ঝুঁকি নিয়ে রোমাঞ্চকর সিনেমাটিক দৃশ্য উপহার দেন স্টান্টম্যানরা। বেশিরভাগ ক্ষেত্রে তাঁদের কোনো সুরক্ষাব্যবস্থা থাকে না। থাকে না স্বাস্থ্যবীমা। তাঁদের জন্য বড় উদ্যোগ নিলেন অক্ষয় কুমার।
১৩ ঘণ্টা আগেজয় শাহরিয়ারের কথা ও সুরে নতুন গানে কণ্ঠ দিয়েছেন এলিটা করিম। শিরোনাম ‘বারান্দাতে বিকেলবেলা’। গানটির ভিডিও প্রকাশ পেয়েছে জয় শাহরিয়ারের ইউটিউব চ্যানেলে।
১৪ ঘণ্টা আগে