ভোজপুরি সিনেমার জনপ্রিয় অভিনেতা রবি কিষাণ স্বীকার করেছেন, একটা সময় স্টারডম তাঁকে অত্যন্ত অহংকারী করে তুলেছিল। এই অহংকারের কারণেই অনুরাগ কাশ্যপের ‘গ্যাংস অব ওয়াসিপুর’ সিনেমার জন্য প্রস্তাব পেয়েও শেষ পর্যন্ত কাজ করা হয়নি।
রবি জানান, শুটিংয়ের সময় প্রতিদিন গোসল করার জন্য ২৫ লিটার করে দুধের বায়না করেছিলেন তিনি। বিষয়টি আগে অস্বীকার করলেও সম্প্রতি ভারতীয় টেলিভিশন শো ‘আপ কি আদালত’-এ সেসব বিষয়ে কথা বলেছেন এই অভিনেতা।
রবি কিষাণ বলেন, ‘হ্যাঁ, কথাগুলো সত্য, আমি সে সময় দুধ দিয়ে গোসল করতাম আর গোলাপের পাঁপড়ি বিছানো বিছানায় ঘুমাতাম। নিজেকে অনেক বড় তারকা ভাবতাম। আমাকে তখন আল পাচিনো কিংবা রবার্ট ডি নিরোর চলচ্চিত্র দেখানো হতো এবং আমাকে তাঁদের আচরণ ও লাইফস্টাইল দেখতে বলা হতো। আমাকে ৫০০ বার দ্য গডফাদার দেখানো হয়েছিল। সে সময় আমি ভেবেছিলাম যদি আমি দুধে গোসল করি, লোকেরা আমার সম্পর্কেও আলোচনা করবে।’
তিনি আরও বলেন, ‘তারা আমাকে গ্যাংস অব ওয়াসিপুরে নেয়নি। কারণ তারা ভেবেছিল আমার জন্য প্রতিদিন ২৫ লিটার দুধের ব্যবস্থা করা অসম্ভব। আমি জানি, এই আবদারগুলো আমার অনেক ক্ষতি করেছে। আপনি যখন হঠাৎ করেই অর্থ ও খ্যাতি পান, তখন আপনার কাণ্ডজ্ঞান হারানো তেমন অসম্ভব কিছু নয়। মুম্বাইয়ের মতো একটি শহর যে কাউকে পাগল করে দিতে পারে!’
২০১৯ সালের ‘দ্য কপিল শর্মা’ শোতে রবি স্বীকার করেছিলেন, তিনি ‘গ্যাংস অব ওয়াসিপুর-এ কাজ পেয়েও নিজের ভুলে হাতছাড়া হওয়ায় অনুতপ্ত।
ভোজপুরি সিনেমার জনপ্রিয় অভিনেতা রবি কিষাণ স্বীকার করেছেন, একটা সময় স্টারডম তাঁকে অত্যন্ত অহংকারী করে তুলেছিল। এই অহংকারের কারণেই অনুরাগ কাশ্যপের ‘গ্যাংস অব ওয়াসিপুর’ সিনেমার জন্য প্রস্তাব পেয়েও শেষ পর্যন্ত কাজ করা হয়নি।
রবি জানান, শুটিংয়ের সময় প্রতিদিন গোসল করার জন্য ২৫ লিটার করে দুধের বায়না করেছিলেন তিনি। বিষয়টি আগে অস্বীকার করলেও সম্প্রতি ভারতীয় টেলিভিশন শো ‘আপ কি আদালত’-এ সেসব বিষয়ে কথা বলেছেন এই অভিনেতা।
রবি কিষাণ বলেন, ‘হ্যাঁ, কথাগুলো সত্য, আমি সে সময় দুধ দিয়ে গোসল করতাম আর গোলাপের পাঁপড়ি বিছানো বিছানায় ঘুমাতাম। নিজেকে অনেক বড় তারকা ভাবতাম। আমাকে তখন আল পাচিনো কিংবা রবার্ট ডি নিরোর চলচ্চিত্র দেখানো হতো এবং আমাকে তাঁদের আচরণ ও লাইফস্টাইল দেখতে বলা হতো। আমাকে ৫০০ বার দ্য গডফাদার দেখানো হয়েছিল। সে সময় আমি ভেবেছিলাম যদি আমি দুধে গোসল করি, লোকেরা আমার সম্পর্কেও আলোচনা করবে।’
তিনি আরও বলেন, ‘তারা আমাকে গ্যাংস অব ওয়াসিপুরে নেয়নি। কারণ তারা ভেবেছিল আমার জন্য প্রতিদিন ২৫ লিটার দুধের ব্যবস্থা করা অসম্ভব। আমি জানি, এই আবদারগুলো আমার অনেক ক্ষতি করেছে। আপনি যখন হঠাৎ করেই অর্থ ও খ্যাতি পান, তখন আপনার কাণ্ডজ্ঞান হারানো তেমন অসম্ভব কিছু নয়। মুম্বাইয়ের মতো একটি শহর যে কাউকে পাগল করে দিতে পারে!’
২০১৯ সালের ‘দ্য কপিল শর্মা’ শোতে রবি স্বীকার করেছিলেন, তিনি ‘গ্যাংস অব ওয়াসিপুর-এ কাজ পেয়েও নিজের ভুলে হাতছাড়া হওয়ায় অনুতপ্ত।
প্রথমবারের মতো নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমেরিকান কারি অ্যাওয়ার্ড ২০২৫। রন্ধনশিল্পীদের সম্মাননা দেওয়ার প্রক্রিয়ায় আমেরিকান কারি অ্যাওয়ার্ড দাবি করছে তারা বিশ্বের সেরা আয়োজনটি উপস্থাপন করবে।
১৭ ঘণ্টা আগেগত বছর রোজার ঈদে রেকর্ড সংখ্যক ১১টি সিনেমা মুক্তি পেলেও মেলেনি সাফল্য। তাই ওই বছর কোরবানির ঈদে অর্ধেকে নেমে গিয়েছিল সিনেমার সংখ্যা। এবার দেখা যাচ্ছে উল্টো ঘটনা। রোজার ঈদে মুক্তি পাওয়া ৬ সিনেমার ৪টি নিয়ে ছিল দর্শকের ব্যাপক আগ্রহ। তাই এবার রোজার ঈদের তুলনায় কোরবানির ঈদে বাড়ছে সিনেমার সংখ্যা। ইতিমধ্যে
২১ ঘণ্টা আগে৭৮তম কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী দিনটি স্মরণীয় হয়ে রইল ভিন্ন এক কারণে। সিনেমা, রেড কার্পেটে তারকাদের ঝলমলে উপস্থিতি, তাঁদের পোশাক, লুক—সব ছাপিয়ে বারবার উঠে এল বিশ্বরাজনীতির প্রসঙ্গ। কানের মঞ্চে দাঁড়িয়ে ‘যুক্তরাষ্ট্রের সংকীর্ণমনা প্রেসিডেন্ট’ বলে ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্যে কটাক্ষ করলেন প্রখ্যাত
১ দিন আগে‘একসাথে বাঁচি, একসাথে বলি—মঞ্চ আমাদের শক্তি’—এমন স্লোগানে চট্টগ্রামে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী ‘নাট্য সম্ভার ২০২৫’। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই নাট্যোৎসবের আয়োজন করেছে চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম। ১৬ থেকে ২৪ মে প্রতিদিন সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে ৭ নাট্যদলের ৯টি নাটক।
১ দিন আগে