Ajker Patrika

ডিজনির একঝাঁক নতুন কনটেন্ট

বিনোদন ডেস্ক
ডিজনির একঝাঁক নতুন কনটেন্ট

শুধু সিনেমা নয়, দর্শকদের বিনোদন দিতে সিরিজের দিকেও ঝুঁকছে বলিউড। আর সিরিজ মানেই তো ওটিটি। দর্শকদের এই চাহিদা মেটাতে এবার বড়সড় চমক নিয়ে আসতে চলেছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি হটস্টার। এই প্ল্যাটফর্মে আসছে একগুচ্ছ সিরিজ। তবে বেশির ভাগই জনপ্রিয় সিরিজের নতুন সিজন।

অজয় দেবগন, সোনাক্ষী সিনহা এবং সঞ্জয় দত্ত অভিনীত ‘ভূজ’ ছবির প্রিমিয়ার হবে এই প্ল্যাটফর্মে। দেখানো হবে সাইফ আলি খান-ইয়ামি গৌতমের ‘ভূত পুলিশ’। শুধু তাই নয়, ডিজনি হটস্টারের ‘রুদ্র’ সিরিজ দিয়েই ওটিটিতে পা রাখছেন অজয় দেবগন।

আরও রয়েছে কুণাল কাপুর, শাবানা আজমি, ডিনো মারিয়া অভিনীত ‘দ্য এম্পায়ার’। রয়েছে সিদ্ধার্থ ও শ্বেতা ত্রিপাঠি অভিনীত ‘এস্কেপ লাইভ’। টিসকা চোপড়ার ‘ফেয়ার ১.০’ এবং ‘দোস প্রাইসি ঠাকুর গার্লস’ও সামনে দেখা যাবে এই প্ল্যাটফর্মে।

মুক্তির অপেক্ষায় একঝাঁক ডিজনীর কনটেন্টডিজনি প্লাস হটস্টারের নতুন তালিকায় রয়েছে—শেফালি শাহ ও কীর্তি কুলহারির ‘হিউম্যান’। প্রতীক গান্ধী, রিচা চাড্ডা ও আশুতোষ রানার ‘সিক্স সাসপেক্ট’, সত্যরাজের ‘মাই পারফেক্ট হাজব্যান্ড’, সোনিয়া আগারওয়ালের ‘ফ্যামিলি ম্যাটারস’। শিগগিরই দেখা যাবে সুস্মিতা সেনের ‘আরিয়া’ এবং কে কে মেননের ‘স্পেশ্যাল অপস ১.৫ ’, পঙ্কজ ত্রিপাঠির ‘ক্রিমিনাল জাস্টিস’, অতুল কুলকার্নির ‘সিটি অব ড্রিমস’ জনপ্রিয় সিরিজেরও নতুন সিজন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত