শুধু সিনেমা নয়, দর্শকদের বিনোদন দিতে সিরিজের দিকেও ঝুঁকছে বলিউড। আর সিরিজ মানেই তো ওটিটি। দর্শকদের এই চাহিদা মেটাতে এবার বড়সড় চমক নিয়ে আসতে চলেছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি হটস্টার। এই প্ল্যাটফর্মে আসছে একগুচ্ছ সিরিজ। তবে বেশির ভাগই জনপ্রিয় সিরিজের নতুন সিজন।
অজয় দেবগন, সোনাক্ষী সিনহা এবং সঞ্জয় দত্ত অভিনীত ‘ভূজ’ ছবির প্রিমিয়ার হবে এই প্ল্যাটফর্মে। দেখানো হবে সাইফ আলি খান-ইয়ামি গৌতমের ‘ভূত পুলিশ’। শুধু তাই নয়, ডিজনি হটস্টারের ‘রুদ্র’ সিরিজ দিয়েই ওটিটিতে পা রাখছেন অজয় দেবগন।
আরও রয়েছে কুণাল কাপুর, শাবানা আজমি, ডিনো মারিয়া অভিনীত ‘দ্য এম্পায়ার’। রয়েছে সিদ্ধার্থ ও শ্বেতা ত্রিপাঠি অভিনীত ‘এস্কেপ লাইভ’। টিসকা চোপড়ার ‘ফেয়ার ১.০’ এবং ‘দোস প্রাইসি ঠাকুর গার্লস’ও সামনে দেখা যাবে এই প্ল্যাটফর্মে।
ডিজনি প্লাস হটস্টারের নতুন তালিকায় রয়েছে—শেফালি শাহ ও কীর্তি কুলহারির ‘হিউম্যান’। প্রতীক গান্ধী, রিচা চাড্ডা ও আশুতোষ রানার ‘সিক্স সাসপেক্ট’, সত্যরাজের ‘মাই পারফেক্ট হাজব্যান্ড’, সোনিয়া আগারওয়ালের ‘ফ্যামিলি ম্যাটারস’। শিগগিরই দেখা যাবে সুস্মিতা সেনের ‘আরিয়া’ এবং কে কে মেননের ‘স্পেশ্যাল অপস ১.৫ ’, পঙ্কজ ত্রিপাঠির ‘ক্রিমিনাল জাস্টিস’, অতুল কুলকার্নির ‘সিটি অব ড্রিমস’ জনপ্রিয় সিরিজেরও নতুন সিজন।
শুধু সিনেমা নয়, দর্শকদের বিনোদন দিতে সিরিজের দিকেও ঝুঁকছে বলিউড। আর সিরিজ মানেই তো ওটিটি। দর্শকদের এই চাহিদা মেটাতে এবার বড়সড় চমক নিয়ে আসতে চলেছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি হটস্টার। এই প্ল্যাটফর্মে আসছে একগুচ্ছ সিরিজ। তবে বেশির ভাগই জনপ্রিয় সিরিজের নতুন সিজন।
অজয় দেবগন, সোনাক্ষী সিনহা এবং সঞ্জয় দত্ত অভিনীত ‘ভূজ’ ছবির প্রিমিয়ার হবে এই প্ল্যাটফর্মে। দেখানো হবে সাইফ আলি খান-ইয়ামি গৌতমের ‘ভূত পুলিশ’। শুধু তাই নয়, ডিজনি হটস্টারের ‘রুদ্র’ সিরিজ দিয়েই ওটিটিতে পা রাখছেন অজয় দেবগন।
আরও রয়েছে কুণাল কাপুর, শাবানা আজমি, ডিনো মারিয়া অভিনীত ‘দ্য এম্পায়ার’। রয়েছে সিদ্ধার্থ ও শ্বেতা ত্রিপাঠি অভিনীত ‘এস্কেপ লাইভ’। টিসকা চোপড়ার ‘ফেয়ার ১.০’ এবং ‘দোস প্রাইসি ঠাকুর গার্লস’ও সামনে দেখা যাবে এই প্ল্যাটফর্মে।
ডিজনি প্লাস হটস্টারের নতুন তালিকায় রয়েছে—শেফালি শাহ ও কীর্তি কুলহারির ‘হিউম্যান’। প্রতীক গান্ধী, রিচা চাড্ডা ও আশুতোষ রানার ‘সিক্স সাসপেক্ট’, সত্যরাজের ‘মাই পারফেক্ট হাজব্যান্ড’, সোনিয়া আগারওয়ালের ‘ফ্যামিলি ম্যাটারস’। শিগগিরই দেখা যাবে সুস্মিতা সেনের ‘আরিয়া’ এবং কে কে মেননের ‘স্পেশ্যাল অপস ১.৫ ’, পঙ্কজ ত্রিপাঠির ‘ক্রিমিনাল জাস্টিস’, অতুল কুলকার্নির ‘সিটি অব ড্রিমস’ জনপ্রিয় সিরিজেরও নতুন সিজন।
কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা তাঁর সংগীতজীবনের ৬০ বছর পূর্ণ করেছেন। এই উপলক্ষে মাছরাঙা টেলিভিশনের স্টার নাইট অনুষ্ঠানটি সাজানো হয়েছে বিশেষ আয়োজনে। অংশ নিয়েছেন রুনা লায়লা, কথা বলেছেন তাঁর গান ও ক্যারিয়ারের নানা বিষয়ে।
৯ ঘণ্টা আগেগত কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে চমক দেখিয়েছিল ‘উৎসব’। ধুন্ধুমার অ্যাকশনের মধ্যে তানিম নূরের সিনেমাটি যেন স্বস্তির বাতাস এনে দিয়েছিল দর্শকের মাঝে। প্রথম দিন থেকেই দর্শকের আগ্রহের কেন্দ্রে ছিল নব্বইয়ের দশকের প্রেক্ষাপটে নির্মিত পারিবারিক গল্পের উৎসব সিনেমাটি।
১৯ ঘণ্টা আগেপৈতৃক সম্পত্তি নিয়ে ভাই-বোনের বিরোধ অনেক পরিবারেই দেখা যায়। অনেক সময় সম্পত্তির ভাগের জন্য নষ্ট হয়ে যায় ভাই-বোনের সম্পর্ক। সম্পর্ক আর অধিকারের এমন গল্পের সিনেমা নিয়ে আসছেন কোয়েল মল্লিক। কালীপূজা উপলক্ষে ২১ অক্টোবর মুক্তি পাবে ‘স্বার্থপর’ নামের সিনেমাটি। বানিয়েছেন অন্নপূর্ণা বসু।
২০ ঘণ্টা আগে১০ বছর পর জাজ মাল্টিমিডিয়ার সিনেমায় ফিরছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ‘অন্তর্যামী’ নামের সিনেমাটি বানাবেন সৈকত নাসির। গতকাল ফার্স্ট লুক প্রকাশ করে নতুন এই সিনেমার ঘোষণা দিয়েছে জাজ।
২০ ঘণ্টা আগে