অবশেষে সব অপেক্ষার অবসান! আজ বুধবার প্রকাশ্যে এসেছে সালমান খানের ‘টাইগার ৩’ সিনেমার টিজার। মণীশ শর্মা পরিচালিত যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের পরবর্তী সিনেমা ‘টাইগার ৩’ তে এক ঝলকে নজর কেড়েছেন বলিউড ভাইজান। সিনেমাটি মুক্তি পাবে ২০২৩-এর দিওয়ালিতে। আজ প্রযোজক যশ চোপড়ার জন্মদিনে টাইগারের টিজার প্রকাশ্যে আনলেন নির্মাতারা।
যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের জন্মই হয়েছিল টাইগারকে দিয়ে। ২০১২ সালে মুক্তি পেয়েছিল ‘এক থা টাইগার’। এরপর ৫ বছর পর ২০১৭ সালে মুক্তি পায় ‘টাইগার জিন্দা হ্যায়’। ৬ বছরের বিরতি পর মুক্তি পেতে যাচ্ছে ‘টাইগার ৩’।
টিজারের শুরুতে সালমানকে বলতে শোনা যাচ্ছে, ‘আমার নাম অবিনাশ সিং রাঠোর, যদিও আপনারা আমাকে টাইগার বলেই চেনেন। গত ২০ বছর ভারতকে রক্ষা করতে নিজের সবকিছু দিয়েছি। এর বদলে কিচ্ছু চাইনি। কিন্তু আজ চাইছি। আজ আপনাদের সবাইকে বলা হচ্ছে টাইগার বিশ্বাসঘাতক। দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি, আমি আপনাদের শত্রু।’
এরপর সালমানকে বলতে শোনা যায়, ‘গত ২০ বছর সার্ভিস দেওয়ার পরও ভারত থেকে আমার ক্যারেক্টার সার্টিফিকেট চাইতে হচ্ছে। আমার সন্তানকে আমি কিছুই বলব না, ওর দেশ বলবে ওর বাবা কী ছিল, বিশ্বাসঘাতক না দেশপ্রেমিক? বেঁচে থাকলে আবার দেখা হবে। জয় হিন্দ।’
‘টাইগার ৩’ হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায় মুক্তি পাবে আগামী ১০ নভেম্বর। এটি টাইগার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি। ২০১৯ সালের ভারত সিনেমার পর আবার একসঙ্গে দেখা যাবে সালমান আর ক্যাটরিনাকে।
প্রসঙ্গত, সালমান খান ছাড়াও এতে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ ও ইমরান হাশমি। সালমানের ‘টাইগার ৩’ তে সিনেমায় ক্যামিও চরিত্রে হাজির হতে পারেন শাহরুখ খান। সিদ্ধার্থ আনন্দের ব্লকবাস্টার পাঠানের পর আবারও এক পর্দায় টাইগার ও পাঠানকে দেখার জন্য উন্মুখ হয়ে আছেন দর্শকেরা।
অবশেষে সব অপেক্ষার অবসান! আজ বুধবার প্রকাশ্যে এসেছে সালমান খানের ‘টাইগার ৩’ সিনেমার টিজার। মণীশ শর্মা পরিচালিত যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের পরবর্তী সিনেমা ‘টাইগার ৩’ তে এক ঝলকে নজর কেড়েছেন বলিউড ভাইজান। সিনেমাটি মুক্তি পাবে ২০২৩-এর দিওয়ালিতে। আজ প্রযোজক যশ চোপড়ার জন্মদিনে টাইগারের টিজার প্রকাশ্যে আনলেন নির্মাতারা।
যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের জন্মই হয়েছিল টাইগারকে দিয়ে। ২০১২ সালে মুক্তি পেয়েছিল ‘এক থা টাইগার’। এরপর ৫ বছর পর ২০১৭ সালে মুক্তি পায় ‘টাইগার জিন্দা হ্যায়’। ৬ বছরের বিরতি পর মুক্তি পেতে যাচ্ছে ‘টাইগার ৩’।
টিজারের শুরুতে সালমানকে বলতে শোনা যাচ্ছে, ‘আমার নাম অবিনাশ সিং রাঠোর, যদিও আপনারা আমাকে টাইগার বলেই চেনেন। গত ২০ বছর ভারতকে রক্ষা করতে নিজের সবকিছু দিয়েছি। এর বদলে কিচ্ছু চাইনি। কিন্তু আজ চাইছি। আজ আপনাদের সবাইকে বলা হচ্ছে টাইগার বিশ্বাসঘাতক। দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি, আমি আপনাদের শত্রু।’
এরপর সালমানকে বলতে শোনা যায়, ‘গত ২০ বছর সার্ভিস দেওয়ার পরও ভারত থেকে আমার ক্যারেক্টার সার্টিফিকেট চাইতে হচ্ছে। আমার সন্তানকে আমি কিছুই বলব না, ওর দেশ বলবে ওর বাবা কী ছিল, বিশ্বাসঘাতক না দেশপ্রেমিক? বেঁচে থাকলে আবার দেখা হবে। জয় হিন্দ।’
‘টাইগার ৩’ হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায় মুক্তি পাবে আগামী ১০ নভেম্বর। এটি টাইগার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি। ২০১৯ সালের ভারত সিনেমার পর আবার একসঙ্গে দেখা যাবে সালমান আর ক্যাটরিনাকে।
প্রসঙ্গত, সালমান খান ছাড়াও এতে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ ও ইমরান হাশমি। সালমানের ‘টাইগার ৩’ তে সিনেমায় ক্যামিও চরিত্রে হাজির হতে পারেন শাহরুখ খান। সিদ্ধার্থ আনন্দের ব্লকবাস্টার পাঠানের পর আবারও এক পর্দায় টাইগার ও পাঠানকে দেখার জন্য উন্মুখ হয়ে আছেন দর্শকেরা।
নতুন গান প্রকাশ করল ব্যান্ড মেঘদল। শিরোনাম ‘গোলাপের নাম’। এটি মেঘদলের নতুন অ্যালবাম ‘অ্যালুমিনিয়ামের ডানা’র ৭ম গান। গানটি লিখেছেন ও সুর করেছেন শিবু কুমার শীল। ভিডিও নির্মাণ করেছেন সৌরভ সরকার।
১৮ ঘণ্টা আগেএত দিনে ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের ঘরে থাকার কথা ছিল। তবে বাস্তবতা হলো, রাজনৈতিক পট পরিবর্তনের কারণে সময়মতো আসেনি জাতীয় পুরস্কারের ঘোষণা, আয়োজন করা যায়নি অনুষ্ঠানের। শোনা যাচ্ছে, আগামী মাসেই ২০২৩ সালের বিজয়ীদের হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দেওয়া হবে। গত আগস্টের আগেও সবার...
১৮ ঘণ্টা আগেসংস্কৃতি খাতে জাতীয় বাজেটে ন্যূনতম ১ শতাংশ বরাদ্দের দাবি করেছেন সংস্কৃতিকর্মীরা। তাঁরা বলছেন, বিগত এক যুগে জাতীয় বাজেটের আকার বাড়লেও উল্লেখযোগ্য হারে বাড়েনি সংস্কৃতি খাতের বরাদ্দ। গত এক দশকে বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ শূন্য দশমিক শূন্য ৯ শতাংশ থেকে শূন্য দশমিক ১৬ শতাংশের ওপরে ওঠেনি...
১৮ ঘণ্টা আগেবিশ্বের কাছে নতুন বিস্ময় এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি। এআই প্রযুক্তি ব্যবহার করে নানা কণ্ঠের মিথস্ক্রিয়ায় নতুন গান তৈরি হচ্ছে দেদার। সেলিব্রিটিদের কণ্ঠ নকল করে ইউটিউব ও টিকটকে এসব মিউজিক ছাড়া হচ্ছে। তবে অনেক সংগীতশিল্পী এই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে বিরক্ত। রীতিমতো অস্তিত্ব সংকটে...
১৮ ঘণ্টা আগে