মুম্বাইয়ের কাছে খান্ডালায় থাকেন অভিনেতা সুনীল শেঠি। সেখানেই রয়েছে তাঁর বিলাসবহুল বাংলো ‘জাহান’। ইউটিউব শো ‘হোয়্যার দ্য হার্ট ইজ’-এ পাহাড়ের কোলে নিজের বাংলো ঘুরিয়ে দেখালেন এই বলিউড অভিনেতা।
ভিডিওর শুরুতে সুনীল শেঠিকে নিজের বাড়ির সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করতে দেখা যায়। এরপরই বাড়ির বসার ঘর থেকে শুরু করে বাড়ির কোণা কোণা ঘুরে দেখান তিনি। নিজের বাড়ির অন্দরসজ্জায় সবুজের ছোঁয়া রেখেছেন। বিভিন্ন মূর্তি, সোফা, টেবিল-চেয়ার, উঁচু সিলিং, বুদ্ধ মূর্তির দেখা মিলেছে। তিনি জানান, নিজেকে মূলত প্রকৃতির কাছে রাখতে ভালোবাসেন অভিনেতা। তাই তো বাড়ির সজ্জাতেও রয়েছে সেই সবুজের ছোঁয়া।
ডাইনিং রুমে রয়েছে বড় কাঁচের টেবিল। বাড়ির ভেতরে রয়েছে বিভিন্ন প্রজাতির গাছ। কাঁচ দিয়ে ঘেরা বাড়ির বেশিরভাগ জানালা। বাড়ির একটি ঘরের সিলিং পুরোপুরি খোলা যায়। ফলে সেখানে বসে যেমন প্রচুর সূর্যের আলো পাওয়া যায়। তেমনি সিলিং সরিয়ে রাতের চকচকে আকাশ, তারা সবটাই উপভোগ করা যায়।
বাড়ির একটা ঘরে আছে সিনেমার ছোঁয়া। বাড়ির ইন্টেরিয়ার ডিজাইন চোখ ধাঁধাবে আপনার। রয়েছে বড় সুইমিং পুলও। খান্ডালায় এই আলিশান বাংলোয় পরিবারকে সঙ্গে নিয়ে থাকেন অভিনেতা। পাহাড়ের কোলে প্রকৃতির মাঝে তাঁর এই বাংলো। রয়েছে বিরাট বাগান। মনের মতো করে নিজের বাংলো সাজিয়ে তুলেছেন অভিনেতা।
মুম্বাইয়ের কাছে খান্ডালায় থাকেন অভিনেতা সুনীল শেঠি। সেখানেই রয়েছে তাঁর বিলাসবহুল বাংলো ‘জাহান’। ইউটিউব শো ‘হোয়্যার দ্য হার্ট ইজ’-এ পাহাড়ের কোলে নিজের বাংলো ঘুরিয়ে দেখালেন এই বলিউড অভিনেতা।
ভিডিওর শুরুতে সুনীল শেঠিকে নিজের বাড়ির সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করতে দেখা যায়। এরপরই বাড়ির বসার ঘর থেকে শুরু করে বাড়ির কোণা কোণা ঘুরে দেখান তিনি। নিজের বাড়ির অন্দরসজ্জায় সবুজের ছোঁয়া রেখেছেন। বিভিন্ন মূর্তি, সোফা, টেবিল-চেয়ার, উঁচু সিলিং, বুদ্ধ মূর্তির দেখা মিলেছে। তিনি জানান, নিজেকে মূলত প্রকৃতির কাছে রাখতে ভালোবাসেন অভিনেতা। তাই তো বাড়ির সজ্জাতেও রয়েছে সেই সবুজের ছোঁয়া।
ডাইনিং রুমে রয়েছে বড় কাঁচের টেবিল। বাড়ির ভেতরে রয়েছে বিভিন্ন প্রজাতির গাছ। কাঁচ দিয়ে ঘেরা বাড়ির বেশিরভাগ জানালা। বাড়ির একটি ঘরের সিলিং পুরোপুরি খোলা যায়। ফলে সেখানে বসে যেমন প্রচুর সূর্যের আলো পাওয়া যায়। তেমনি সিলিং সরিয়ে রাতের চকচকে আকাশ, তারা সবটাই উপভোগ করা যায়।
বাড়ির একটা ঘরে আছে সিনেমার ছোঁয়া। বাড়ির ইন্টেরিয়ার ডিজাইন চোখ ধাঁধাবে আপনার। রয়েছে বড় সুইমিং পুলও। খান্ডালায় এই আলিশান বাংলোয় পরিবারকে সঙ্গে নিয়ে থাকেন অভিনেতা। পাহাড়ের কোলে প্রকৃতির মাঝে তাঁর এই বাংলো। রয়েছে বিরাট বাগান। মনের মতো করে নিজের বাংলো সাজিয়ে তুলেছেন অভিনেতা।
রবি কিষাণ বলেন, ‘সে আমার দুঃসময়ের সঙ্গী। যখন আমার কিছুই ছিল না, কোনো অর্থ সম্পদ ছিল না; তখনো সে আমার সঙ্গ ছাড়েনি। সকল উত্থান পতনে একমাত্র ভরসা হয়ে সে ছিল আমার পাশে। আজ আমার যত অর্জন, যত সাফল্য; সবই তার জন্য।’
১ ঘণ্টা আগেজাই উলফের আসল নাম সজীব সাহা। বাংলাদেশে জন্ম নেওয়া এই মার্কিন শিল্পী অনেক নামীদামি ফেস্টিভ্যালে তাঁর পারফরম্যান্স দিয়ে মুগ্ধ করেছেন শ্রোতাদের। এবার প্রথমবারের মতো বাংলাদেশে পারফর্ম করতে আসছেন জাই উলফ।
৩ ঘণ্টা আগেএক আফ্রিকান ব্রিটিশ যুবক লন্ডনের ইসকনের নিরামিষ রেস্তোরাঁয় প্রবেশ করেন। হঠাৎ ব্যাগ থেকে কেএফসির একটি বাক্স বের করেন। সেখানে দাঁড়িয়ে সবাইকে দেখিয়ে চিকেন ফ্রাই খেতে শুরু করেন।
৫ ঘণ্টা আগেবর্ষাকালে এমনিতেই কমে যায় কনসার্ট নিয়ে শিল্পিদের ব্যস্ততা। তবে গত কয়েক বছর এই সময়ে দেখা গেছে ইনডোর কনসার্টের আধিক্য। কিন্তু এ বছর প্রেক্ষাপট যেন ভিন্ন। কনসার্টের সংখ্যা কমেছে উল্লেখযোগ্যভাবে। দেশে ব্যস্ততা কমায় বিদেশে কনসার্টের দিকে মনোযোগী হচ্ছেন শিল্পীরা। নগর বাউল জেমস, মাইলস, আর্ক, অর্থহীন...
৭ ঘণ্টা আগে