মুম্বাইয়ের কাছে খান্ডালায় থাকেন অভিনেতা সুনীল শেঠি। সেখানেই রয়েছে তাঁর বিলাসবহুল বাংলো ‘জাহান’। ইউটিউব শো ‘হোয়্যার দ্য হার্ট ইজ’-এ পাহাড়ের কোলে নিজের বাংলো ঘুরিয়ে দেখালেন এই বলিউড অভিনেতা।
ভিডিওর শুরুতে সুনীল শেঠিকে নিজের বাড়ির সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করতে দেখা যায়। এরপরই বাড়ির বসার ঘর থেকে শুরু করে বাড়ির কোণা কোণা ঘুরে দেখান তিনি। নিজের বাড়ির অন্দরসজ্জায় সবুজের ছোঁয়া রেখেছেন। বিভিন্ন মূর্তি, সোফা, টেবিল-চেয়ার, উঁচু সিলিং, বুদ্ধ মূর্তির দেখা মিলেছে। তিনি জানান, নিজেকে মূলত প্রকৃতির কাছে রাখতে ভালোবাসেন অভিনেতা। তাই তো বাড়ির সজ্জাতেও রয়েছে সেই সবুজের ছোঁয়া।
ডাইনিং রুমে রয়েছে বড় কাঁচের টেবিল। বাড়ির ভেতরে রয়েছে বিভিন্ন প্রজাতির গাছ। কাঁচ দিয়ে ঘেরা বাড়ির বেশিরভাগ জানালা। বাড়ির একটি ঘরের সিলিং পুরোপুরি খোলা যায়। ফলে সেখানে বসে যেমন প্রচুর সূর্যের আলো পাওয়া যায়। তেমনি সিলিং সরিয়ে রাতের চকচকে আকাশ, তারা সবটাই উপভোগ করা যায়।
বাড়ির একটা ঘরে আছে সিনেমার ছোঁয়া। বাড়ির ইন্টেরিয়ার ডিজাইন চোখ ধাঁধাবে আপনার। রয়েছে বড় সুইমিং পুলও। খান্ডালায় এই আলিশান বাংলোয় পরিবারকে সঙ্গে নিয়ে থাকেন অভিনেতা। পাহাড়ের কোলে প্রকৃতির মাঝে তাঁর এই বাংলো। রয়েছে বিরাট বাগান। মনের মতো করে নিজের বাংলো সাজিয়ে তুলেছেন অভিনেতা।
মুম্বাইয়ের কাছে খান্ডালায় থাকেন অভিনেতা সুনীল শেঠি। সেখানেই রয়েছে তাঁর বিলাসবহুল বাংলো ‘জাহান’। ইউটিউব শো ‘হোয়্যার দ্য হার্ট ইজ’-এ পাহাড়ের কোলে নিজের বাংলো ঘুরিয়ে দেখালেন এই বলিউড অভিনেতা।
ভিডিওর শুরুতে সুনীল শেঠিকে নিজের বাড়ির সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করতে দেখা যায়। এরপরই বাড়ির বসার ঘর থেকে শুরু করে বাড়ির কোণা কোণা ঘুরে দেখান তিনি। নিজের বাড়ির অন্দরসজ্জায় সবুজের ছোঁয়া রেখেছেন। বিভিন্ন মূর্তি, সোফা, টেবিল-চেয়ার, উঁচু সিলিং, বুদ্ধ মূর্তির দেখা মিলেছে। তিনি জানান, নিজেকে মূলত প্রকৃতির কাছে রাখতে ভালোবাসেন অভিনেতা। তাই তো বাড়ির সজ্জাতেও রয়েছে সেই সবুজের ছোঁয়া।
ডাইনিং রুমে রয়েছে বড় কাঁচের টেবিল। বাড়ির ভেতরে রয়েছে বিভিন্ন প্রজাতির গাছ। কাঁচ দিয়ে ঘেরা বাড়ির বেশিরভাগ জানালা। বাড়ির একটি ঘরের সিলিং পুরোপুরি খোলা যায়। ফলে সেখানে বসে যেমন প্রচুর সূর্যের আলো পাওয়া যায়। তেমনি সিলিং সরিয়ে রাতের চকচকে আকাশ, তারা সবটাই উপভোগ করা যায়।
বাড়ির একটা ঘরে আছে সিনেমার ছোঁয়া। বাড়ির ইন্টেরিয়ার ডিজাইন চোখ ধাঁধাবে আপনার। রয়েছে বড় সুইমিং পুলও। খান্ডালায় এই আলিশান বাংলোয় পরিবারকে সঙ্গে নিয়ে থাকেন অভিনেতা। পাহাড়ের কোলে প্রকৃতির মাঝে তাঁর এই বাংলো। রয়েছে বিরাট বাগান। মনের মতো করে নিজের বাংলো সাজিয়ে তুলেছেন অভিনেতা।
কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা তাঁর সংগীতজীবনের ৬০ বছর পূর্ণ করেছেন। এই উপলক্ষে মাছরাঙা টেলিভিশনের স্টার নাইট অনুষ্ঠানটি সাজানো হয়েছে বিশেষ আয়োজনে। অংশ নিয়েছেন রুনা লায়লা, কথা বলেছেন তাঁর গান ও ক্যারিয়ারের নানা বিষয়ে।
১৫ ঘণ্টা আগেগত কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে চমক দেখিয়েছিল ‘উৎসব’। ধুন্ধুমার অ্যাকশনের মধ্যে তানিম নূরের সিনেমাটি যেন স্বস্তির বাতাস এনে দিয়েছিল দর্শকের মাঝে। প্রথম দিন থেকেই দর্শকের আগ্রহের কেন্দ্রে ছিল নব্বইয়ের দশকের প্রেক্ষাপটে নির্মিত পারিবারিক গল্পের উৎসব সিনেমাটি।
১ দিন আগেপৈতৃক সম্পত্তি নিয়ে ভাই-বোনের বিরোধ অনেক পরিবারেই দেখা যায়। অনেক সময় সম্পত্তির ভাগের জন্য নষ্ট হয়ে যায় ভাই-বোনের সম্পর্ক। সম্পর্ক আর অধিকারের এমন গল্পের সিনেমা নিয়ে আসছেন কোয়েল মল্লিক। কালীপূজা উপলক্ষে ২১ অক্টোবর মুক্তি পাবে ‘স্বার্থপর’ নামের সিনেমাটি। বানিয়েছেন অন্নপূর্ণা বসু।
১ দিন আগে১০ বছর পর জাজ মাল্টিমিডিয়ার সিনেমায় ফিরছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ‘অন্তর্যামী’ নামের সিনেমাটি বানাবেন সৈকত নাসির। গতকাল ফার্স্ট লুক প্রকাশ করে নতুন এই সিনেমার ঘোষণা দিয়েছে জাজ।
১ দিন আগে