বাবাকে হারানোর ঠিক একবছরের মাথায় এবার মাকে হারালেন জনপ্রিয় ভারতীয় অভিনেতা মনোজ বাজপেয়ী। আজ বৃহস্পতিবার সকাল ৮টা ৩০ মিনিটে ভারতের ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, হাসপাতালে গত ২০ দিন জীবনমৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছিলেন মনোজ বাজপেয়ীর গীতা দেবী। তবে তাঁর ঠিক কী হয়েছিল তা এখনও স্পষ্ট নয়। অবশ্য দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। মায়ের শেষ সময়ে পাশে ছিলেন মনোজ।
প্রতিবেদন থেকে আরও জানা যায়, মায়ের মৃত্যুতে অভিনেতার পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতি বলা হয়, ‘গীতা দেবীই ছিলেন মনোজ বাজপেয়ীর শক্তি। তিন ছেলে আর তিন মেয়েকে রেখে গেলেন গীতা দেবী।’
গতকাল বুধবার মনোজ বাজপেয়ীর ‘বান্দা’ শিরোনামে পরবর্তী চলচ্চিত্রের ঘোষণা এসেছে। গতকালই চলচ্চিত্রটির ফার্স্টলুক পোস্টার উন্মোচন করা হয়। সিনেমাটি পরিচালনা করছেন অপূর্ব সিং কারকি। ছবিটি প্রযোজনা করেছেন কমলেশ ভানুশালী, আসিফ শেখ এবং বিশাল গুরনানি।
সম্প্রতি, মনোজ তাঁর ১৯৯৮ সালের ‘সত্য’ চলচ্চিত্রের জনপ্রিয় গান ‘সপনে মে মিলতি হ্যায়’–এর একটি রিমিক্স ভিডিওতে উপস্থিত হয়েছেন। ‘কুদি মেরি’ শিরোনামের গানটিতে মনোজকে ধ্বানী ভানুশালী এবং অভিমন্যু দাসানির সঙ্গে নাচতে দেখা গেছে। রিমিক্সটি করেছেন লিজো জর্জ এবং ডিজে চেতাস।
বাবাকে হারানোর ঠিক একবছরের মাথায় এবার মাকে হারালেন জনপ্রিয় ভারতীয় অভিনেতা মনোজ বাজপেয়ী। আজ বৃহস্পতিবার সকাল ৮টা ৩০ মিনিটে ভারতের ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, হাসপাতালে গত ২০ দিন জীবনমৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছিলেন মনোজ বাজপেয়ীর গীতা দেবী। তবে তাঁর ঠিক কী হয়েছিল তা এখনও স্পষ্ট নয়। অবশ্য দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। মায়ের শেষ সময়ে পাশে ছিলেন মনোজ।
প্রতিবেদন থেকে আরও জানা যায়, মায়ের মৃত্যুতে অভিনেতার পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতি বলা হয়, ‘গীতা দেবীই ছিলেন মনোজ বাজপেয়ীর শক্তি। তিন ছেলে আর তিন মেয়েকে রেখে গেলেন গীতা দেবী।’
গতকাল বুধবার মনোজ বাজপেয়ীর ‘বান্দা’ শিরোনামে পরবর্তী চলচ্চিত্রের ঘোষণা এসেছে। গতকালই চলচ্চিত্রটির ফার্স্টলুক পোস্টার উন্মোচন করা হয়। সিনেমাটি পরিচালনা করছেন অপূর্ব সিং কারকি। ছবিটি প্রযোজনা করেছেন কমলেশ ভানুশালী, আসিফ শেখ এবং বিশাল গুরনানি।
সম্প্রতি, মনোজ তাঁর ১৯৯৮ সালের ‘সত্য’ চলচ্চিত্রের জনপ্রিয় গান ‘সপনে মে মিলতি হ্যায়’–এর একটি রিমিক্স ভিডিওতে উপস্থিত হয়েছেন। ‘কুদি মেরি’ শিরোনামের গানটিতে মনোজকে ধ্বানী ভানুশালী এবং অভিমন্যু দাসানির সঙ্গে নাচতে দেখা গেছে। রিমিক্সটি করেছেন লিজো জর্জ এবং ডিজে চেতাস।
শাকিব খান অভিনীত তাণ্ডব একইসঙ্গে মুক্তি পাবে দেশের দুই ওটিটি প্ল্যাটফর্ম হইচই ও চরকিতে। আজ প্ল্যাটফর্ম দুটি এ ঘোষণা দিয়েছে। ওটিটিতে তাণ্ডব মুক্তির নির্দিষ্ট তারিখ না জানালেও প্ল্যাটফর্ম দুটি নিশ্চিত করেছে, আগস্ট মাসে ওটিটিতে আসবে সিনেমাটি।
১ ঘণ্টা আগেবাবার কথা অক্ষরে অক্ষরে মেনে চলেন সালমান খান। তাঁর বাবা প্রখ্যাত চিত্রনাট্যকার ও প্রযোজক সেলিম খান। ক্যারিয়ারের শুরু থেকেই বাবার পরামর্শ মেনে কাজ করছেন বলিউড ভাইজান। তাঁর ব্যক্তিজীবনেও ছাপ ফেলেছে বাবার জীবনদর্শন। তবে সম্প্রতি বাবার মুখ থেকে একটি উপদেশ শুনে বেশ আফসোসই হলো সালমানের। ভক্তদের সঙ্গে সেটা
৩ ঘণ্টা আগেযুক্তরাজ্যের যে সিনেমা হলে এই ঘটনা ঘটেছে, সেখানে পবন কল্যাণ অভিনীত তেলুগু সিনেমা ‘হারি হারা ভেরা মাল্লু’র প্রদর্শনী চলছিল। হঠাৎ প্রদর্শনী থামিয়ে দেওয়া হয়। কেন সিনেমা হল নোংরা করা হচ্ছে—দর্শকদের এমন প্রশ্ন করেন হলের কর্মীরা।
৬ ঘণ্টা আগেওয়েব কনটেন্টের নিয়মিত দর্শক চিত্রাঙ্গদা সিং। এই বলিউড অভিনেত্রীর ওয়াচ লিস্টে রয়েছে সারা বিশ্বের সিনেমা-সিরিজ। বর্তমানে তিনি দেখছেন ‘ল্যান্ডম্যান’। চিত্রাঙ্গদার প্রিয় হয়ে উঠেছে সিরিজটি। অভিনেত্রী জানালেন তাঁর আরও দুই পছন্দের ওয়েব সিরিজের নাম।
৯ ঘণ্টা আগে