বাবাকে হারানোর ঠিক একবছরের মাথায় এবার মাকে হারালেন জনপ্রিয় ভারতীয় অভিনেতা মনোজ বাজপেয়ী। আজ বৃহস্পতিবার সকাল ৮টা ৩০ মিনিটে ভারতের ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, হাসপাতালে গত ২০ দিন জীবনমৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছিলেন মনোজ বাজপেয়ীর গীতা দেবী। তবে তাঁর ঠিক কী হয়েছিল তা এখনও স্পষ্ট নয়। অবশ্য দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। মায়ের শেষ সময়ে পাশে ছিলেন মনোজ।
প্রতিবেদন থেকে আরও জানা যায়, মায়ের মৃত্যুতে অভিনেতার পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতি বলা হয়, ‘গীতা দেবীই ছিলেন মনোজ বাজপেয়ীর শক্তি। তিন ছেলে আর তিন মেয়েকে রেখে গেলেন গীতা দেবী।’
গতকাল বুধবার মনোজ বাজপেয়ীর ‘বান্দা’ শিরোনামে পরবর্তী চলচ্চিত্রের ঘোষণা এসেছে। গতকালই চলচ্চিত্রটির ফার্স্টলুক পোস্টার উন্মোচন করা হয়। সিনেমাটি পরিচালনা করছেন অপূর্ব সিং কারকি। ছবিটি প্রযোজনা করেছেন কমলেশ ভানুশালী, আসিফ শেখ এবং বিশাল গুরনানি।
সম্প্রতি, মনোজ তাঁর ১৯৯৮ সালের ‘সত্য’ চলচ্চিত্রের জনপ্রিয় গান ‘সপনে মে মিলতি হ্যায়’–এর একটি রিমিক্স ভিডিওতে উপস্থিত হয়েছেন। ‘কুদি মেরি’ শিরোনামের গানটিতে মনোজকে ধ্বানী ভানুশালী এবং অভিমন্যু দাসানির সঙ্গে নাচতে দেখা গেছে। রিমিক্সটি করেছেন লিজো জর্জ এবং ডিজে চেতাস।
বাবাকে হারানোর ঠিক একবছরের মাথায় এবার মাকে হারালেন জনপ্রিয় ভারতীয় অভিনেতা মনোজ বাজপেয়ী। আজ বৃহস্পতিবার সকাল ৮টা ৩০ মিনিটে ভারতের ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, হাসপাতালে গত ২০ দিন জীবনমৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছিলেন মনোজ বাজপেয়ীর গীতা দেবী। তবে তাঁর ঠিক কী হয়েছিল তা এখনও স্পষ্ট নয়। অবশ্য দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। মায়ের শেষ সময়ে পাশে ছিলেন মনোজ।
প্রতিবেদন থেকে আরও জানা যায়, মায়ের মৃত্যুতে অভিনেতার পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতি বলা হয়, ‘গীতা দেবীই ছিলেন মনোজ বাজপেয়ীর শক্তি। তিন ছেলে আর তিন মেয়েকে রেখে গেলেন গীতা দেবী।’
গতকাল বুধবার মনোজ বাজপেয়ীর ‘বান্দা’ শিরোনামে পরবর্তী চলচ্চিত্রের ঘোষণা এসেছে। গতকালই চলচ্চিত্রটির ফার্স্টলুক পোস্টার উন্মোচন করা হয়। সিনেমাটি পরিচালনা করছেন অপূর্ব সিং কারকি। ছবিটি প্রযোজনা করেছেন কমলেশ ভানুশালী, আসিফ শেখ এবং বিশাল গুরনানি।
সম্প্রতি, মনোজ তাঁর ১৯৯৮ সালের ‘সত্য’ চলচ্চিত্রের জনপ্রিয় গান ‘সপনে মে মিলতি হ্যায়’–এর একটি রিমিক্স ভিডিওতে উপস্থিত হয়েছেন। ‘কুদি মেরি’ শিরোনামের গানটিতে মনোজকে ধ্বানী ভানুশালী এবং অভিমন্যু দাসানির সঙ্গে নাচতে দেখা গেছে। রিমিক্সটি করেছেন লিজো জর্জ এবং ডিজে চেতাস।
বিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
৩৪ মিনিট আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
৩৯ মিনিট আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
৪৩ মিনিট আগেকালজয়ী রূপকথা ‘স্নো হোয়াইট’কে নতুনভাবে পর্দায় নিয়ে এসেছে ডিজনি। প্রায় ২৭০ মিলিয়ন ডলার বাজেটে তৈরি হয়েছে স্নো হোয়াইট। ডিজনির অন্যতম ব্যয়বহুল এই মিউজিক্যাল ফ্যান্টাসি মুক্তির আগে থেকেই নানা বিতর্কে জড়িয়েছিল। গত ২১ মার্চে মুক্তির পর বিতর্ক বেড়েছে আরও।
১ ঘণ্টা আগে