জীবনে হাজারো সমস্যার মাঝেই বন্ধুদের খেয়াল রাখা জরুরি। এটাই যেন প্রমাণ করলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। ব্যক্তিগত সমস্যার মাঝেই মা সুনন্দা শেঠিকে নিয়ে বন্ধু সালমানের খবর নিতে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে গেলেন তিনি।
গতকাল বৃহস্পতিবার শিল্পা শেঠি আর স্বামী রাজ কুন্দ্রার প্রায় ৯৮ কোটি রুপির সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট)। আরও অনেক কিছুর সঙ্গে এই সম্পত্তির তালিকায় আছে নায়িকার জুহুর ফ্ল্যাট, রাজ কুন্দ্রার পুনের বাংলো। রাজ বা শিল্পা কেউই এ বিষয়ে মুখ না খুললেও তাঁদের আইনজীবী জানিয়েছেন, তাঁরা আইন মেনে সব ব্যবস্থা নেবেন।
সকাল থেকে যখন এই নিয়ে চর্চা, এর মাঝেই সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন শিল্পা আর তাঁর মা সুনন্দা শেঠি। যদিও কেন তাঁরা দেখা করতে গিয়েছিলেন সে বিষয়ে জানাননি কেউই। তবে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, কদিন আগে বন্ধু সালমানের বাড়ির সামনে গুলি চলার জেরেই এই সাক্ষাৎ।
শিল্পা আর সালমানের বন্ধুত্ব অনেক পুরোনো। তাঁদের পরিবারও খুব ঘনিষ্ঠ। সব সময় একে অন্যের সমস্যায় পাশে থেকেছেন। যে কারও দরকারে এগিয়ে আসেন বলে সালমানের সুনাম আছে। তাই হয়তো নিজের বিপদের মাঝেও বন্ধুর খবর নিতে গেলেন শিল্পা।
উল্লেখ্য, ‘অউজার’, ‘গর্ব: প্রাইড অ্যান্ড অনার’, ‘ফির মিলেঙ্গে’, ‘শাদি করকে ফাঁস গ্যায়া ইয়ার’সহ বেশ কয়েকটি সিনেমায় একসঙ্গে দেখা গেছে শিল্পা-সালমানকে।
জীবনে হাজারো সমস্যার মাঝেই বন্ধুদের খেয়াল রাখা জরুরি। এটাই যেন প্রমাণ করলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। ব্যক্তিগত সমস্যার মাঝেই মা সুনন্দা শেঠিকে নিয়ে বন্ধু সালমানের খবর নিতে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে গেলেন তিনি।
গতকাল বৃহস্পতিবার শিল্পা শেঠি আর স্বামী রাজ কুন্দ্রার প্রায় ৯৮ কোটি রুপির সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট)। আরও অনেক কিছুর সঙ্গে এই সম্পত্তির তালিকায় আছে নায়িকার জুহুর ফ্ল্যাট, রাজ কুন্দ্রার পুনের বাংলো। রাজ বা শিল্পা কেউই এ বিষয়ে মুখ না খুললেও তাঁদের আইনজীবী জানিয়েছেন, তাঁরা আইন মেনে সব ব্যবস্থা নেবেন।
সকাল থেকে যখন এই নিয়ে চর্চা, এর মাঝেই সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন শিল্পা আর তাঁর মা সুনন্দা শেঠি। যদিও কেন তাঁরা দেখা করতে গিয়েছিলেন সে বিষয়ে জানাননি কেউই। তবে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, কদিন আগে বন্ধু সালমানের বাড়ির সামনে গুলি চলার জেরেই এই সাক্ষাৎ।
শিল্পা আর সালমানের বন্ধুত্ব অনেক পুরোনো। তাঁদের পরিবারও খুব ঘনিষ্ঠ। সব সময় একে অন্যের সমস্যায় পাশে থেকেছেন। যে কারও দরকারে এগিয়ে আসেন বলে সালমানের সুনাম আছে। তাই হয়তো নিজের বিপদের মাঝেও বন্ধুর খবর নিতে গেলেন শিল্পা।
উল্লেখ্য, ‘অউজার’, ‘গর্ব: প্রাইড অ্যান্ড অনার’, ‘ফির মিলেঙ্গে’, ‘শাদি করকে ফাঁস গ্যায়া ইয়ার’সহ বেশ কয়েকটি সিনেমায় একসঙ্গে দেখা গেছে শিল্পা-সালমানকে।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় শোকে কাতর পুরো দেশ। এমন মর্মান্তিক ঘটনায় ব্যথিত হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা সিমলাও। আজ বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় মহাখালীর রাওয়া কনভেনশন হলে গণমাধ্যমের সামনে কান্নায় ভেঙে পড়েন এই অভিনেত্রী।
৮ ঘণ্টা আগেআজ বুধবার সন্ধ্যায় ফেসবুকে নুসরাত ফারিয়া লেখেন, ‘ডিপ্রেশন আর ট্রমা কল্পনার কিছু না, এগুলো বাস্তব, নিঃশব্দ, কিন্তু ভেতর থেকে ধ্বংস করে দেয়। অনেক সময় এসব শুরু হয় ছোটবেলায়, আর একটিমাত্র ঘটনা বদলে দিতে পারে গোটা জীবন।
১০ ঘণ্টা আগেরাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ব্যান্ড তারকা নগর বাউল জেমস। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় জেমসের একটি কনসার্টের আয়ের অংশবিশেষ দেওয়া হবে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের।
১৪ ঘণ্টা আগেসীমা বিশ্বাসের চরিত্রের সাজপোশাক দেখে অনুমান করা যাচ্ছে, সিনেমায় তাঁকে শেখ হাসিনার চরিত্রে দেখা যাবে। তাঁর অভিব্যক্তি, পরনের ঢাকাই জামদানি শাড়ি এবং মাথায় ঘোমটা দেওয়ার ধরনে তেমনটাই ধারনা করা হচ্ছে।
১৫ ঘণ্টা আগে