কারিনা কাপুর খান নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। অনেক দিন ধরেই ভাল থ্রিলারের খোঁজে ছিলেন কারিনা। এত দিনে মনের মতো রহস্যগল্পের চিত্রনাট্য পেয়েছেন অভিনেত্রী। সুজয় ঘোষের পরিচালনায় একটি থ্রিলারে অভিনয় করতে দেখা যাবে কারিনাকে। ছবির প্রযোজনায় রয়েছেন জয় শেওয়াক্রমনি।
২০২২ সালের ফেব্রুয়ারি মাস থেকেই শুরু হবে ছবির শুটিং। কালিম্পং ও দার্জিলিঙের পাহাড়ি এলাকায় শুটিং হবে। রহস্যগল্পের জন্য এমন জায়গা বেছে নিয়েছেন সুজয়। আপাতত দু’মাসের শুটিং শিডিউলের পরিকল্পনা করা হয়েছে। তার মধ্যেই ছবির পুরো শুটিং শেষ করার কথা রয়েছে। টানা দু’মাসের শিডিউল থাকায়, তৈমুর ও জেহ হয়তো কারিনার সঙ্গেই থাকবে।
শোনা যাচ্ছে, ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয় অভিনেতাদেরও দেখা যাবে এই ছবিতে। তবে তাঁদের নাম এখনও ঘোষণা করা হয়নি। খুব শিগগিরই ছবির প্রি-প্রোডাকশনের কাজ শুরু হবে উত্তর-পূর্ব ভারতের পাহাড়ি অঞ্চলে। সুজয়ের ছবির কাজ শেষ করে হানসাল মেহতার পরবর্তী ছবির কাজ শুরু করবেন কারিনা।
আমির খানের ‘লাল সিংহ চাড্ডা’ ছবি মুক্তির অপেক্ষায় আছে। এই ছবিতে অভিনয় করছেন কারিনা কাপুর খান। এছাড়াও এই মুহূর্তে কারিনা কাপুর খানের হাতে রয়েছে একগুচ্ছ ছবি। বলিউডের বেবোকে খুব শীঘ্রই দেখা যেতে চলেছে করণ জোহরের ‘তখত’ ছবিতে। যেখানে কারিনা কাপুরের সঙ্গে দেখা যাবে রণবীর সিং, ভিকি কৌশল এবং আলিয়া ভাটকে।
কারিনা কাপুর খান নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। অনেক দিন ধরেই ভাল থ্রিলারের খোঁজে ছিলেন কারিনা। এত দিনে মনের মতো রহস্যগল্পের চিত্রনাট্য পেয়েছেন অভিনেত্রী। সুজয় ঘোষের পরিচালনায় একটি থ্রিলারে অভিনয় করতে দেখা যাবে কারিনাকে। ছবির প্রযোজনায় রয়েছেন জয় শেওয়াক্রমনি।
২০২২ সালের ফেব্রুয়ারি মাস থেকেই শুরু হবে ছবির শুটিং। কালিম্পং ও দার্জিলিঙের পাহাড়ি এলাকায় শুটিং হবে। রহস্যগল্পের জন্য এমন জায়গা বেছে নিয়েছেন সুজয়। আপাতত দু’মাসের শুটিং শিডিউলের পরিকল্পনা করা হয়েছে। তার মধ্যেই ছবির পুরো শুটিং শেষ করার কথা রয়েছে। টানা দু’মাসের শিডিউল থাকায়, তৈমুর ও জেহ হয়তো কারিনার সঙ্গেই থাকবে।
শোনা যাচ্ছে, ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয় অভিনেতাদেরও দেখা যাবে এই ছবিতে। তবে তাঁদের নাম এখনও ঘোষণা করা হয়নি। খুব শিগগিরই ছবির প্রি-প্রোডাকশনের কাজ শুরু হবে উত্তর-পূর্ব ভারতের পাহাড়ি অঞ্চলে। সুজয়ের ছবির কাজ শেষ করে হানসাল মেহতার পরবর্তী ছবির কাজ শুরু করবেন কারিনা।
আমির খানের ‘লাল সিংহ চাড্ডা’ ছবি মুক্তির অপেক্ষায় আছে। এই ছবিতে অভিনয় করছেন কারিনা কাপুর খান। এছাড়াও এই মুহূর্তে কারিনা কাপুর খানের হাতে রয়েছে একগুচ্ছ ছবি। বলিউডের বেবোকে খুব শীঘ্রই দেখা যেতে চলেছে করণ জোহরের ‘তখত’ ছবিতে। যেখানে কারিনা কাপুরের সঙ্গে দেখা যাবে রণবীর সিং, ভিকি কৌশল এবং আলিয়া ভাটকে।
অস্কারজয়ী ভারতীয় সুরকার ও গায়ক এ আর রাহমানের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়—ধর্মান্তর এবং সুফি ইসলাম গ্রহণ। এ নিয়ে একাধিকবার খোলাখুলি কথা বলেছেন তিনি। ২০১৫ সালে প্রকাশিত নাসীর মুন্নি কবিরের লেখা ‘এ আর রাহমান: দ্য স্পিরিট অব মিউজিক’ গ্রন্থে তিনি জানান কীভাবে একজন হিন্দু জ্যোতিষী তাঁর জন্য
১১ ঘণ্টা আগেহলিউডের অন্যতম আলোচিত জুটি টম ক্রুজ ও আনা ডি আরমাস ৯ মাসের কম সময় প্রেম করার পর সম্পর্ক ভেঙে দিলেন। ব্রিটিশ পত্রিকা ‘দ্য সান’-এর প্রতিবেদন অনুযায়ী, দুই তারকাই পারস্পরিক সম্মতিতে ‘শুধুই বন্ধু’ হিসেবে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। এমন খবর এল যখন তাঁদের একসঙ্গে একটি সিনেমায় কাজ করার কথা চলছে।
১২ ঘণ্টা আগেছেলের অসুস্থতার কারণে দুই বছরের অধিক সময় ধরে কানাডাতেই বেশির ভাগ সময় কাটে সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের। সেখান থেকে সুযোগ পেলে কনসার্টে অংশ নিচ্ছেন, তৈরি করছেন নতুন গান। গত আগস্টে প্রকাশ পেয়েছিল তাঁর সুর ও সংগীতায়োজনে কিশোর দাসের ‘কান্দে রে ভাই কান্দে’ শিরোনামের একটি গান।
২১ ঘণ্টা আগেলালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে আজ থেকে কুষ্টিয়া, ঢাকাসহ সারা দেশে একযোগে শুরু হচ্ছে লালন উৎসব—ভক্ত, সাধক আর শিল্পীদের মিলনমেলা। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় আজ কুষ্টিয়াসহ দেশের ৬৪ জেলায় একযোগে লালন উৎসব ও লালন মেলা পালিত হবে।
২১ ঘণ্টা আগে