Ajker Patrika

হানি সিংয়ের বিরুদ্ধে অপহরণ ও নির্যাতনের অভিযোগ

আপডেট : ২০ এপ্রিল ২০২৩, ১৪: ০২
হানি সিংয়ের বিরুদ্ধে অপহরণ ও নির্যাতনের অভিযোগ

আবারও বিপাকে পড়েছেন ভারতীয় র‍্যাপার হানি সিং। বেশ কয়েক বছর গানের জগৎ থেকে দূরে থাকার পর আবারও নতুন অ্যালবাম ৩.০ নিয়ে ফিরেছেন তিনি। বর্তমানে তিনি ব্যস্ত আছেন অ্যালবামের প্রচারে, এরই মাঝে হানি সিংয়ের বিরুদ্ধে দায়ের হলো অপহরণের অভিযোগ। বিবেক রমন নামে একটি ইভেন্ট কোম্পানির মালিক হানির বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

অভিযোগে বিবেক রমন জানায়, টাকা-পয়সার লেনদেনসংক্রান্ত সমস্যার কারণে তিনি ১৫ এপ্রিল হানির সঙ্গে অনুষ্ঠান বাতিল করেন। এর পরই হানি ও তাঁর সহযোগীরা তাঁকে অপহরণ করেন এবং তাঁর ওপর অত্যাচার চালান। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত হানি সিং ও তাঁর পক্ষ থেকে কেউ বিবৃতি দেননি। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এই অভিযোগের কোনো সত্যতা থাকলে বড় ধরনের আইনি জটিলতায় জড়াতে পারেন হানি। 

সম্প্রতি নেটফ্লিক্সে আসতে যাচ্ছে হানি সিংকে নিয়ে একটি তথ্যচিত্র। তাতে হানি জানিয়েছেন, মানসিক অবসাদের কারণেই তিনি গানের দুনিয়া থেকে দীর্ঘ বিরতি নিয়েছিলেন। প্রসঙ্গত, এর আগেও একাধিকবার আইনি জটিলতায় জড়িয়েছেন হানি সিং। এর আগে তাঁর বিরুদ্ধে গানে অশ্লীল শব্দ ব্যবহারের কারণেও অভিযোগ দায়ের হয়েছিল। সাম্প্রতিক বিভিন্ন সাক্ষাৎকারে এ ধরনের অভিযোগ নিয়েও মুখ খুলেছেন হানি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত