Ajker Patrika

নাম বদলে আসছে সুরিয়ার নতুন সিনেমা ‘কানগুভা’

নাম বদলে আসছে সুরিয়ার নতুন সিনেমা ‘কানগুভা’

গত বছর ঘোষণা দেওয়া হয়েছিল সুরিয়া অভিনীত ও সিরুথাই শিবা পরিচালিত নাম চূড়ান্ত না হওয়া একটি দক্ষিণী সিনেমার। প্রাথমিকভাবে এটির নাম রাখা হয়েছিল ‘সুরিয়া ৪২’। অবশেষে নাম চূড়ান্ত হলো আসন্ন বিগ বাজেটের এই সিনেমাটির। আজ রোববার গ্রিন স্টুডিওর টুইটারে আসন্ন সিনেমাটির একটি মোশন টিজার প্রকাশের মাধ্যমে জানানো হয় সিনেমাটির নাম ‘কানগুভা’। শুধু তাই নয়, আসন্ন সর্বশেষ আপডেট অনুযায়ী সিনেমাটি টুডি ও থ্রিডি সংস্করণে মোট ১০টি ভাষায় মুক্তি পাবে।

ক্যারিয়ারের ৪২তম সিনেমায় তামিল পরিচালক শিবার সঙ্গে জুটি বেঁধেছেন তামিল তারকা সুরিয়া। করোনাকালের পরে ‘সোররাই পতরু’ এবং ‘জয় ভীম’-এর মতো আলোড়ন সৃষ্টিকারী সিনেমায় অভিনয় করেছেন তিনি।

দুর্দান্ত কিছু গান কানগুভা-র অন্যতম আকর্ষণ হতে চলেছে। কারণ, সিনেমাটির গানে সুর করেছেন দেবী শ্রী প্রসাদ। যিনি দক্ষিণী মিউজিক ইন্ডাস্ট্রিতে ডিএসপি নামেই খ্যাত।২০২৪সালের শুরুর দিকেই ‘কানগুভা’ মুক্তি পাবে বলে প্রযোজনা প্রতিষ্ঠান নিশ্চিত করেছে।

সিনেমাটি এখন পর্যন্ত সুরিয়ার ক্যারিয়ারের সবচেয়ে বড় প্রযোজনার একটি হতে চলেছে। গত বছরের আগস্ট থেকে শুটিং শুরু হয়েছিল সিনেমাটির। সুরিয়ার বিপরীতে যেখানে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী দিশা পাটানি। এ ছাড়া এই ছবিতে আরও আছেন– যোগি বাবু, রেডিন কিংসলে, কোভাই সারালা ও আনন্দ রাহ। আগামী ২০২৪ সালের প্রথম দিকে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত