গত বছর ঘোষণা দেওয়া হয়েছিল সুরিয়া অভিনীত ও সিরুথাই শিবা পরিচালিত নাম চূড়ান্ত না হওয়া একটি দক্ষিণী সিনেমার। প্রাথমিকভাবে এটির নাম রাখা হয়েছিল ‘সুরিয়া ৪২’। অবশেষে নাম চূড়ান্ত হলো আসন্ন বিগ বাজেটের এই সিনেমাটির। আজ রোববার গ্রিন স্টুডিওর টুইটারে আসন্ন সিনেমাটির একটি মোশন টিজার প্রকাশের মাধ্যমে জানানো হয় সিনেমাটির নাম ‘কানগুভা’। শুধু তাই নয়, আসন্ন সর্বশেষ আপডেট অনুযায়ী সিনেমাটি টুডি ও থ্রিডি সংস্করণে মোট ১০টি ভাষায় মুক্তি পাবে।
ক্যারিয়ারের ৪২তম সিনেমায় তামিল পরিচালক শিবার সঙ্গে জুটি বেঁধেছেন তামিল তারকা সুরিয়া। করোনাকালের পরে ‘সোররাই পতরু’ এবং ‘জয় ভীম’-এর মতো আলোড়ন সৃষ্টিকারী সিনেমায় অভিনয় করেছেন তিনি।
দুর্দান্ত কিছু গান কানগুভা-র অন্যতম আকর্ষণ হতে চলেছে। কারণ, সিনেমাটির গানে সুর করেছেন দেবী শ্রী প্রসাদ। যিনি দক্ষিণী মিউজিক ইন্ডাস্ট্রিতে ডিএসপি নামেই খ্যাত।২০২৪সালের শুরুর দিকেই ‘কানগুভা’ মুক্তি পাবে বলে প্রযোজনা প্রতিষ্ঠান নিশ্চিত করেছে।
সিনেমাটি এখন পর্যন্ত সুরিয়ার ক্যারিয়ারের সবচেয়ে বড় প্রযোজনার একটি হতে চলেছে। গত বছরের আগস্ট থেকে শুটিং শুরু হয়েছিল সিনেমাটির। সুরিয়ার বিপরীতে যেখানে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী দিশা পাটানি। এ ছাড়া এই ছবিতে আরও আছেন– যোগি বাবু, রেডিন কিংসলে, কোভাই সারালা ও আনন্দ রাহ। আগামী ২০২৪ সালের প্রথম দিকে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
গত বছর ঘোষণা দেওয়া হয়েছিল সুরিয়া অভিনীত ও সিরুথাই শিবা পরিচালিত নাম চূড়ান্ত না হওয়া একটি দক্ষিণী সিনেমার। প্রাথমিকভাবে এটির নাম রাখা হয়েছিল ‘সুরিয়া ৪২’। অবশেষে নাম চূড়ান্ত হলো আসন্ন বিগ বাজেটের এই সিনেমাটির। আজ রোববার গ্রিন স্টুডিওর টুইটারে আসন্ন সিনেমাটির একটি মোশন টিজার প্রকাশের মাধ্যমে জানানো হয় সিনেমাটির নাম ‘কানগুভা’। শুধু তাই নয়, আসন্ন সর্বশেষ আপডেট অনুযায়ী সিনেমাটি টুডি ও থ্রিডি সংস্করণে মোট ১০টি ভাষায় মুক্তি পাবে।
ক্যারিয়ারের ৪২তম সিনেমায় তামিল পরিচালক শিবার সঙ্গে জুটি বেঁধেছেন তামিল তারকা সুরিয়া। করোনাকালের পরে ‘সোররাই পতরু’ এবং ‘জয় ভীম’-এর মতো আলোড়ন সৃষ্টিকারী সিনেমায় অভিনয় করেছেন তিনি।
দুর্দান্ত কিছু গান কানগুভা-র অন্যতম আকর্ষণ হতে চলেছে। কারণ, সিনেমাটির গানে সুর করেছেন দেবী শ্রী প্রসাদ। যিনি দক্ষিণী মিউজিক ইন্ডাস্ট্রিতে ডিএসপি নামেই খ্যাত।২০২৪সালের শুরুর দিকেই ‘কানগুভা’ মুক্তি পাবে বলে প্রযোজনা প্রতিষ্ঠান নিশ্চিত করেছে।
সিনেমাটি এখন পর্যন্ত সুরিয়ার ক্যারিয়ারের সবচেয়ে বড় প্রযোজনার একটি হতে চলেছে। গত বছরের আগস্ট থেকে শুটিং শুরু হয়েছিল সিনেমাটির। সুরিয়ার বিপরীতে যেখানে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী দিশা পাটানি। এ ছাড়া এই ছবিতে আরও আছেন– যোগি বাবু, রেডিন কিংসলে, কোভাই সারালা ও আনন্দ রাহ। আগামী ২০২৪ সালের প্রথম দিকে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশে নতুন অনেক কিছু যুক্ত করেছেন পরিচালক জেমস ক্যামেরন। গল্পের প্লটে বদল এসেছে। প্যান্ডোরার অধিবাসী না’ভি জাতির সংকট বদলেছে। মানুষ ছাড়াও আরেক ভয়ানক জাতির বিরুদ্ধে লড়তে হচ্ছে তাদের।
২ ঘণ্টা আগে১৯৯৮ সালে মুক্তি পেয়েছিল বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘হঠাৎ বৃষ্টি’। সিনেমাটি প্রথম প্রদর্শিত হয় টেলিভিশনে। এরপর সিনেমা হলে মুক্তি পেয়েও রেকর্ড পরিমাণ ব্যবসা করে। সিনেমার গল্পে দর্শক যেভাবে মুগ্ধ হয়েছেন, গানগুলোও পেয়েছিল জনপ্রিয়তা।
৯ ঘণ্টা আগেনাটকে অভিনয় কমিয়ে দিয়েছেন অভিনেতা, নাট্যকার ও নাট্যনির্দেশক আবুল হায়াত। ভালো গল্প ও চরিত্র পেলে কাজ করতে চান তিনি। এ বিষয়ে তিনি বলেন, ‘এখন আগের মতো টানা কাজ করার আগ্রহ পাই না। বয়স বেড়েছে; শরীরটাকে বিশ্রাম দেওয়া দরকার।
৯ ঘণ্টা আগেশুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘তেল ছাড়া পরোটা’। সমাজের নীতিমান ও নীতিহীন মানুষের গল্পে ধারাবাহিকটি রচনা ও পরিচালনা করেছেন কচি খন্দকার। আগামী ৭ আগস্ট থেকে মাছরাঙা টেলিভিশনে ধারাবাহিকটি প্রচারিত হবে সপ্তাহের রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টায়।
৯ ঘণ্টা আগে