জাহ্নবী কাপুর ও বরুন ধাওয়ান অভিনীত বাওয়াল সিনেমায় ‘হলোকাস্ট’ বা বিশ্বজুড়ে ইহুদি গণহত্যা নিয়ে তাচ্ছিল্য করার অভিযোগ উঠেছে। ‘অসংবেদনশীল উপস্থাপন’ হয়েছে দাবি করে চলচ্চিত্রটিকে ওটিটি প্ল্যাটফর্ম থেকে সরাতে আমাজনকে চিঠি দিয়েছে একটি ইহুদি সংস্থা।
সিমোন ভিজেন্থাল সেন্টার নামে সংগঠনটির বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে বলেছে, ‘লাখ লাখ মানুষকে নির্যাতন ও পরিকল্পিত হত্যার’ ভয়াবহ ঘটনাগুলোকে নিয়ে এই ছবিতে তাচ্ছিল্য় করা হয়েছে।
ইহুদিদের গণহত্যার ঘটনাকে একটি প্রেমের গল্পে যেভাবে তুলে ধরা হয়েছে, ভারতের অনেকেও তার সমালোচনা করেছেন। তবে, এই সমালোচনাকে ‘অযৌক্তিক’ বলছেন ছবির পরিচালক ও কলাকুশলীরা।
ছবিটি গত শুক্রবার আমাজনের ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওতে মুক্তি পায়। এতে সদ্য বিবাহিত দম্পতি চরিত্রে অভিনয় করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা বরুণ ধাওয়ান ও জাহ্নবী কাপুর। শুরু থেকেই মূল চরিত্রদের প্রেমের গল্প ও ইহুদি গণহত্যাকে মিলিয়ে বলা সংলাপ নিয়ে সমালোচনা করছেন ছবির দর্শক ও সমালোচকেরা।
এই ছবিতে গ্যাস চেম্বারের ভেতরে কাল্পনিক দৃশ্য আছে, যেখানে নাৎসি নেতা এডলফ হিটলার ও আউশভিৎস মৃত্যু শিবিরকে রূপক হিসেবে ব্যবহার করা হয়।
ছবির গল্পে দেখা যায়, বরুন ইতিহাসের শিক্ষক। ইনস্টাগ্রাম রিল বানিয়ে তাঁর শিক্ষার্থীদের দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে জানানো তাঁর উদ্দেশ্য। স্ত্রীর সঙ্গে সম্পর্কে তার আগ্রহ নেই। তাই বিয়ে বাঁচাতে যত চেষ্টা জাহ্নবীর।
‘বাওয়াল’ নিয়ে শোরগোল চলছে, এটাকে বাণিজ্যিকভাবে সফলও বলা হচ্ছে। প্রযোজনা সংস্থার দাবি, এরই মধ্যে ছবিটি অন্তত ৬০ লাখ ভিউ পেয়েছে। গত বৃহস্পতিবার এটি প্রাইম ভিডিও অ্যাপের ‘ভারতের সেরা দশ’ সিনেমার তালিকার শীর্ষে ছিল।
কিন্তু মুক্তির পর থেকেই ছবিটি নিয়ে আলোচনা চলছে, কিন্তু সবই নেতিবাচক কারণে। খুব ইতিবাচক সাড়া এই সিনেমা পায়নি। ইহুদি গণহত্যার কাল্পনিক চিত্রায়ন ও সংলাপকে ‘কুরুচিপূর্ণ’ হিসেবে অ্যাখ্যা দিয়েছেন সমালোচকেরা।
একটি দৃশ্যে মানুষের লোভের প্রতীক হিসেবে হিটলারকে ব্যবহার করা হয়েছে। রূপক এই চরিত্রে অভিনয় করা জাহ্নবী কাপুর বলেন, ‘আমরা সবাই কিছুটা হিটলারের মতো, তাই না?’
তিনি আরও বলেন, ‘সবার সম্পর্ক তাদের নিজস্ব আউশভিৎসের মধ্যে দিয়ে যায়।’
হিটলারের নেতৃত্বে জার্মানির নাৎসি বাহিনীর সবচেয়ে বড় ডেথ ক্যাম্প বা মৃত্যু শিবির ছিল আউশভিৎস। যেখানে প্রায় এক লাখ ইহুদিকে হত্যা করা হয়।
একটি গ্যাস চেম্বারের ভেতর ডোরাকাটা পোশাক পরে এই দম্পতিকে আউশভিৎসের সেই বীভৎসতার চিত্রায়ন করতে দেখা যায়। আর প্রায় দমবন্ধ মানুষেরা তাদের ঘিরে চিৎকার করছিল।
সিমোন ভিজেন্থাল সেন্টার নামে ইহুদি মানবাধিকার সংস্থা মঙ্গলবার এই সমালোচনায় অংশ নেয়। এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, আউশভিৎসকে রূপক হিসেবে ব্যবহার করা ঠিক না। কারণ মানুষের অশুভ হওয়া সবচেয়ে নিখুঁত উদাহরণ এটি।
বিবৃতিতে বলা হয়, ‘সব সম্পর্কই নিজস্ব আউশভিৎসের মধ্যে দিয়ে যায়’ চরিত্রের মুখে এই উক্তি দিয়ে পরিচালক নিতেশ তিওয়ারি ষাট লাখ ইহুদিসহ হিটলারের গণহত্যার শিকার লাখ লাখ মানুষের স্মৃতিকে তুচ্ছ করেছেন এবং অসম্মান করেছেন।
‘নাৎসি মৃত্যুশিবিরে কাল্পনিক গল্পধারণ করে জনপ্রিয়তা অর্জনই যদি পরিচালকের লক্ষ্য হয়ে থাকে, তবে তিনি সফল হয়েছেন’ বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। সংস্থাটি আমাজন প্রাইমকে এই ছবির অর্থায়ন না করতে এবং প্লাটফর্ম থেকে সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছে।
নির্মাতারা এবিষয়ে কোনো মন্তব্য না করলেও ছবির প্রচারণার এক সাক্ষাৎকারে বরুন ধাওয়ান বলেন, হিন্দি ছবির খুঁটিনাটি নিয়ে মানুষ সমালোচনা করে। কিন্ত ইংরেজি ছবির ক্ষেত্রে অনেক ছাড় দেয়।
পরিচালক নিতেশ তিওয়ারি বলেন, ‘ম্যাগনিফায়িং গ্লাস’ দিয়ে সিনেমা দেখা উচিত না। তাহলে সব কাজেই ভুল ধরা পড়বে।
জাহ্নবী কাপুর ও বরুন ধাওয়ান অভিনীত বাওয়াল সিনেমায় ‘হলোকাস্ট’ বা বিশ্বজুড়ে ইহুদি গণহত্যা নিয়ে তাচ্ছিল্য করার অভিযোগ উঠেছে। ‘অসংবেদনশীল উপস্থাপন’ হয়েছে দাবি করে চলচ্চিত্রটিকে ওটিটি প্ল্যাটফর্ম থেকে সরাতে আমাজনকে চিঠি দিয়েছে একটি ইহুদি সংস্থা।
সিমোন ভিজেন্থাল সেন্টার নামে সংগঠনটির বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে বলেছে, ‘লাখ লাখ মানুষকে নির্যাতন ও পরিকল্পিত হত্যার’ ভয়াবহ ঘটনাগুলোকে নিয়ে এই ছবিতে তাচ্ছিল্য় করা হয়েছে।
ইহুদিদের গণহত্যার ঘটনাকে একটি প্রেমের গল্পে যেভাবে তুলে ধরা হয়েছে, ভারতের অনেকেও তার সমালোচনা করেছেন। তবে, এই সমালোচনাকে ‘অযৌক্তিক’ বলছেন ছবির পরিচালক ও কলাকুশলীরা।
ছবিটি গত শুক্রবার আমাজনের ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওতে মুক্তি পায়। এতে সদ্য বিবাহিত দম্পতি চরিত্রে অভিনয় করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা বরুণ ধাওয়ান ও জাহ্নবী কাপুর। শুরু থেকেই মূল চরিত্রদের প্রেমের গল্প ও ইহুদি গণহত্যাকে মিলিয়ে বলা সংলাপ নিয়ে সমালোচনা করছেন ছবির দর্শক ও সমালোচকেরা।
এই ছবিতে গ্যাস চেম্বারের ভেতরে কাল্পনিক দৃশ্য আছে, যেখানে নাৎসি নেতা এডলফ হিটলার ও আউশভিৎস মৃত্যু শিবিরকে রূপক হিসেবে ব্যবহার করা হয়।
ছবির গল্পে দেখা যায়, বরুন ইতিহাসের শিক্ষক। ইনস্টাগ্রাম রিল বানিয়ে তাঁর শিক্ষার্থীদের দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে জানানো তাঁর উদ্দেশ্য। স্ত্রীর সঙ্গে সম্পর্কে তার আগ্রহ নেই। তাই বিয়ে বাঁচাতে যত চেষ্টা জাহ্নবীর।
‘বাওয়াল’ নিয়ে শোরগোল চলছে, এটাকে বাণিজ্যিকভাবে সফলও বলা হচ্ছে। প্রযোজনা সংস্থার দাবি, এরই মধ্যে ছবিটি অন্তত ৬০ লাখ ভিউ পেয়েছে। গত বৃহস্পতিবার এটি প্রাইম ভিডিও অ্যাপের ‘ভারতের সেরা দশ’ সিনেমার তালিকার শীর্ষে ছিল।
কিন্তু মুক্তির পর থেকেই ছবিটি নিয়ে আলোচনা চলছে, কিন্তু সবই নেতিবাচক কারণে। খুব ইতিবাচক সাড়া এই সিনেমা পায়নি। ইহুদি গণহত্যার কাল্পনিক চিত্রায়ন ও সংলাপকে ‘কুরুচিপূর্ণ’ হিসেবে অ্যাখ্যা দিয়েছেন সমালোচকেরা।
একটি দৃশ্যে মানুষের লোভের প্রতীক হিসেবে হিটলারকে ব্যবহার করা হয়েছে। রূপক এই চরিত্রে অভিনয় করা জাহ্নবী কাপুর বলেন, ‘আমরা সবাই কিছুটা হিটলারের মতো, তাই না?’
তিনি আরও বলেন, ‘সবার সম্পর্ক তাদের নিজস্ব আউশভিৎসের মধ্যে দিয়ে যায়।’
হিটলারের নেতৃত্বে জার্মানির নাৎসি বাহিনীর সবচেয়ে বড় ডেথ ক্যাম্প বা মৃত্যু শিবির ছিল আউশভিৎস। যেখানে প্রায় এক লাখ ইহুদিকে হত্যা করা হয়।
একটি গ্যাস চেম্বারের ভেতর ডোরাকাটা পোশাক পরে এই দম্পতিকে আউশভিৎসের সেই বীভৎসতার চিত্রায়ন করতে দেখা যায়। আর প্রায় দমবন্ধ মানুষেরা তাদের ঘিরে চিৎকার করছিল।
সিমোন ভিজেন্থাল সেন্টার নামে ইহুদি মানবাধিকার সংস্থা মঙ্গলবার এই সমালোচনায় অংশ নেয়। এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, আউশভিৎসকে রূপক হিসেবে ব্যবহার করা ঠিক না। কারণ মানুষের অশুভ হওয়া সবচেয়ে নিখুঁত উদাহরণ এটি।
বিবৃতিতে বলা হয়, ‘সব সম্পর্কই নিজস্ব আউশভিৎসের মধ্যে দিয়ে যায়’ চরিত্রের মুখে এই উক্তি দিয়ে পরিচালক নিতেশ তিওয়ারি ষাট লাখ ইহুদিসহ হিটলারের গণহত্যার শিকার লাখ লাখ মানুষের স্মৃতিকে তুচ্ছ করেছেন এবং অসম্মান করেছেন।
‘নাৎসি মৃত্যুশিবিরে কাল্পনিক গল্পধারণ করে জনপ্রিয়তা অর্জনই যদি পরিচালকের লক্ষ্য হয়ে থাকে, তবে তিনি সফল হয়েছেন’ বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। সংস্থাটি আমাজন প্রাইমকে এই ছবির অর্থায়ন না করতে এবং প্লাটফর্ম থেকে সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছে।
নির্মাতারা এবিষয়ে কোনো মন্তব্য না করলেও ছবির প্রচারণার এক সাক্ষাৎকারে বরুন ধাওয়ান বলেন, হিন্দি ছবির খুঁটিনাটি নিয়ে মানুষ সমালোচনা করে। কিন্ত ইংরেজি ছবির ক্ষেত্রে অনেক ছাড় দেয়।
পরিচালক নিতেশ তিওয়ারি বলেন, ‘ম্যাগনিফায়িং গ্লাস’ দিয়ে সিনেমা দেখা উচিত না। তাহলে সব কাজেই ভুল ধরা পড়বে।
নতুন ওয়েব কনটেন্টে অভিনয় করেছেন এফ এস নাঈম। ‘খুব কাছেরই কেউ’ নামের এই কনটেন্টকে বলা হচ্ছে ফ্ল্যাশ ফিকশন। এতে নাঈমের সহশিল্পী সুনেরাহ বিনতে কামাল। রোমান্টিক ঘরানার কনটেন্টটি পরিচালনা করেছেন সুরকার, গীতিকার ও কণ্ঠশিল্পী আরাফাত মহসিন নিধি। এটি তাঁর দ্বিতীয় নির্মাণ।
২ ঘণ্টা আগেআলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার ফ্রাইডে থিয়েটার স্কুলের উদ্যোগে ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ‘হ্যামেলিনের পাইড পাইপার’ শিরোনামের মঞ্চনাটক। আলিয়ঁস ফ্রঁসেজের ধানমন্ডি শাখার মিলনায়তনে ওই দিন দুটি প্রদর্শনী হবে নাটকটির। প্রথম প্রদর্শনী শুরু হবে বিকেল ৪টা ৩০ মিনিটে, দ্বিতীয়টি সন্ধ্যা ৭টায়।
২ ঘণ্টা আগেইতিহাস গড়তে চলেছে দক্ষিণি অভিনেত্রী কল্যাণী প্রিয়দর্শন অভিনীত মালয়ালম সিনেমা ‘লোকা: চ্যাপ্টার ওয়ান-চন্দ্রা’। ডমিনিক অরুণ পরিচালিত সিনেমাটি মুক্তি পেয়েছিল গত ২৮ আগস্ট। এই সুপারহিরো ফ্যান্টাসি গল্প দেখতে প্রথম দিন থেকেই প্রেক্ষাগৃহে ছিল উপচে পড়া ভিড়। প্রথম সপ্তাহেই শতকোটির ঘর পেরিয়ে যায়।
২ ঘণ্টা আগে১৩ সেপ্টেম্বর শনিবার, রাজধানীর লো মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত হবে গ্লোবাল ব্র্যান্ডস ও মেগাস্টার ফিলিপাইন আয়োজিত ‘মিস অ্যান্ড মিসেস এলিগ্যান্স বাংলাদেশ’। অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৬টায়। সভাপতিত্ব করবেন সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব এবং মিস অ্যান্ড মিসেস এলিগ্যান্স বাংলাদেশের প্রধান উপদেষ্টা রাজু আলীম।
২ ঘণ্টা আগে