ভারতে চলা মহাকুম্ভে মালাবিক্রেতা মোনালিসার ছবি এখন নেট দুনিয়ায় ভাইরাল। শ্যামবর্ণের তরুণীর বাদামি চোখের মণি, উজ্জ্বল হাসি মন কেড়েছে নেটিজেনদের। অনেকে পোস্ট দিচ্ছেন এই অপরূপাকে নিয়ে। শোনা যাচ্ছে, বলিউডেও নাকি ডাক পড়েছে তাঁর। এবার তাঁকে নিয়ে মন্তব্য করলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত।
মোনালিসার রূপের প্রশংসা করলেন ‘কন্ট্রোভার্সি’ খ্যাত কঙ্গনা। পাশাপাশি বলিউডে শ্যামলা সুন্দরীদের অভাব রয়েছে বলেও মন্তব্য করেন। দীপিকা পাড়ুকোন, বিপাশা বসু, কাজলের মতো ‘ডাস্কি বিউটি’র নামও টেনে আনেন কঙ্গনা।
মোনালিসার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন কঙ্গনা। ক্যাপশনে অভিনেত্রী লেখেন, নিজের প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নেট দুনিয়ায় আকর্ষণ হয়ে উঠেছেন মোনালিসা। তাঁর ছবি তোলার জন্য মানুষ যেভাবে হেনস্তা করছে, তা মোটেই সমর্থন করছি না। কিন্তু একটা প্রশ্ন করতেই হবে, রুপালি দুনিয়ায় কি আর ভারতীয় শ্যামলা সুন্দরীদের প্রতিনিধিত্ব কেউ করে?’
কঙ্গনা আরও লেখেন, ‘একসময় অনু অগ্রবাল, কাজল, বিপাশা বসু ও রানি মুখোপাধ্যায় এমনকি দীপিকা পাড়ুকোনকে মানুষ যেমন ভালোবাসা দিয়েছে, তেমন কি এই প্রজন্মে হচ্ছে?’
একসময় বলিউডের শ্যামলা সুন্দরীরা বিভিন্ন প্রসাধনী ব্যবহার করে ফরসা হয়ে উঠেছেন বলেও মন্তব্য করেন কঙ্গনা। তবে তাঁদের মুখে আগের সেই উজ্জ্বলতা নেই বলেও উল্লেখ করেন তিনি। এ প্রসঙ্গ টেনে কঙ্গনা বলিউডের শ্যামলা অভিনেত্রীদের গ্রহণ করার বিষয়ে প্রশ্ন করেন। ‘মোনালিসাকে যেভাবে গ্রহণ করা হলো, কেন নতুন প্রজন্মের শ্যামলা অভিনেত্রীদের গ্রহণ করছেন না দর্শক?’
ভারতে চলা মহাকুম্ভে মালাবিক্রেতা মোনালিসার ছবি এখন নেট দুনিয়ায় ভাইরাল। শ্যামবর্ণের তরুণীর বাদামি চোখের মণি, উজ্জ্বল হাসি মন কেড়েছে নেটিজেনদের। অনেকে পোস্ট দিচ্ছেন এই অপরূপাকে নিয়ে। শোনা যাচ্ছে, বলিউডেও নাকি ডাক পড়েছে তাঁর। এবার তাঁকে নিয়ে মন্তব্য করলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত।
মোনালিসার রূপের প্রশংসা করলেন ‘কন্ট্রোভার্সি’ খ্যাত কঙ্গনা। পাশাপাশি বলিউডে শ্যামলা সুন্দরীদের অভাব রয়েছে বলেও মন্তব্য করেন। দীপিকা পাড়ুকোন, বিপাশা বসু, কাজলের মতো ‘ডাস্কি বিউটি’র নামও টেনে আনেন কঙ্গনা।
মোনালিসার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন কঙ্গনা। ক্যাপশনে অভিনেত্রী লেখেন, নিজের প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নেট দুনিয়ায় আকর্ষণ হয়ে উঠেছেন মোনালিসা। তাঁর ছবি তোলার জন্য মানুষ যেভাবে হেনস্তা করছে, তা মোটেই সমর্থন করছি না। কিন্তু একটা প্রশ্ন করতেই হবে, রুপালি দুনিয়ায় কি আর ভারতীয় শ্যামলা সুন্দরীদের প্রতিনিধিত্ব কেউ করে?’
কঙ্গনা আরও লেখেন, ‘একসময় অনু অগ্রবাল, কাজল, বিপাশা বসু ও রানি মুখোপাধ্যায় এমনকি দীপিকা পাড়ুকোনকে মানুষ যেমন ভালোবাসা দিয়েছে, তেমন কি এই প্রজন্মে হচ্ছে?’
একসময় বলিউডের শ্যামলা সুন্দরীরা বিভিন্ন প্রসাধনী ব্যবহার করে ফরসা হয়ে উঠেছেন বলেও মন্তব্য করেন কঙ্গনা। তবে তাঁদের মুখে আগের সেই উজ্জ্বলতা নেই বলেও উল্লেখ করেন তিনি। এ প্রসঙ্গ টেনে কঙ্গনা বলিউডের শ্যামলা অভিনেত্রীদের গ্রহণ করার বিষয়ে প্রশ্ন করেন। ‘মোনালিসাকে যেভাবে গ্রহণ করা হলো, কেন নতুন প্রজন্মের শ্যামলা অভিনেত্রীদের গ্রহণ করছেন না দর্শক?’
স্বাধীন বাংলাদেশের শুরু থেকেই ঢাকাই সিনেমার সঙ্গে জড়িত সোহেল রানা। বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘ওরা ১১ জন’-এর প্রযোজক হিসেবে চলচ্চিত্রজগতে প্রবেশ করেন মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা। সিনেমাটি ১৯৭২ সালে মুক্তি পায়। অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ এর দুই বছর
৭ ঘণ্টা আগেসোলস ব্যান্ডের আত্মপ্রকাশ চট্টগ্রামে ১৯৭৩ সালে। তবে ব্যান্ডটির কার্যক্রম শুরু হয় তারও এক বছর আগে (১৯৭২)। সাজেদ উল আলমের নেতৃত্বে কয়েক তরুণ ‘সুরেলা’ নামের একটি ব্যান্ড গঠন করে। ১৯৭৩ সালে ব্যান্ডের নাম পরিবর্তন করে রাখা হয় ‘সোলস’। সাজেদ, লুলু ও রনি ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য। এরপর আর থেমে থাকতে হয়নি...
৭ ঘণ্টা আগেএক বছরের বেশি সময় ধরে বলিউডে চর্চা চলছে ডন সিনেমার সিকুয়েল নিয়ে। অমিতাভ ও শাহরুখের পর ডনের ভূমিকায় রণবীর সিংয়ের নাম ঘোষণা হওয়ার পর থেকেই আলোচনায় উঠে এসেছে ‘ডন থ্রি’। সিনেমার নায়িকা নিয়েও জল্পনা তুঙ্গে। প্রথমে শোনা গিয়েছিল প্রিয়াঙ্কার পরিবর্তে ডন থ্রিতে নায়িকা হচ্ছেন কিয়ারা আদভানি। মাতৃত্বকালীন...
৭ ঘণ্টা আগেদীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস জাভেদ। আজ ১৬ এপ্রিল শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে বাসার নিকটতম উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে।
২১ ঘণ্টা আগে