Ajker Patrika

বায়োপিকে রণবীর কাপুরকে চান সৌরভ গাঙ্গুলি

বায়োপিকে রণবীর কাপুরকে চান সৌরভ গাঙ্গুলি

এবার বড়পর্দায় দেখা যাবে সৌরভ গাঙ্গুলির জীবন। তাতে রণবীর কাপুরকে দেখা যেতে পারে সৌরভের চরিত্রে। ভারতের সাবেক এই অধিনায়কের বায়োপিক বানাচ্ছেন নির্মাতা লাভ রঞ্জন। তাতে নিজের চরিত্রে রণবীর কাপুরকে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন সৌরভ গাঙ্গুলি। এখন সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ চলছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে তা জানা যায়।

চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখছেন সৌরভ গাঙ্গুলি নিজেই। সম্প্রতি গাঙ্গুলি জানান এর জন্য তিনি মুম্বাই ভ্রমণ করছেন এবং চলচ্চিত্রের প্লটগুলো নিয়ে আলোচনা হয়েছে পরিচালকের সঙ্গে। তাঁর এবং প্রযোজনা সংস্থার ব্যস্ততার কারণে বায়োপিকটির কাজ কয়েক মাস স্থগিত ছিল। তবে এবার শিগগিরই তা শেষ হবে বলে জানিয়েছেন সাবেক এই অধিনায়ক। সিনেমায় অন্যান্য চরিত্রে আর কারা অভিনয় করেছেন তা জানা যায়নি।

সৌরভের বায়োপিকে দেখা যেতে পারে রণবীরকে।চলচ্চিত্রটি পরিচালনার বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করে পরিচালক লাভ রঞ্জন এক টুইটে জানান, ‘লাভ ফিল্মস পরিবারে দাদাকে পাওয়া আমাদের কাছে অনেক সম্মানজনক! আমাদেরকে আপনার জীবনের একটি অংশ করার জন্য ধন্যবাদ দাদা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত