Ajker Patrika

শিল্পার বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ

শিল্পার বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ

আর্থিক প্রতারণার অভিযোগে শিল্পা শেঠি, শমিতা শেঠি আর তাঁদের মাকে তলব করলেন আন্ধেরি আদালত। সময়মতো তাঁরা লোন পরিশোধ করেননি বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। ২৮ ফেব্রুয়ারি তাঁদের হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে।

ফরহাদ নামে এক ব্যবসায়ীর জুহু থানায় শিল্পার পরিবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। যেখানে অভিযোগ তোলা হয়েছে, ২০১৫ সালে শিল্পার বাবা তাঁর কাছ থেকে ২১ লক্ষ টাকা লোন নিয়েছিলেন। কথা ছিল ২০১৭ সালের জানুয়ারির মধ্যে টাকা ফেরত দেওয়ার। কিন্তু সেই টাকা এখনও দেওয়া হয়নি। শিল্পার বাবা মারা গিয়েছেন। শিল্পা-শমিতা আর তাঁর মা সেই টাকা ফেরত দিতে অস্বীকার করেছেন। ফলে পুলিশের দ্বারস্থ হন তিনি। সেই অভিযোগের ভিত্তিতেই তলব করেছেন আন্ধেরি আদালত।

গত বছর পর্ন কান্ডে শিল্পার স্বামী জেল খাটেন। নানা অভিযোগ তোলা হয় শিল্পাকে ঘিরেও। তবে রাজ জেল থেকে ঘরে ফেরার পর কিছুটা স্বভাবিক হয়েছিল সবকিছু। সম্প্রতি রাজের সাথে মিলে একটি রেস্তোরাঁ চালু করেছেন শিল্পা। রাজ ৩৮.৫ কোটি টাকার সম্পত্তি হস্তান্তর করেন শিল্পার নামে। রাজ কুন্দ্রা শিল্পাকে ৩৮.৫ কোটি মূল্যের মোট ৫ টি ফ্ল্যাট হস্তান্তর করেছেন। তা নিয়েও কম বিতর্ক হয়নি!

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত