‘পরিণীতা’ খ্যাত বলিউড নির্মাতা প্রদীপ সরকার মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার ভোরে তাঁর মৃত্যু হয়। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস প্রতিবেদনে জানিয়েছে, অনেক দিন ধরেই কিডনি রোগে ভুগছিলেন তিনি, চলছিল ডায়ালাইসিস। কিন্তু হঠাৎ করেই শরীরে পটাশিয়ামের পরিমাণ কমতে থাকে তাঁর। গতকাল হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মারা যান এই নির্মাতা।
প্রদীপ সরকারের মৃত্যুসংবাদ টুইটারে প্রথম জানিয়েছেন নির্মাতা হংসল মেহতা। আজ শুক্রবার সকালে তিনি লিখেছেন, প্রদীপ সরকার, ‘দাদা, আপনার আত্মার শান্তি হোক।’
বিজ্ঞাপন নির্মাণের মাধ্যমে ক্যারিয়ার শুরু হয়েছিল প্রদীপ সরকারের। বাঙালি পরিচালক হয়েও মূলত মুম্বাইয়েই কাজ করতেন তিনি। তাঁর নির্মিত সিনেমার সংখ্যা কম হলেও প্রতিটি সিনেমা সফলতা এনে দিয়েছিল। ২০০৫ সালে ‘পরিণীতা’ সিনেমা দিয়ে পরিচালনায় আসেন প্রদীপ। ব্যবসাসফল সিনেমাটিতে অভিনয় করেছিলেন সাইফ আলী খান ও বিদ্যা বালান। এরপর তাঁর নির্মিত ২০০৭ সালে ‘লাগা চুনরি মে দাগ’ দর্শকের মন ছুঁয়ে যায়। এরপর আরও একাধিক সিনেমার মাধ্যমে আলোচনায় আসেন প্রদীপ। এর মধ্যে ‘লাফাঙ্গে পরিন্দে’ (২০১০), ‘মার্দানি’ (২০১৪), ‘হেলিকপ্টার ইলা’র (২০১৮) মতো সিনেমা উল্লেখযোগ্য।
প্রদীপের মৃত্যুতে বলিউডে শোকের ছায়া নেমেছে। শোকবার্তা দিয়েছেন অভিনেতা অজয় দেবগন, মনোজ বাজপেয়ি, অভিষেক বচ্চনসহ আরও অনেকে।
ওটিটি প্ল্যাটফর্মেও দাপটের সঙ্গে কাজ করছিলেন প্রদীপ সরকার। ‘কোল্ড লস্যি অউর চিকেন মাশালা’, ‘অ্যারেঞ্জ ম্যারেজ’, ‘ফরবিডেন লাভ’, ‘দৌরাঙ্গা’র মতো ওয়েব সিরিজ পরিচালনা করেছিলেন তিনি।
গত বছর কঙ্গনা রানাউতকে নিয়ে ‘নটী বিনোদিনী’র বায়োপিক হিন্দিতে নির্মাণের কথা চূড়ান্ত ছিল প্রদীপ সরকারের। সিনেমাটির প্রিপ্রোডাকশনের কাজ চলছিল। কিন্তু কাজটি অসম্পূর্ণ রেখেই মারা গেলেন এই বাঙালি পরিচালক।
‘পরিণীতা’ খ্যাত বলিউড নির্মাতা প্রদীপ সরকার মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার ভোরে তাঁর মৃত্যু হয়। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস প্রতিবেদনে জানিয়েছে, অনেক দিন ধরেই কিডনি রোগে ভুগছিলেন তিনি, চলছিল ডায়ালাইসিস। কিন্তু হঠাৎ করেই শরীরে পটাশিয়ামের পরিমাণ কমতে থাকে তাঁর। গতকাল হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মারা যান এই নির্মাতা।
প্রদীপ সরকারের মৃত্যুসংবাদ টুইটারে প্রথম জানিয়েছেন নির্মাতা হংসল মেহতা। আজ শুক্রবার সকালে তিনি লিখেছেন, প্রদীপ সরকার, ‘দাদা, আপনার আত্মার শান্তি হোক।’
বিজ্ঞাপন নির্মাণের মাধ্যমে ক্যারিয়ার শুরু হয়েছিল প্রদীপ সরকারের। বাঙালি পরিচালক হয়েও মূলত মুম্বাইয়েই কাজ করতেন তিনি। তাঁর নির্মিত সিনেমার সংখ্যা কম হলেও প্রতিটি সিনেমা সফলতা এনে দিয়েছিল। ২০০৫ সালে ‘পরিণীতা’ সিনেমা দিয়ে পরিচালনায় আসেন প্রদীপ। ব্যবসাসফল সিনেমাটিতে অভিনয় করেছিলেন সাইফ আলী খান ও বিদ্যা বালান। এরপর তাঁর নির্মিত ২০০৭ সালে ‘লাগা চুনরি মে দাগ’ দর্শকের মন ছুঁয়ে যায়। এরপর আরও একাধিক সিনেমার মাধ্যমে আলোচনায় আসেন প্রদীপ। এর মধ্যে ‘লাফাঙ্গে পরিন্দে’ (২০১০), ‘মার্দানি’ (২০১৪), ‘হেলিকপ্টার ইলা’র (২০১৮) মতো সিনেমা উল্লেখযোগ্য।
প্রদীপের মৃত্যুতে বলিউডে শোকের ছায়া নেমেছে। শোকবার্তা দিয়েছেন অভিনেতা অজয় দেবগন, মনোজ বাজপেয়ি, অভিষেক বচ্চনসহ আরও অনেকে।
ওটিটি প্ল্যাটফর্মেও দাপটের সঙ্গে কাজ করছিলেন প্রদীপ সরকার। ‘কোল্ড লস্যি অউর চিকেন মাশালা’, ‘অ্যারেঞ্জ ম্যারেজ’, ‘ফরবিডেন লাভ’, ‘দৌরাঙ্গা’র মতো ওয়েব সিরিজ পরিচালনা করেছিলেন তিনি।
গত বছর কঙ্গনা রানাউতকে নিয়ে ‘নটী বিনোদিনী’র বায়োপিক হিন্দিতে নির্মাণের কথা চূড়ান্ত ছিল প্রদীপ সরকারের। সিনেমাটির প্রিপ্রোডাকশনের কাজ চলছিল। কিন্তু কাজটি অসম্পূর্ণ রেখেই মারা গেলেন এই বাঙালি পরিচালক।
বিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
৩৪ মিনিট আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
৩৯ মিনিট আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
৪৩ মিনিট আগেকালজয়ী রূপকথা ‘স্নো হোয়াইট’কে নতুনভাবে পর্দায় নিয়ে এসেছে ডিজনি। প্রায় ২৭০ মিলিয়ন ডলার বাজেটে তৈরি হয়েছে স্নো হোয়াইট। ডিজনির অন্যতম ব্যয়বহুল এই মিউজিক্যাল ফ্যান্টাসি মুক্তির আগে থেকেই নানা বিতর্কে জড়িয়েছিল। গত ২১ মার্চে মুক্তির পর বিতর্ক বেড়েছে আরও।
১ ঘণ্টা আগে