Ajker Patrika

একদিকে মনোজ, অন্যদিকে সামান্থা

তাছনিম চাকলাদার
আপডেট : ২০ মে ২০২১, ২২: ৩১
Thumbnail image

ঢাকা: আবার আসছে ‘ফ্যামিলি ম্যান’। ২০১৯ সালের সেপ্টেম্বরে অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছিল প্রথম সিজন। মনোজ বাজপেয়ীর অনবদ্য অভিনয় ভালোই সাড়া ফেলেছিল। সেই থেকে দর্শক উন্মুখ হয়ে অপেক্ষা করছিলেন ঘটনার ধারাবাহিকতা জানার জন্য। অবশেষে ঘোষণা এল দ্বিতীয় সিজনের। প্রকাশ পেল ট্রেলারও।

দেখুন ‘দ্য ফ্যামিলি ম্যান সিজন ২’ এর ট্রেলার:

বুধবার (১৯ মে) সকালে মুক্তি পাওয়ার পর ‘দ্য ফ্যামিলি ম্যান সিজন ২’ এর ট্রেলার দেখা হয়েছে ১৬ মিলিয়নেরও বেশিবার। এ থেকেই স্পষ্ট, দর্শকদের কী পরিমাণ কৌতুহল এ সিরিজকে ঘিরে। ট্রেলারে এবারও মনোজ বাজপেয়ী দুর্দান্ত। সঙ্গে আগ্রহ জিইয়ে রাখলেন তেলুগু অভিনেত্রী সামান্থা আক্কিনেনি ও প্রিয়ামনি।

মনোজ বাজপেয়ী। ছবি: ইনস্টাগ্রাম  এবার মনোজ বাজপেয়ীর সঙ্গে পর্দায় হাজির হয়েছেন সামান্থা আক্কিনেনি। এটিই অভিনেত্রীর ওয়েব সিরিজে প্রথম কাজ। তবে মনোজের স্ত্রীর ভূমিকায় অবশ্যই থাকছেন দক্ষিণী তারকা প্রিয়ামনি। এছাড়াও দেখা যাবে শরদ কেলকর, শরিব হাশমি, গুল পানাগকে। আর ‘ফ্যামিলি ম্যান’ এর সিজন ওয়ানে যেমন টান টান উত্তেজনা ছিল, সেটা তো থাকছেই।

সামান্থা আক্কিনেনি। ছবি: ইনস্টাগ্রামপ্রথম সিজনের গল্পে দেখা গেছে, অন্যতম সন্ত্রাসী মূসাকে ধরার জন্য মরিয়া শ্রীকান্ত তিওয়ারি। আদ্যোপান্ত ভদ্রলোক কিন্তু মূলত তিনি ধুরন্ধর গোয়েন্দা। এ চরিত্রে মনোজ বাজপেয়ীর অভিনয় মুগ্ধ করেছিল দর্শককে। মূসা রহমান চরিত্রে দক্ষিণী তারকা নীরজ মাধবের অভিনয়ও প্রশংসা পেয়েছিল। কিন্তু দ্বিতীয় সিজনে তাঁকে প্রধান খলনায়কের চরিত্রে দেখা যাবে না। তাঁর জায়গাতেই আসছেন সামান্থা আক্কিনেনি।

তাই গল্পের দ্বিতীয় মৌসুমে এবার মহিলা সন্ত্রাসীর সঙ্গে ফাইট করতে হবে গোয়েন্দা শ্রীকান্ত তিওয়ারিকে। ৪ জুন অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে রাজ এবং ডিকে পরিচালিত ক্রাইম থ্রিলার দ্য ফ্যামিলি ম্যান সিজন ২।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত